"My photograph of five flowers."

in hive-109435 •  5 days ago  (edited)

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ লেখা শুরু করার আগে @memamun ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই কেননা প্রিয় ভাইয়ের মাধ্যমে আমরা এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট করতে পারছি। আমি এই প্রথমবার @Steem4Bloggers কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।

IMG_20241028_145546.jpghttps://w3w.co/mice.period.roofed

এবার আমি উপস্থাপনা করতে যাচ্ছি আমার ফোনের ক্যামেরা দিয়ে উঠানো পাঁচটি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি

1/ Bidens flower

IMG_20241028_143050.jpghttps://w3w.co/mice.period.roofed

Bidens ফুলের গাছটি সাধারণত আমরা রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে বেশি দেখতে পাই। এই ফুলের খুব একটা বেশি ঘ্রাণ না থাকাতে অনেকেই পছন্দ করে না তবে এই ফুলগুলো দেখতে ভারী সুন্দর। এই ফুলটি সাধারণ ফুলের চাইতে কিছুটা ভিন্ন গোলাপ রজনীগন্ধার মত হয়তোবা ততটা সুবাস দিতে পারে না তবে ছোট্ট এই ফুলের ছিটানো পাঁচটা পাপড়ি ও ঠিক মধ্যখানের হলুদ অংশটা যে কাউকে আকর্ষিত করতে পারে। আমরা সাধারণত যে ফুলগুলো বাড়িতে লাগাই তার কদর বেশি করি। কিন্তু রাস্তার সাইডে থাকা অনেক ফুলের কিন্তু নিজস্ব সৌন্দর্য রয়েছে সেগুলো আমাদের খুব একটা আকর্ষিত করে না। কেননা অযত্নে বেড়ে ওঠা কাউকেই যে মানুষ পছন্দ করতে চায় না।

2/ Asian pigeonwings flower

IMG_20241024_163219.jpghttps://w3w.co/mice.period.roofed

Asian pigeonwings ফুল কে বাংলায় আমরা বলে থাকি অপরাজিতা ফুল। যদিও এই ফুলগুলো আমাদের আকর্ষণ করতে পারে তার অসম্ভব সুন্দর চেহারায় কিন্তু এর বাইরেও এই ফুলের কিছু বৈশিষ্ট্য রয়েছে । অপরাজিতা ফুল গাছ মানুষ বাড়িতে লাগাই কয়েকটি বৈশিষ্ট্যের কারণে। যেমন এটি একটি ঔষধি গাছ এর পাতা ও ফুল দিয়ে বিভিন্ন রকম ঔষধ তৈরি করা যায়। অনেকেই তো আবার এই ফুলের পাতা দিয়ে সকালে চা খাই এটা খেলে নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। যাইহোক বিষয়টা হলো এই ফুল গাছ বাড়ির গেটের সামনে লাগাতে পারলে লতার মত করে এই ফুল গাছ গেটের দুই সাইড দিয়ে বেড়ে ওঠে খুব বেশি জায়গা লাগে না এই ফুল গাছগুলো বেড়ে ওঠার পর যখন এই গাছে ফুল ধরে বেগুনে আকারে এই ফুলগুলো দেখতে ভারী সুন্দর লাগে।

3/ Arabian jasmine flower

IMG_20241026_123654.jpghttps://w3w.co/mice.period.roofed

জেসমিন ফুল সম্পর্কে নতুন করে আমি আর কোন কিছুই বলতে চাই না । কেননা এই ফুলটি সবার কাছে অনেক পরিচিত এবং এই ফুলের ঘ্রাণ মুগ্ধ করে প্রতিটা মানুষের। এই ফুলটি দেখতে ছোট ছোট হলেও প্রায় মানুষ চাই তাদের বাড়ির আঙ্গিনায় একটি জেসমিন ফুল গাছ লাগাতে। কেননা সন্ধ্যার পর থেকেই বাড়ি যে সুঘ্রানে ভোরে ওঠে। জেসমিন ফুলের গাছগুলো ভারী সুন্দর হয় যখন এই গাছের ফুল ধরে তখন একসাথে অনেকগুলো ফুটে থাকে প্রতিটি গাছের ডোগাই ডগায় থোকায় থোকায় ফুল ধরে।

4/ Madagascar Periwinkle flower

IMG_20241024_143937.jpghttps://w3w.co/mice.period.roofed

Madagascar Periwinkle বাংলায় নয়নতারা নাম নামে পরিচিত লাভ করেছে। অঞ্চল ভিত্তিক এর নাম ভিন্ন হলেও অধিকাংশ এলাকার মানুষ নয়নতারা নামে বেশি চিনে থাকেন। নয়নতারা ফুল কয়েক প্রকার হয়ে থাকে সাদা লাল বেগুনি ইত্যাদি তবে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে লাল নয়ন তারা ফুল। এই ফুলের বিশেষ কোনো সুঘ্রান নাই তবে চক্রার মত ৫টা পাপড়ি আর আকর্ষণীয় কালারের জন্যই অনেকেরই পছন্দ।

5/ Singapore graveyard flower

IMG_20241026_125123.jpghttps://w3w.co/mice.period.roofed

আমাদের দেশ অনেক ফুল গাছ বিলুপ্তর পথে তার মধ্যে রয়েছে কাঠগোলা ফুল গাছ এই ফুলের গাছগুলো আগে প্রায় বাড়িতে দেখা যাবে। কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে শহর এলাকায় তো এই গাছের দেখায় মিলেনা। কাঠ গোলাপ ফুল গাছ সাধারণত অনেক বড় হয়ে থাকে তারপর এই গাছে ফুল ধরে তবে এই ফুল গাছ লাগানো খুবই সহজ যে কেউ এ ফুল গাছগুলো খুব সহজে রোপণ করতে পারে । কাঠগোলা ফুল সাধারণত তিন থেকে চার প্রকার রং দেখতে পায় যেমন সাদা , হলদে, লাল ইত্যাদি তবে সাদা কাঠগোলাপ ফুলগুলো বেশি দেখা মেলে।

DeviceName
Picture

Photography 📷📷
•Category

flowers
•Camera Used ‌

Handphone
•Model

vivo 15y
•Photographer@mdsahin111
•Location Aceh 📍🌐/

Malaysia

তো বন্ধুরা আমার ফোনের ক্যামেরা দিয়ে পাঁচটি ফটোগ্রাফি করছি ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন । আমার লেখা শেষ করার আগে আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @ydavgonzalez @yousafharoonkhan@mrsokal প্রিয় বন্ধুরা আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং সুন্দর ফটোগ্রাফি শেয়ার করুন।

আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...