The Dunciad by Alexander Pope

in hive-107931 •  2 years ago 

Alexander Pope রচিত The Dunciad ইংরেজি ভাষায় রচিত অন্যতম সেরা Mock-heroic Narrative Poem, যেটিতে কবি তৎকালীন রাজা-রানি, রাজকবি ও সাহিত্যের রুচির অবক্ষয়কে তীব্রভাবে ব্যঙ্গের ভাষায় আক্রমণ করেন। এটিতে তিনি Dulness নামক এক দেবীর জয়গান করেন যার মূল লক্ষ পৃথিবীতে নির্বুদ্ধিতা প্রতিষ্ঠা করা। সেই দেবী নিজের প্রতিনিধি হিসেবে Dunciad A এবং B নামে যাদের নির্বাচিত করেন, তারা মূলত ঐ যুগের প্রভাবশালী প্রকাশক Lewis Theobald এবং রাজকবি Colley Cibber কে ব্যঙ্গ করে নির্মিত কাল্পনিক চরিত্র।

image.png

এই ব্যঙ্গ কাব্য রচনায় John Dryden রচিত আরেক বিখ্যাত Mock-heroic কাব্য MacFlecknoe এর স্পষ্ট প্রভাব ছিলো, যদিও তার তুলনায় Dunciad এর আক্রমণের ভাষা অনেক বেশি আক্রমণাত্মক ছিলো। এই কাব্যে Dulness দেবীকে যাবতীয় যুক্তির বিরুদ্ধে, অন্ধকারকে আলোর বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। বিজয় নয়, বরং কবি এখানে এই নির্বুদ্ধিতার বিরুদ্ধে জ্ঞান ও রুচিবোধের যুদ্ধেরই জয়গান গেয়েছেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!