তিন পর্বের কবিতা The Good Morrow

in hive-107931 •  2 years ago 

John Donne লিখিত The Good Morrow তিন পর্বে বিভক্ত একটি ছোট কবিতা। এটিকে সনেট হিসেবে উল্লেখ করলেও গাঠনিকভাবে এটি সনেটের অনুসারী না। এটি মূলত Metaphysical প্রেমের কবিতা। কবিতাটি ঘুম থেকে উঠার পর দুই প্রেমিক প্রেমিকার কথোপকথনের ভঙ্গিতে লেখা হয়েছে। কবি প্রথমেই কৈশোর কালে অবুঝ ভালোবাসার কথা বলেছেন যা কিনা মাতৃদুগ্ধ পানরত শিশুর মতো কিংবা ইমোস রাজ্যের গুহায় ঘুমন্ত সাত ভাইয়ের মতো। দ্বিতীয় পর্বে কবি পরম আত্মবিশ্বাসের সাথে পরিপক্ব ভালোবাসাকে স্বাগত জানিয়েছেন। কারণ ভালোবাসা হওয়ার পর প্রেমিক-প্রেমিকার চিত্তে কোনো ভয় থাকে না। যদিও তারা আলাদা ভুবনে বাস করেন, তারা মিলিত হয়ে একটি নতুন জগৎ সৃষ্টি করতে পারেন। সত্যিকারের ভালোবাসা দ্বারা অন্য সকল উৎসের ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং একটি কক্ষকে রূপান্তর করতে পারেন মহাবিশ্বে। কবি প্রেমিক প্রেমিকার মুখচ্ছবিকে দুইটি গোলার্ধের সাথে তুলনা করেছেন, যেখানে বাস্তব পৃথিবীর গোলার্ধের মতো কোনো ঠান্ডা বা অন্ধকার নেই। তৃতীয় পর্বে, কবি বলেছেন যে, যেহেতু তাদের ভালোবাসা খাঁটি ও ত্রুটিহীন তাই মৃত্যুর পরও ভালোবাসা অমর থাকবে। কবি এ কবিতায় শারীরিক ভালোবাসা থেকে আধ্যাত্মিক ভালোবাসার শাশ্বত ভাবটাকে যৌক্তিক ভবে অমরত্ব দিয়েছেন।

image.png

If our two loves be one, or, thou and I
Love so alike, that none do slacken, none can die.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!