প্রিয় বন্ধুরা আস্সালামুআলাইকুম,আমি @aparajitoalamin
আমি বাংলাদেশ থেকে লিখছি
Do you want to fulfill any dream from Steemit's earnings?
Is Steemit able to fulfill your dreams?
Are you interested in purchasing a dream car by earning on steemit? But what is it and why?
Have you been able to fulfill any dreams from Steemit?
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন
--- @aparajitoalamin
"Contest: Tell us about your dream with steem."
আমার স্বপ্ন আমার Steemit এর আয়দিয়ে বিশ্বব্যাপী শিক্ষা প্রদান কার্যক্রমের জন্য ব্যবহার করা। কারন এতে এমন সংস্থাগুলিকে সহযোগীতা করা যাবে যারা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি, প্রশিক্ষণ এবং সংস্থান প্রদান করে।
শিক্ষা একটি মৌলিক অধিকার যা বিভিন্ন আর্থ-সামাজিক প্রতিকূলতার কারণে সারা বিশ্বের অনেক মানুষ এই অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা কার্যক্রমে বিনিয়োগের মাধ্যমে, আমরা মানষদের তাদের দক্ষতা এবং জ্ঞান বিকাশের সুযোগ তৈরিতে সাহায্য করতেপারি, যার ফলশ্রুতিতে আরও ভাল চাকরির সম্ভাবনা, উন্নত জীবনের মান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেতে পারে।
শিক্ষা কার্যক্রমে বিনিয়োগ ব্যক্তি, সম্প্রদায় এবং সামগ্রিকভাবে সমাজের উপরে একটি উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী সুপ্রভাব ফেলতে পারে। এটি ভবিষ্যতের একটি বিনিয়োগ, এবং এটি প্রত্যেকের জন্য আরও ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ বিশ্ব তৈরি করতে সহায়তা করতে পারে৷
তাছাড়া সারাপৃথিবীতে অনেক মানুষ যারা পিছিয়ে আছে কেবল শিক্ষার অভাবে। শিক্ষা অনেক প্রকার হতে পারে, তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ও অনেক কার্যকরী। আমার নিজেরও একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান চালু করার ইচ্ছা আছে। শিক্ষা মানুষের মনকে আলোকিত করে। মানবিক গুনাগুন বাড়ায়। সবার মাঝে শান্তিপূর্ন ও ভদ্রভাবে চলার জন্যে উৎসাহিত করে এবং সম্মান বাড়ায়।
তাই শিক্ষা ব্যবস্থাকে সহযোগীতা করার স্বপ্ন আমি দেখি। পুরনো দিনের বয়স্ক দাদা দাদীর কাছে গল্প শুনেছি তাদের অশিক্ষিত হওয়াকে পুজি করে অনেক খারাপ মানুষ তাদেকে ঠকিয়েছে, অধিকার বঞ্চিত করেছে। তাই মানুষ যাতে নিজের পরিচয় ও অধিকার রক্ষায় সোচ্চার হতে পারে তাই আমি আমার স্টিমিটের আয় শিক্ষাখাতে বিনিয়োগ করতে চাই
অবশ্যই স্টিমিট আমার স্বপ্ন পূরনে সহয়তা করতে পারে। আমার স্বপ্ন পূরনে প্রয়োজন টাকা বা অর্থ। আর তা আমি স্টিমিটে কাজ করে অর্জন করতে পারি। এখানে উপার্জনের হার আমার দেশে অন্যান্য কাজের তুলনায় অনেক বেশি। স্টিমিট টিম যদি আমাকে আরো বেশি সমর্থন করে তবে আমি খুব দ্রুতই স্বপ্ন পূরনে সমর্থ হবো।আর এখানে অনেক ব্যাবহারকারী শিক্ষা বিষয়ক ব্যাপারে সহযোগীতা করছে তাদের সাহায্যও আমি পাবো বলে আশাকরছি।
আমার স্বপ্নের গাড়ি হলো একটা স্কুল বাস। আমি অবশ্যই আমার আয় থেকে তা কিনতে চাই। স্কুলবাসের মাধ্যমে বিনামূল্যে অনেক শিশু তাদের বাসা থেকে নিরাপদে স্কুলে আসতে পারবে এবং তা সমাজের জন্যে ভালো হবে।
আমি স্টিমিটের মাধ্যমে বাস্তব জীবনে একটি পুরোনো স্বপ্ন পূরন করতে পেরেছি। আমার ইচ্ছে ছিলো একজন ছবি আকিয়ে হবার। আমি দীর্ঘ বিশ বছর কোনো ছবিই আকিনি। তবে @goodybest এর উৎসাহে আমি আমার ছবি আকার স্বপ্নটি পুনরায় শুরুকরি এবং এতে আমি বেশ আনন্দিত।goodybest অনুপ্রেরনায় ও স্টিমিট টিমের সহযোগীতায় আমি আমার স্বপ্নটি আবার পূরন করতে পেরেছি। কারন আমি প্রশংসিত ও পুরস্কৃত হয়েছি।
https://twitter.com/alaminaparajit/status/1657622515932610560
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit