Samuel Richardson এর 1740 সালে প্রকাশিত Epistolary novel (পত্রোপন্যাস) Pamela; or, Virtue Rewarded এর প্রধান চরিত্র Pamela Andrews. উপন্যাসটি ইংরেজি সাহিত্যের প্রথম দিককার অন্যতম একটি উপন্যাস হিসেবে স্বীকৃত। এটি একটি সামাজিক শিক্ষামূলক উপন্যাস। কর্মঠ, সুন্দরী ও সাহসী ষোড়শি Pamela একজন গৃহকর্মী যে তার গৃহকর্তা Mr. B কর্তৃক যৌন অত্যাচারের শিকারে পরিনত হয়।
যদিও প্রথম দিকে Pamela তার Parents কে পত্রের মাধ্যমে জানায় যে তার গৃহকর্তা খুবই ভদ্র এবং সে তাকে বিশ্বাস করে। কিন্তু কিছু দিন পর ১৬তম পত্রে Pamela তার গৃহকর্তাকে মিথ্যুক ও শয়তান আখ্যা দেয়। Pamela তার পিতামাতার কাছে প্রচুর পত্র যোগাযোগ করত যা তাকে Mr. B কে বাধা দিতে এবং নিজেকে কলঙ্ক মুক্ত রাখতে সাহায্য করে। কিন্তু Pamela ক্রমশ Mr. B এর প্রতি আকৃষ্ট হয় এবং একপর্যায় তাদের বিবাহ হয়। Pamela এর মিষ্ট ও শান্ত স্বভাব সহজেই তার স্বামীর উচ্চমর্যাদার বন্ধুদের আকৃষ্ট করে। Pamela চরিত্রটি ভালবাসা, অর্থ, মর্যাদা ও স্বীকৃতি চাওয়া নারীদের প্রতিকৃতি।