The Rape of the Lock by Alexander Pope

in hive-107931 •  2 years ago 

The Rape of the Lock, Alexander Pope এর একটি Mock-Heroic ধাঁচের বর্ণনামূলক কবিতা। কবির ঘনিষ্ঠ এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর ভিত্তি করে কবিতার কাহিনি বিবৃত হয়েছে। এতে সৌন্দর্য, ধর্ম এবং নৈতিকতা, নারীত্ব, গর্ব, প্রেম, সাধনা এবং উচ্চ শ্রেণির নৈতিকতার মত বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে। কবিতার কেন্দ্রবিন্দু একটি সুন্দরী মহিলা Belinda। তার রক্ষণাবেক্ষণে আছে Ariel নামক এক Sylphs বা অশরীরী সত্তা Belinda এর পাণিপার্থী এক Baron তার অপূর্ব চুলের বেণী চুরি করার পরিকল্পনা করে।

image.png

Ariel ও তার মত আরো অনেক Sylphs অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনা, কাঁচি দিয়ে Baron নায়িকার বেণী কাটতে সমর্থ্য হয়। Baron যখন সাফল্যে উল্লসিত হয়ে বেণী নিয়ে চলে যাচ্ছে তখন Belinda বেণীর শোকে বিশাল হৈচৈ বাঁধিয়ে দেয়। তার শোক দেখে বিচলিত হয়ে জনসাধারণ বেণী ফিরিয়ে দেওয়ার দাবী জানায়। কিন্তু সেই চুলের বেণী আর খুঁজে পাওয়া যায় না। Belinda'র সে বেণী যেন নক্ষত্রালোকে স্থান পেয়েছে। সেখানেই সে বেণী চিরকাল তারকার মতো দীপ্তি ছড়াবে আর পৃথিবীর কবিকুল তা নিয়ে রচনা করবে অমর কাব্যগাথা! মূলত সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকা নানা মহাকাব্যের অনুকরণে ও সমান্তরালে তুচ্ছ বিষয়কে মহাকাব্যিক ভাবে দেখানোটাই ছিলো এই ব্যঙ্গকাব্যের মূল লক্ষ্য। এই কাব্যটি ইউরোপীয় সাহিত্যে Mock-Heroic ধারার কাব্য রচনা জনপ্রিয় করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!