Samuel Richardson ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক ও মুদ্রণকারী (printer), তিনি ইংরেজি সাহিত্যে ‘পত্র উপন্যাসের’ (Epistolary Novel) জনক। Pamela, Clarissa এবং The History of Sir Charles Grandison এই তিনটি পত্রোপন্যাসের জন্য তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। শৈশবে তার পরিবার তাঁকে ধর্মযাজক বানাতে চাইলেও প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার আর্থিক সামর্থ্য তাঁদের ছিলোনা তাই তিনি একজন মুদ্রণকারী হিসেবে প্রশিক্ষণ নিতে শুরু করেন। তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় একজন মুদ্রণকারী হিসেবেই কাটিয়েছেন, ৫০০ এর বেশি গ্রন্থ, পত্রিকা ইত্যাদি ছাপিয়েছেন।
1740 সালে তাঁর প্রথম উপন্যাস Pamela যখন প্রকাশিত হয় তখন তাঁর বয়স ৫১। এই উপন্যাসটিকে অনেকে ইংরেজি ভাষার প্রথম স্বার্থক উপন্যাসের মর্যাদা দেন। তাঁর দ্বিতীয় উপন্যাস Clarissa তাঁর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। এই দুইটি উপন্যাসেই Richardson সে যুগের প্রেক্ষাপটে আদর্শ নারী চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। তখন তাঁর নারী পাঠকদের অনুরোধে তিনি একটি আদর্শ পুরুষ চরিত্র চিত্রিত করতে The History of Sir Charles Grandison উপন্যাসটি রচনা করেন। তিনিই প্রথম সাহিত্যে দৈনন্দিন জীবনের ঘটনাবলি উপস্থাপন করেন। তাঁর এই উপন্যাসগুলো ব্যবসায়িক ভাবেও সফলতা লাভ করে। শেষজীবনে তিনি ইংল্যান্ডের সাহিত্য সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিগণিত হন, নিজে লেখা একসময় বন্ধ করে দিলেও অন্য লেখকদের লেখা ছাপাতে থাকেন। সে যুগের বহু বিখ্যাত সাহিত্যিক তাঁর সাহায্য লাভ করেন এবং বন্ধুতে পরিণত হন, তিনি সত্যিই ছিলেন সাহিত্যানুরাগী এক নিবেদিত প্রাণ।
Samuel Richardson
- Literary Works
- Pamela
- Clarissa
- The History of Sir Charles
- Grandison