Hesperides by Robert HerricksteemCreated with Sketch.

in hive-107931 •  2 years ago 

1280px-Perseus_in_the_Garden_of_the_Hesperides_MET_MM43242.jpg

Hesperides হলো 1648 সালে ইংরেজ ক্যাভালিয়ার কবি Robert Herrick এর প্রকাশিত একটি কবিতার বই। প্রায় ১২০০ টি গীতিকবিতার এই সংকলনটি Herrick এর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এবং তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এটি ‘Carpe Diem’ চিন্তাধারায় পরিপূর্ণ, এর অর্থ হলো “ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানকেই কাজে লাগাতে হবে’। Hesperides হলো গ্রিক মিথলজির একদল কুমারী যারা স্বর্গের সোনার আপেলগাছ পাহারা দিতো। এই গাছ দেবতা Zeus ও দেবী Hera এর বিয়েতে আরেক দেবী Gaia উপহার দিয়েছিলেন। Hera অবশ্য Hesperides দের পুরোপুরি বিশ্বাস করতে পারেননি, তাই তিনি Ladon নামক এক শত মাথা বিশিষ্ট ড্রাগনকেও আপেল গাছের পাহারায় বসিয়েছিলেন। Hesperides কাব্যগ্রন্থেই “To the Virgins, to Make Much of Time” নামক কবিতাটি আছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!