Voltaire (1696-1778)

in hive-107931 •  2 years ago 

ফরাসী লেখক, নাট্যকার এবং দার্শনিক যার প্রকৃত নাম ছিলো Francis Maire Arouet; ছদ্মনাম হিসেবে Voltaire ব্যবহার করতেন। বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে আজীবন সংগ্রাম করে যাওয়া এই মহান সাহিত্যিক সাহিত্যের প্রতিটি শাখায় অবদান রেখে গেছেন। তিনিই ইতিহাসের প্রথম সাহিত্যিক যিনি আন্তর্জাতিকভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছিলেন।

image.png

Prose
  • Candide
  • Zadig
Non-Fictions
  • Essay on the Manners and Spirit of Nations
Plays
  • Mahomet
  • Brutus
  • Mariamne
  • Zaïre

Candide by Voltaire

Candide হলো দার্শনিক Voltaire দ্বারা রচিত একটি French Satire. যেখানে বিশ্লেষিত হয়েছে – আশাবাদ বনাম বাস্তবতা: Candide এর মূল বিষয় হলো অতি আশাবাদী চিন্তা-চেতনার অসারতা দেখানো। মূল চরিত্র Candide স্বর্গের মত একটি স্থানে নিরাপদে বসবাসকারী একজন মানুষ যে প্রফেসর Pangloss এর দ্বারা ‘লিবনিজিয়ান আশাবাদ’ এ দীক্ষিত। কিন্তু এই জীবনধারায় একসময় বিঘ্ন ঘটে এবং সে ধীরে ধীরে উপলব্ধি করে বাস্তব জীবন অত্যন্ত কঠিন। চিন্তা বনাম কাজ: Voltaire এর আশাবাদের তীব্র সমালোচনার পাশাপাশি দার্শনিক চিন্তার ব্যর্থতা আলোচনা করেন। প্রফেসর Pangloss এর দার্শনিক বয়ানগুলো বাস্তবতার সাপেক্ষে প্রহসন বলে মনে হয়। যেমন: লিসবেন ভূমিকম্পের পর Pangloss সাহায্য করার জন্য কিছু করার পরিবর্তে ভূমিকম্পের কারণগুলো নিয়ে চিন্তা করা বেছে নেন। এভাবে দার্শনিক বা অনুমানমূলক চিন্তা ভাবনাকে অকেজো এবং সম্ভাব্য ধ্বংসাত্মক ব্যাপার হিসেবে চিত্রিত করা হয়েছে। সামাজিক সমালোচনা: Voltaire তার সমাজের ব্যর্থতার প্রকৃত চিত্র প্রকাশ করার জন্য Candide ব্যবহার করেন। Candide এ রাজনৈতিক এবং ধর্মীয় নিপীড়ন, মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতা এবং আর্থিক দুর্নীতির তীব্র সমালোচনা করা হয়েছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!