পেশাগত জীবনে পাদ্রী Jonathan Swift কে 18th Century এর শ্রেষ্ঠ Satirist বা ব্যঙ্গাত্মক সাহিত্য রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর নির্বিকার, বিদ্রুপাত্মক লেখার ধরণ ব্যঙ্গাত্মক লেখার এক নতুন ধারার সৃষ্টি করে যা “Swiftian Satire” নামে পরিচিত হয়। Swift জাতিতে ইংরেজ হলেও তাঁর জন্ম আয়ারল্যান্ডে। জন্মের আগেই পিতৃহারা হয়ে তিনি চাচা Godwin Swift এর যত্নে বড় হন এবং Trinity College Dublin থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। আয়ারল্যান্ডে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে তিনি ইংল্যান্ডে চলে যান। নানা কারণে আবার তাকে আয়ারল্যান্ডে ফিরে আসতে হয়। আসলে Swift এর সারাজীবনই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে সরকারদলীয় ও বিরোধীদলীয় উভয়পক্ষেই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল।
প্রথম জীবনে তিনি Whigs ও পরবর্তীতে তিনি Tory দলের জন্য রাজনৈতিক পুস্তিকা রচনা করেন। ১৭০৪ সালে ইংল্যান্ডে ভ্রমণকালে তাঁর A Tale of a Tub এবং The Battle of the Books বই দুইটি প্রকাশ হয় এবং লেখক হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি Alexandar Pope সহ আরো অনেক সাহিত্যিকদের সাথে পরিচিত ও বন্ধুত্ব স্থাপন করেন এবং Scriblerus Club গঠন করেন। তবে ১৭২৬ সালে প্রকাশিত Gulliver's Travels তাঁকে বিশ্ব সাহিত্যে অমর করে রেখেছে। প্রকাশের পরপরই এটি প্রচুর জনপ্রিয়তা পায় এবং ফ্রেঞ্চ, জার্মান ও ডাচ ভাষায় অনুবাদিত হতে থাকে।
Literary Works
- Gulliver's Travels
Part-1: A Voyage to Lilliput
Part-2: A Voyage to Brobdingnag
Part-3: A Voyage to Laputa...and Japan
Part-4: A Voyage to the Country of Houyhnhnms - A Tale of a Tub
- The Battle of the Books
- Argument Against Abolishing Christianity
- A series of letters to his former beloved Stella
- A Modest Proposal