ইংরেজি সাহিত্যের The Augustan Period

in hive-107931 •  2 years ago 

ইংরেজি সাহিত্যের The Augustan Period (1702-1745) বা অগাস্টান যুগ 1702 খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়ে 1745 খ্রিষ্টাব্দ পর্যন্ত বিস্তৃত। অগাস্টাস নামে ইংল্যান্ডে আসলে কোন রাজা ছিলো না। মূলত এই যুগের ইংরেজ লেখকগণ খ্রিষ্টপূর্ব ২৭ অব্দ থেকে ১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইতালিতে রাজত্ব করা সম্রাট অগাস্টাসের আমলের লেখকদের অনুকরণ করেছিলেন বলে তাঁর নামানুসারে এ যুগের নামকরণ করা হয়েছে অগাস্টান। এ যুগকে The Age of Pope ও বলা হয়। কারণ Alexander Pope এই সময়ের একজন খুব প্রভাবশালী লেখক ছিলেন।

image.png

অগাস্টান যুগে ইংল্যান্ড ছিলো Queen Anne, King George (I) এবং King George (II) এর শাসনাধীন। এ যুগেই প্রথম ইংরেজ দৈনিক “The Daily Courant’ (কিউরেনট) লন্ডন থেকে প্রকাশিত হয় 1702 সালে। আধুনিক উপন্যাস লিখা শুরু হয় অগাস্টান পিরিয়ডেই। তবে গদ্য রচনায় Satire বা ব্যঙ্গের প্রভাব ছিলো বেশি। এছাড়াও এ সময়ের লেখনির মধ্যে Political awareness বা রাজনৈতিক সচেতনতা বেশি স্পষ্ট ছিল। এ যুগের লেখকদের মতে, শিল্পসাহিত্য আবেগের ব্যাপার নয়; এটা অত্যাবশ্যকীয় ব্যাপার। সংযম বোধ; শৃঙ্খলা ও যুক্তি; ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোর উপর এযুগের লেখকরা বেশি আলোকপাত করতেন। এ যুগের সবচেয়ে নেতৃস্থানীয় লেখকরা হলেন— Alexander Pope, Samuel Johnson, Jonathan Swift ইত্যাদি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!