The Temple তিন খণ্ডে লিখিত The Temple কাব্যগ্রন্থটি George Herbert ঈশ্বরের সাথে নিজের সম্পর্ক নিয়ে লিখেছিলেন। কাব্যগ্রন্থটিতে খ্রিষ্টানদের Bucharist নামক ধর্মীয় আচার অনুষ্ঠানকে বারবার রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। Bucharist এ মূলত যীশুর শেষ ভোজন বা Last Supper এর সস্মৃতিকে উদ্যাপন করা হয় এবং তাঁর আত্মোৎসর্গকে স্মরণ ও খ্রিষ্টের ভাবধারায় আত্মদানকে একই মাত্রায় দেখানো হয়েছে।
কবি দাবি করেন, মানবতার পাপের জন্য প্রায়শ্চিত্তে মৃত্যুবরণ না করে বরং ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে তিনি খ্রিষ্টের আত্মত্যাগের অনুকরণ করতে পারেন। তিনি আরও বুঝতে পারেন যে, শুধু ধর্মের জন্য আত্মত্যাগের মাধ্যমেই তিনি যীশুর কাছে নিজের জীবন উৎসর্গ করতে সক্ষম হবেন।