Burnsteem25 প্রকল্প সম্পর্কে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন এজন্য ধন্যবাদ জানাই প্রিয় @solaymann ভাইকে।
আমি মনে করি সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন ইহা। আমি বেশি কথা বলব না, কথা না বাড়িয়ে নির্বাচিত প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে এই প্রকল্প কে আবারও সমর্থন জানাই।
যেহেতু আমি Burnsteem25 অনুসরণ করি সেক্ষেত্রে এই বিষয় সম্পর্কে অবগত রয়েছি। আমাদের এডমিন ম্যাডাম @sduttaskitchen সকলকে অবগত করেছে এই বিষয়ে। এছাড়াও কনটেন্ট তৈরীর মাধ্যমে সকলের মাঝে পৌঁছে দিয়েছে। অনুরূপভাবে এই প্লাটফর্মে অনেক লেখক এবং দায়িত্বশীল ব্যক্তি এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।
তবে আমি যতটুকু বলতে চাই তা হল একটি গল্পের মাধ্যমে Burnsteem25 তুলে ধরা। চলুন তাহলে গল্পটি পড়ি:-
ধরুন আপনি অসুস্থ। এমন একটি রোগ বা ভাইরাস গ্রামে শহরে সব জায়গায় বিস্তার লাভ করেছে। তখন আমি আপনি সকলেই ডক্টরের শরণাপন্ন হবো এবং ঔষধ নেব।
আমি মনে করি Burnsteem25 এভাবেই এগিয়ে যাচ্ছে। যদি আমরা আমাদের জায়গা থেকে সঠিক না থাকি তাহলে প্রকল্পকে বাস্তবায়নে রূপ দেবে কারা? প্রকল্প বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এই নিতে হবে। শুধুমাত্র steem উপার্জন করলে হবে না এর মূল্য বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের এগিয়ে আসতে হবে সকলকেই।
প্রিয় বন্ধুরা, Burnsteem25 প্রকল্প বাস্তবায়ন লক্ষ্যে আমি আমার অবদান সম্পর্কে তুলে ধরতে চাই। কেননা আমি দীর্ঘ মাস ধরে Burnsteem25 follow করতেছি। এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।
যে কেউ আমার বিগত পোস্টগুলি দেখবে সকলেই দেখতে পাবে আমি Burnsteem25 প্রকল্পকে সমর্থন করছি। কেননা মূল্য বৃদ্ধি করার জন্য আমার প্রচেষ্টা Burnsteem25 প্রকল্পকে সমর্থন করা আর সকলেই যদি সমর্থন করে তাহলে অতি দ্রুত সম্ভব মূল্য বৃদ্ধি পাবে।
এই জায়গায় একা সম্ভব নয় সকলকে দাঁড়াতে হবে এই প্রকল্পের সাথে এবং দীর্ঘদিন। সুতরাং আসুন আমরা সকলে মিলে এই প্রকল্পকে বাস্তবায়নে রূপ দেই।
Burnsteem25 এই প্রকল্প যথেষ্ট পরিমাণে এগিয়ে যাচ্ছে এবং এই প্রকল্পকে আমি সমর্থন করি। Steem Price উন্নয়নের লক্ষ্যে Burnsteem25 প্রকল্প এর গুরুত্ব অপরিসীম। যদি একটু লক্ষ্য করে আমার পোস্ট দেখেন তাহলে দেখতে পাবেন শেষের দিকে প্রত্যেকটি পোস্ট এর নিচে লেখা রয়েছে
@null
account for price increase.আমি এই প্রকল্পকে সমর্থন করার জন্য এবং মূল্য বৃদ্ধি করার লক্ষ্যে প্রত্যেকটি সদস্যকে অনুরোধ করব। একই সাথে আমি অনুরোধ করব প্রত্যেকটি কমিউনিটি এর ফাউন্ডার কিংবা এডমিন যারা কমিউনিটি কে নিয়ন্ত্রণ করতেছে।
প্রথমত একটি পরামর্শ রাখতে চাই তা হল প্রত্যেক সদস্যের সাথে কথা বলা অর্থাৎ হ্যাংআউট এর ব্যবস্থার মাধ্যমে তাদের মাঝে পৌঁছে দিতে হবে Burnsteem25 প্রকল্প সম্পর্কে তাদেরকে বুঝাতে হবে। আমি মনে করি তাহলে খুব দ্রুত সকলেই অনুসরণ করবে।
আমাদের কমিউনিটি Incredible India এর সকল সদস্য Burnsteem25 প্রকল্পকে সমর্থন করে। হয়তোবা হাতে গোনা কয়েকজন সদস্য ব্যতীত। আর এমন থাকবেই।
একটি পরিবারে কিংবা একটি রাষ্ট্রে সকলেই এক হতে পারেনা, একেকজনের চিন্তাধারা একেকজনের মতামত একেক রকম হবে, আর এটাই স্বাভাবিক। আমি ধন্যবাদ জানাবো আমাদের @sduttaskitchen এডমিন দিদি যিনি আমাদেরকে এই প্রকল্প সম্পর্কে হ্যাংআউটে এবং টিউটোরিয়াল ক্লাসে বিস্তারিত তুলে ধরেছে বারংবার।
একদিন এই প্রকল্প সমর্থন করব কিন্তু দুইদিন সমর্থন করবো না এভাবে কখনো হতে পারে না। একাধারে এই প্রকল্পকে সমর্থন করে যেতে হবে। সুতরাং আমি সকল সদস্য কে এর প্রকল্প অর্থাৎ @null একাউন্টে বেনিফিশিয়ারি সেট করে #burnsteem25 অনুসরণ করা বা ফলো করা। এই প্লাটফর্মের সকলেই আমরা একটি রাষ্ট্র বা একটি পরিবার এর মধ্যে অন্তর্গত। সকলেই আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাব। প্ল্যাটফর্মকে উন্নতি করার লক্ষ্যেও আমরা একইভাবে হাত ধরে এগিয়ে যাব।
এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাতে চাই কয়েকজন বন্ধুদেরকে। আশা করি তারা অংশগ্রহণ করবে এবং এই প্রকল্প সম্পর্কে তাদের চমৎকার লেখা অধ্যায়ন করার সুযোগ করে দিবে @piya3 @pijushmitra @mukitsalafi @rubina203 @sampabiswas
@null
account for price increase.
ধন্যবাদ প্রিয় ভাই, আমাকে ইনভাইট করার জন্য। অবশ্যই খুব ই সুন্দর একটা টপিকে কন্টেস্ট এর আয়োজন করা হয়েছে। আমি চেষ্টা করবো অংশগ্রহণ করার। আপনার জন্য শুভকামনা ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো একটি টপিক এ কারণেই আমি অংশগ্রহণ করেছে এবং বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ জানাই অন্ততপক্ষে আপনি মেনশন দেখে সাড়া দিয়েছেন এবং মন্তব্যের মাধ্যমে উপস্থিতি ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/Md_Jakaria121/status/1757276747807293718?t=zzPDmlI749eg2nxydPKpkg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit