Every Man in His Humour by Ben Jonson

in hive-107931 •  2 years ago 

image.png

Ben Jonson এর নাটক Every Man in his Humour যা Comedy of Humour এর একটি সর্বোত্তম উদাহরণ, এটি এমন একটি নাটক যেখানে চরিত্রগুলোকে যেকোনো একটি হাস্যরসাত্মক বৈশিষ্ট্যের চূড়ান্ত অবস্থায় দেখা যায়। নাটকটির মূল কাহিনিতে দেখা যায়, Kno'well নামক এক ব্যক্তি তার সন্তানের নৈতিক বিকাশ নিয়ে চিন্তিত, তাই সে তার উপর গোয়েন্দাগিরি করে। কিন্তু তার ভৃত্য Brainworm এর কারণে তা বারবার বিঘ্নিত হয়, অথচ তাকেও একই কাজে নিয়োজিত করা হয়েছিলো। এদিকে অন্য একটি কাহিনিতে দেখা যায় Kitely নামক এক বণিক প্রচণ্ড ঈর্ষায় ভুগছে কারণ তার ধারণা তার স্ত্রীর কিছু ভবঘুরের সাথে অবৈধ সম্পর্কে আছে। এই দুই প্রধান কাহিনির পাশাপাশি আরো অনেক অদ্ভুত হাস্যকর সব চরিত্রের সমাবেশ ঘটেছে নাটকটিতে। যেমন- একরোখা সৈনিক, গ্রাম্য মেয়ে, ভাবধারা কবি, অসভ্য পানিবাহক, বিচারকসহ প্রতিটি চরিত্রই হাস্যরস সৃষ্টির জন্য আনা হয়েছে। নাটকটির লিখনপদ্ধতি ল্যাটিন পদ্ধতির কাছাকাছি অনুসরণ করেছে। Jonson তার সময়ের অন্যান্য নাট্যকারদের রোমান্টিক কমেডির ধাঁচ থেকে দূরে এসে সে সময়ের একটা শহুরে জীবনের দৈনন্দিন কার্যকলাপ তুলে ধরেছে। নাটকের কাহিনি এগিয়েছে ঘটনার পর ঘটনা ও তার প্রতিক্রিয়ার ঠাসবুননে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!