||My Father Is My Life 🎅||

in hive-109435 •  7 months ago 

اسلام عليكم و رحمةالله وبركاته


আমি @habib35 From #bangladesh

আশা করছি মহামহীয়ান রবের দয়ায় ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তায়ালা দয়ায় ভালো আছি।আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি #Steem4bolgger এর পক্ষ থেকে @memamun ভাই কর্তৃক আয়োজিত নতুন আরেকটি প্রতিযোগিতা "My Father Is My Life" ইনশাআল্লাহ আপনাদের পাশে পাওয়ার আশা করছি।


1000009161.png

Photo Created By Canva

পৃথিবীতে আমাদের আসার অন্যতম মাধ্যম হলো আমাদের পিতা,এবং এই পৃথিবীতে সুন্দর করে বাঁচারও অন্যতম মাধ্যম হলেন আমাদের পিতা,যার পিতা নেই সে বুঝে পিতা না থাকার কষ্ট কতটা তীব্র,সে বুঝে পিতাহীন বেঁচে থাকা কতটার যন্ত্রনার।


পিতা হলেন এমন একটি বটবৃক্ষ, যে বৃক্ষ আমাদের ছায়া দেওয়ার জন্য হাজারো ঝড়বৃষ্টি,চৈত্র মাসের ভিষণ খড়ার মাঝেও দন্ডায়মান থাকেন।ধন্যবাদ জানায় প্রিয় @memamun ভাইকে যিনি পিতার কথা স্বরণীয় রাখার জন্য আমাদের সামনে এমন একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন।

1000009092.png

🎅 Share your comments about your father

1000009259.jpgsource
আমার বাবা আমার কাছে সুপার হিরো,প্রতিটি বাবাই তার সন্তানের কাছে সুপার হিরো,সুপার হিরো হওয়ার সমস্ত গুণাবলী আমার বাবার মাঝে বিদ্যমান আছে।আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবা আমাকে খুশি করার জন্য অনেক সময় নিজে ঘোড়া সেজেছেন,আমার রাগ,কান্না থামানোর জন্য নিজে কখনো জোকার হয়ে কৌতুক করেছেন,আমার মুখে হাসি ফুটানোর জন্য আমাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছেন, যদিও বাবার কাপড় ছেড়া ছিলো।আমার সুন্দর ভবিষ্যৎ এর চিন্তা করে নিজের সব ইচ্ছেকে বিসর্জন দিয়েছেন।এমন গুণ যে বাবার মাঝে বিদ্যমান আছে সে বাবাকে সুপারহিরো না বলে কি কোন উপায় আছে বলুন?

1000009092.png

🎅 How much do you love your father? Share the feeling

1000009262.jpgSource

বাবাকে কতটা ভালোবাসি তা আমি আমার লিখার মাধ্যমে আমার ভাষার মাধ্যমে প্রকাশ করতে অক্ষম,কোন সন্তান তার বাবাকে কেমন ভালোবাসে তা আমি জানিনা,তবে আমি আমার বাবাকে প্রচন্ড রকমের ভালোবাসি,বাবাকে ছাড়া একমুহূর্ত থাকাও আমার কাছে বড্ড কষ্টের,বাবাকে ছাড়া আমি আমার পৃথিবীকে ভাবতে পারিনা,বাবাকে ছাড়া আমার জীবনটা খুব বেমানান, আমি আমার রবের কাছে আমার বাবার জন্য সর্বদা দোয়া করি আল্লাহ আমার বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আমিন ইয়া রব্বুল আলামীন।

1000009092.png

🎅🎅Does your father have any expectations? Which have you done or will do?

1000009293.jpgSource

প্রতিটি বাবারই তার সন্তানের উপর অনেক আশা প্রত্যাশা থাকে,আমার বাবার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়,আমার বাবার ইচ্ছে হলো আমি যেন একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারি,আমি যেন একজন ভালো মানুষ হিসাবে পৃথিবীতে চলতে পারি,আমি যেন ইসলাম ধর্মের একনিষ্ঠ খাদেম হতে পারি,এটাই আমার বাবা আমার কাছে প্রত্যাশা করেন,আমিও আমার বাবার প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমার বাবার শিখিয়ে দেওয়া পদাঙ্ক অনুসরণ করে সেভাবে নিজেকে গুছিয়ে চলার চেষ্টা করছি।আমার বাবা আমার কাছে যা আশা করেন সবটা পূরণ করতে পারিনি এখনো,বাবার কিছু আশা পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ,বাকি আশাগুলোও পূরণ করার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ,আমি আল্লাহর কাছে প্রার্থনা করি বাবার আশা পূরণ করার আগে আল্লাহ তায়ালা আমাকে যেন মৃত্যু না দেন।

1000009092.png

🎅 Regarding others' father's, give your advice to everyone.

প্রিয় ভাই এবং বোন,পৃথিবীর বুকে যদি আপনার বাবা এখনো জীবিত থাকেন, তাহলে বাবার সেবায় নিজেকে নিয়োজিত রাখুন,স্মরণ করুন আপনার ছোট বেলার সে স্মৃতি গুলো যেখানে আপনার বাবা আপনাকে খুশি করার জন্য,আপনাকে ভালো রাখার জন্য,কতটা ত্যাগ শিকার করেছেন।আপনিও আপনার বাবার সেভাবেই সেবা করুন।আপনার বাবার সেবায় আপনাকে প্রতিষ্ঠিত হতে,আপনার জীবনকে আলোকিত করতে বেশ সহায়ক হবে।বিশ্বাস করুন আপনার বাবার নেক দোয়ার মধ্যেই আপনার প্রকৃত সফলতা লুকিয়ে আছে।অবশ্যই সতর্ক থাকুন!আপনার কোন আচার আচরণে যেন আপনার বাবা কষ্ট না পায়,যদি আপনার ব্যবহারে কষ্ট পেয়ে আপনার বাবার মুখ থেকে একবার বদদোয়া চলে আসে,তাহলে বুঝে নিবেন আপনার জীবনের ছন্দপতন এর অধ্যায় শুরু হয়ে গেছে।

1000009092.png

আমার প্রবন্ধটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এর জন্য আমার এই তিন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি
@nahida-farjana
@imranhassan
@mdyousufali

@habib35 From #bangladesh

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিটি বাবাই তার সন্তানের কাছে সুপার হিরো,সুপার হিরো হওয়ার সমস্ত গুণাবলী আমার বাবার মাঝে বিদ্যমান আছে।

আপনার বাবা একজন হিরো। শুধু হিরোই নন,বরং সুপার হিরো। এই ধরনের বাক্যগুলো তারাই বলেন, যারা আদর্শ সন্তান। বাবার আদর্শ সন্তানরাই তার বাবার ব্যাপারে এমনটা বলেন।

পোস্ট টি পড়ে ভালো লাগলো। প্রতিযোগিতায় আপনার জন্য সাফল্যের কামনা করি৷ ভালো থাকবেন। 🥰💘

ধন্যবাদ প্রিয় ভাই,আপনার সুন্দর কমেন্ট আমাকে সুন্দর করে লিখতে উৎসাহিত করে।আমাকে সামনে এগুনোর অনুপ্রেরণা দেয়।

Loading...

Dear @habib35 brother
Your father is a hero. Not just a hero, but a super hero. Such sentences are said only by those who are ideal children. Only the father's ideal children say this about their father.

You speak very nicely about your father. I am very happy to read your post about your father.

My Father Is My Life Contest Winners🏆
Congratulations on being the 2nd winner 🎉

Jazakallah Khairan my dear brother, for your nice comment.