The Duchess of Malfi by John Webster

in hive-107931 •  2 years ago 

image.png

John Webster এর লিখিত একটি নাটক The Duchess of Malfi, যেটিতে একজন বিধবা Duchess গোপনে Antonio নামক এক নিচু শ্রেণির ভৃত্যকে বিবাহ করেন। কিন্তু তার ভাইয়েরা, Ferdinand ও Cardinal তার বিয়ের বিপক্ষে, কারণ তারা Duchess এর পদবি এবং তার সম্পত্তির অধিকারী হতে চায়। Duchess এর বাড়িতে ভাইয়েরা গুপ্তচর হিসেবে Bosola কে কাজ করতে পাঠায়। Duchess এর গর্ভে একে একে Antonio এর তিনটি সন্তান হয়। সন্তানের খবর Bosola জানতে পারলেও পিতা কে তখন সে জানতো না। এদিকে Ferdinand এর উন্মাদনা বাড়তে থাকলে Duchess ও Antonio তাদের সন্তানদের নিয়ে পালাতে চায় কিন্তু কেবল বড় সন্তানকে নিয়ে Antonio পালিয়ে আনকোনা শহরে চলে যেতে পারে। Duchess এবং বাকি দুই সন্তান মালফিতে ফিরে আসতে বাধ্য হয়। ভাইদের নির্দেশে সন্তানসহ Duchess কে হত্যা করা হয়। এই ঘটনার পর Bosola এর মানসিকতার পরিবর্তন হয়, সে তখন ভাইদের বিপক্ষে চলে যায়, Duchess কে খুনের প্রতিশোধ নিতে মনস্থির করে। Bosola একদিন আড়াল থেকে তাকে হত্যা করার জন্য Cardinal এর পরিকল্পনা শুনে ফেলে এবং এক অন্ধকার গীর্জায় Antonio কে Cardinal ভেবে ভুলে করে মেরে ফেলে। অতঃপর সে Cardinal কেও ছুড়িকাঘাতে হত্যা করে। এরপর Ferdinand এর সাথে লড়াইয়ে দুইজন দুইজনকে আঘাত করে মেরে ফেলে। নাটকের শেষ দৃশ্যে Duchess ও Antonio এর প্রাণে বেঁচে যাওয়া বড় ছেলে এসে তার মায়ের সকল সম্পত্তির অধিকারী হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!