![]() |
---|
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভাল এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
আজকের ব্লগে আমি আজকের দিনে যা যা করলাম সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব।
আজ আমি এই কমিউনিটিতে ২য় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। পাশাপাশি আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। @ayeshasiddika18 @rumman @nijam468
আজ আমি আপনাদের সামনে যে ছবিগুলো তুলে ধরব সেগুলো আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে তুলা হয়েছে। ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি।
![]() |
---|
প্রায় অফিসিয়াল কাজে কক্সবাজারের বিভিন্ন এলাকায় আমার পরিদর্শনের প্রয়োজন হয়। তারই ধারাবাহিকায় গত কিছুদিন আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভিজিটে গিয়ে ছিলাম। অফিসের কাজ শেষে আমার এক কলিগ এই ছবিটি তুলে দেয়।
পরবর্তী যে ছবিটি আপনারা দেখতে পারছেন এটি মুলত আমার এক কলিগ বড় ভাইয়ের বিয়ে হয় ১০-১৫দিন আগে। আমি সেখান আমন্ত্রিত ছিলাম। সেই বিয়ের অনুস্টানে গিয়ে এই ছবি তুলা। অনেকটা গ্রামীণ পরিবেশ। বেশ সুন্দর একটা জায়গা।
![]() |
---|
![]() |
---|
২০১৩ সালে প্রথমবারের মত তরুন উদ্যোক্তা নিয়ে বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ শুরু করে। যেটা ইয়ং বাংলা ইয়ুথ এওয়ার্ড নামে পরিচিত। আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন সামাজিক উদ্যোগ গুলো প্রথম বছরে নমিনেশন পায় এবং এই প্রোগ্রানের অংশগ্রহণ করার আমন্ত্রন আসে। সেখানে আমার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ২০১৩ সালে অংশগ্রহন করি।
![]() |
---|
বর্তমান সময়ে কক্সবাজারের প্রচুর উন্নয়ন কার্যক্রম চলমান। তার ধারাবাহিকতায় কক্সবাজার বেশ কিছু উন্নয়ন এখন দৃশ্যমান। বিকালের সময়টায় যাদের হাটাহাটি করার ইচ্ছা থাকে অথবা যারা শরীর চর্চা করেন, বিশেষ করে তাদের জন্য বেশ কিছু পার্ক কক্সবাজারের তৈরি হয়েছে। তেমন একটা পার্ক লালদিঘির পাড়। এই রকম আরও কয়েকটি পার্ক তৈরি হয়েছে। লালদিঘির পাড়ে ভ্রমণের জন্য গিয়েছিলাম।
![]() |
---|
আমি যে প্রকল্পে কাজ করি সেটা কক্সবাজারের ৮ টি উপজেলা ৭১ টি ইউনিয়ন ৬৩৯টি ওয়ার্ড কভার করে। যার কারনে কক্সবাজার প্রতিটি উপজেলায় আমার আসা যাওয়া রয়েছে। ঠিক তেমন মহেশখালী গিয়েছিলাম প্রকল্পের কিছু কাজ দেখতে। ছবিতে আমার পিছনে যে বিল বোর্ডটি দেখতে পারছেন এটি মুলত আমার প্রকল্পের। এরকম ১১ টি বিল বোর্ড, ৭১ টি সাইন বোর্ড কক্সবাজারের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদ গুলোতে আমরা ইন্সটল করেছি।
![]() |
---|
আমাদের প্রকল্পের আর একটি কার্যক্রম রয়েছে লোক সংগীত ও পথ নাটক। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে একটি পার্ক রয়েছে যেটি সাফারি পার্ক নামে পরিচিত। বিশাল এক পার্ক। লোক সংগীতের কার্যক্রম পরিচালনার কাজে সেই পার্কের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। সেই পার্কের সামনে এই ছবি তুলা।
Post Category | Contest |
---|---|
Device-Camera | Redmi Note 9s |
Community | Steem4Bloggers |
ধন্যবাদ সবাইকে
CC:
@steemdoctor1
@malikusman1
@kouba01
@chiabertrand
@sachin08
@solaymann
@simonnwigwe
@pollito22
Your post has been successfully curated by our Team 5 via @malikusman1 at 40%. Continue making quality content for more support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wow, Lovely pictures friend, there are do clear
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you very much for your appreciation.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You're always welcome my friend
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I really like your post. I love your writings. Wish you all the best.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit