بسم الله الرحمن الرحيم |
---|
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন,কেমন আছেন সবাই আশা করছি সর্বশক্তিমান আল্লাহর দয়ায় ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মেহেরবানীতে ভালো আছি।
আজ আবারও আপনাদের সামনে নতুন একটি ডায়েরি নিয়ে হাজির হলাম,আশা করছি আমার লিখা ডায়েরি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
সকাল সকালই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেলাম,আজ আমার নানীর বাড়ি যাওয়ার কথা ছিলো,তাই সকাল সকালই রেডি হলাম।নানির বাড়ি যাওয়ার পথে বিশাল বিশাল আম বাগান,শত শত বিঘা শুধু বাগান আর বাগান।
বাগানের গাছ যদিও অনেক ছোট ছোট,কিন্তু এই ছোট ছোট গাছে অনেক বড় বড় আম ধরেছে,আম এত কাছে যে আপনি চাইলে শুয়ে থেকেও আম খেতে পারবেন।
নানীর বাড়ি যাওয়ার পথে কিছুদূর হেটে হেটে যেতে হয়,এটা হলো মাটির রাস্তা,একটু বৃষ্টিতে অনেক কাদা হয়ে যায় রাস্তায়,এই কাদার কারণে কোন গাড়ি এই দিক দিয়ে যেতেই চায়না,কারণ গাড়ি কাদার উপর দিয়ে যেতে পারেনা,গাড়ির অনেক ক্ষতি হয়,আর গাড়ির বিয়ারিং কাদা ভরে নষ্ট হয়ে যায়,কারণ গাড়ির টায়ার কাদার ভিতরে ঢুকে যায়।
খুবই সাবধানে এই কাদাময় রাস্তায় হাটছিলাম,কারণ পড়ে থাকা জামায় কাদা লেগে যেতে পারে,আর মাটিও ছিলো আঠাল,পা একটুপর পর স্লিপ কাটছিলো।আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ভালোভাবেই নানী বাড়ি পৌঁছে গিয়েছিলাম।
নানী-র বাসা পৌঁছানোর পরই জুমার নামাজের আজান হলো,তাই নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে গেলাম,নামাজ শেষ করে বাসায় আসলাম,বাসায় এসে একটু সুইলাম,এর একটু পরেই দেখি আমার প্রিয় বৃষ্টিদের আগমন ঘটেছে।নিজেকে অনেক নিয়ন্ত্রণ করতে চেয়েও আমি বৃষ্টিদের কাছে হেরেই গেলাম।এমন হেরে আমি বারবার যেতে চাই।আসলে আমি বৃষ্টি দেখলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।
ধ্যানে মগ্ন হয়ে পৃথিবীর খবরাখবর নিচ্ছিলাম😁।সত্যি অসাধারণ লাগছিলো আমার গোসল করতে,অনেকক্ষণ ধরে গোসল করলাম,নানী আমাকে বারবার নিষেধ করছিলো,তবুও আমি গোসল করেই গেলাম,বৃষ্টি প্রেমিকরা এমনই হয়,কোন বাধায় যেন তাদের প্রেমাস্পদের সাথে সাক্ষাতে বাধা সৃষ্টি করতে পারেনা।
আছর হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টির পানি কোন ভাবেই যেন ছাড়ছে না,আর এ-দিকে বাসা যাওয়ার তারা,উপয়ান্তর না পেয়ে বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়লাম বাড়ির দিকে।
বৃষ্টির পানিতে রাস্তা একদম পরিস্কার হয়ে ছিলো,অল্প সময়ের মধ্যেই বাসায় চলে আসলাম।
বাসায় এসে উঠানে লাগানো ১২ মাস আম ধরে,সে গাছের আমের মুকুল এর পিক উঠাইলাম।বৃষ্টির পানিতে গাছের সৌন্দর্য আরও বেড়ে গেছে।
এই আম গাছের নাম হলো বারিএগারো,এই আম আমি কখনোই খাইনি ইনশাআল্লাহ বড় হলে খাবো।
তারপর মরিচ গাছে পিক উঠালাম,মরিচ গাছেও সারাবছর মরিচ ধরে,অনেক সুন্দর গাছটি
এরপর উঠালাম পেয়ারা গাছের পিক,পেয়ারা গাছে বেশ ভালো পেয়ারা ধরেছে।
পেয়ারাতে নাকি প্রচুর পরিমাণ ভিটামিন আছে,ছোট বেলায় মানুষের মুখে শুনতাম,পেয়ারাতে আপেলের চেয়ে নাকি বেশি ভিটামিন।
এরপর একটু ফ্রেশ হয়ে আম খাওয়ার জন্য আম ঘর থেকে নিয়ে আসলাম,তারপর আম খাওয়া শুরু হলো।
আমটি ছিলো রূপালী, আমটির চেহারা যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর,সত্যিই আমের স্বাদ ভোলার মত না
সকলের সুস্বাস্থ্য কামনার মাধ্যমে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি Good night Have a Jannat dream.
@habib35
(X promotion link)
https://x.com/MdHabib86056390/status/1809268156122481138?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Dear brother, have a nice day. There I saw the natural environment and the moment of eating mangoes in the mango garden. Drenched in rain at sweet times. All in all had a nice day and the post is very nicely presented by you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit