Gulliver's Travels by Jonathan swift

in hive-107931 •  2 years ago 

Jonathan swift এর রচিত Gulliver's Travels গ্রন্থটি একই সাথে মানব প্রকৃতি ও প্রচলিত ভ্রমণ কাহিনিকে ব্যঙ্গ করে লিখিত। প্রকাশের সাথে সাথেই এটি প্রচণ্ড জনপ্রিয়তা পায় এবং নার্সারি স্কুল থেকে মন্ত্রিসভা পর্যন্ত সর্বত্র পঠিত হতে শুরু করে। বর্তমানে Gulliver's Travels কে ইংরেজি সাহিত্যের একটি Classic হিসেবে বিবেচনা করা হয়। চারটি গ্রন্থে বিস্তৃত এই কাহিনিতে কয়েকটি সমুদ্রযাত্রার দুঃসাহসিক (প্রকৃতপক্ষে দুর্ভাগ্যজনক) গল্পের সমন্বয় রয়েছে। প্রথম যাত্রায় Gulliver লিলিপুটদের দ্বীপে পৌঁছায় এবং ৬ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট লিলিপুটদের দ্বারা বন্দী হয়। পরবর্তীতে Gulliver সেখান থেকে পালিয়ে ইংল্যান্ডে ফিরতে সমর্থ হয়।

image.png

দ্বিতীয় যাত্রায় Gulliver কে জাহাজের চিকিৎসক হিসেবে একটি দ্বীপে পানির সন্ধানে প্রেরণ করা হয়। সেখানে সে দৈতদের দ্বারা বন্দী হয় এবং তাকে দৈত্যদের রানির কাছে বিক্রি করে দেওয়া হয়। তৃতীয় যাত্রায় Gulliver লাপুটা দ্বীপে যাত্রা করেন। পরবর্তীতে জাপান এবং আমস্টারডাম হয়ে ইংল্যান্ডে ফিরে যান। চতুর্থ যাত্রায় বার্লাডোজ এবং লিয়ার্ড দ্বীপপুঞ্জের জন্য একটি বণিকবাহী জাহাজের অধিনায়ক হিসেবে যাত্রা করেন। বিচিত্র ও আকর্ষণীয় কাহিনির সংকলন হলেও এই গ্রন্থে মানুষের অনেক ত্রুটি, মূর্খতা এবং দুর্বল দিকগুলোকে লেখক তার নিপুণ দক্ষতা দিয়ে তুলে ধরেছেন। অনেক সমালোচক এই গ্রন্থের কারণে Jonathan swift কে মানুষ জাতির প্রতি বিদ্বেষী বা Misanthrope হিসেবে আখ্যায়িত করেছেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!