Hello everyone
i am @memamun
From #bangladesh
আসসালামু আলাইকুম |
---|
প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কনটেস্টর লেখাটি। আমি ধন্যবাদ জানাবো @solaymann ভাইকে,যার দেয়া কনটেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছি বলে।
|
---|
created by canva app
বইটির নাম হলো; মানুষের শেষ ঠিকানা।
লেখকের নাম; আব্দুদ্দাইয়ান মুহাম্মাদ ইউনুছ।
নেয়াখালী জেলার অন্তর্গত, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। যার পিতার নাম মৌলভী মুজাফফর আহমদ ও মাতা মজিবা খাতুন। তাদের স্নেহে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে মাদ্রাসা, আলিয়া দাখিল কামিলে বোর্ড প্রাপ্ত পুরস্কার হাতে পান। সেখান থেকে ধিরে ধিরে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে কুরআন হাদিস সহ বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করেন।
বই মানুষের সেরা বন্ধু, কথাটা সত্য। কিন্তু সবার ক্ষেত্রে এমনটি হয়না। অনেকে আছেন যারা বই পড়তে ভালোবাসেন না। তাদের কথা বাদ দিলাম। তবে বই প্রেমির মানুষের সংখ্যা অনেক বেশি। খারাপ হোক ভালো হোক বই পড়তে ভালোবাসে দুনিয়ার প্রায় সকল মানুষই। আর তাই বন্ধু হোক একমাত্র বইয়ের সাথেই। এই বন্ধু আমাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। আর এটাই আসল বন্ধু।
জ্ঞানার্জনের জন্য বড় ভূমিকা পালন করে বই। যতোই জ্ঞানীদের থেকে শ্রবন করিনা কেন, সেটা বেশিক্ষণ থাকে না মস্তিষ্কে। কিন্তু মনোযোগ দিয়ে বই পড়লে সেই লেখার গভীরতা পর্যন্ত পৌছা যায়, বইয়ের লিখকের মনোভাব হৃদয় দিয়ে অনুধাবন করা যায়। এই বই আমাদেরকে বিভিন্ন জ্ঞান অর্জন করতে সাহায্য করে, বিভিন্ন শব্দ চয়ন ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বই পড়াতে আমাকে লেখার ক্ষেত্রে বেশি সহায়িকা হিসেবে কাজ করে।
বইটা প্রিয় হওয়ার কিছু কারণ:
প্রথমত বইটির ভাষা লেখনি এতটাই সুন্দর যে প্রতিটা শব্দই যেনো বাস্তবতাকেও হার মানায়। বইটি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে লিখিত। যে কেউ বইটি পরে হারিয়ে যেতে পারবে বইয়ের প্রতিটি শব্দ, বাক্যে। উপলব্ধি করতে পারবে পরকালের প্রতিটি মূহুর্তকে । বিশ্বাস করতে বাধ্য হবে পরকালকে । আলাহর প্রতি এক অগাধ বিশ্বাস এবং ভালোবাসা সৃষ্টি হবে। বইটির কিছু সুন্দর বাক্য: বইটির মধ্যে এমন কিছু বাক্য, এবং কথা আছে যা সত্যিই হৃদয় স্পর্শি । বইটির একটি অধ্যায় "পৃথিবীতে মানুষের আবির্ভাব"সেখানে এমন এমন কিছু কথা আছে যা মানব সৃষ্টির আসল রহস্যকে উন্মোচন করে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন। এবং মানব সৃষ্টির আগে জ্বীন জাতিকে সৃষ্টি করলেন। এবং পরবর্তীতে মানুষ সৃষ্টি করতে চাইলেন এবং এ বিষয়ে ফেরেশতাদের কে জানালেন। ফেরেশতারা তাদের মতামত ব্যক্ত করেন ফেরেশতারা আগেই অনুমান করেন যে মানুষ জাতী পৃথিবী তে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু তারা আল্লাহতায়ালার বিরোধীতা করেননি।
আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আঃ কে পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি থেকে সৃষ্টি করলেন একারণেই মূলত মাটির মত মানুষের স্বভাব চরিত্র পরিবর্তিত হয়। এরপর আল্লাহ সকল ফেরেশতাদের কে আদম আঃ কে সিজদা দিতে বলেন সবাই সিজদা দিলেও আজাজিল (মানুষের প্রকাশ্য শত্রু সয়তান) অহংকার বোধ করে সিজদা থেকে বিরত রইলেন। এর ফলে সে লানতের শিকার হলেন। এবং তখন থেকেই সে মানুষের চিরশত্রু দুশমন হয়ে গেলেন।
আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন: তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। (সূরা:মুমিনূন:১০০)
কবর সম্পর্কে লেখকের কিছু কথা:
কবর হলো প্রথম ঘর,প্রথম ঘাঁটি । আমরা অনেক সময় কবরের কথা ভুলে গিয়ে আরাম আয়েশে দিন কাটাই । অথচ কবর আমাদের প্রতিদিন ডেকে বলে হে অমুক আমি তোমার ঘড় আমার মধ্যে তোমাকে আসতে হবে। আমার মধ্যে তোমাকে একা থাকতে হবে। আমি আলোহীন অন্ধকার কবর। এখানে নেক আমলই তোমার সঙ্গি হবে। মূলত কবরই হলো মানুষের প্রথম ঘাঁটি এখানে যে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ঘাঁটি সমূহ সহজ হয়ে যাবে। আর যে পাবেনা তার জন্য পরবর্তী ঘাঁটি সমূহ কঠিন হয়ে যাবে।
কবরের সাওয়াল ও জবাব সম্পর্কে লেখকের কিছু কথা:
মৃত্যুর পর মানুষের রূহ কোথায় চলে যায় আর দেহই বা কোথায় চলে যায়?? এ সম্পর্কে লেখক কুরআন এবং সুন্নাহ এর আলোকে বইটিতে সহজ ও সাবলীল ভাষায় কিছু ব্যাখা দেন। এর খন্ডাংশ তুলে ধরা হলো: মানুষের মৃত্যুর পর রূহ ইলীনে অথবা সিজ্জীনে চলে যায়। আর দেহ রাখা হয় বরে। কবরে রাখার পর দেহের সাথে এর সংযোগ দেয়া হয়। এরপর তার সাওয়াল জবাব হয়। সাওয়াল জবাব এর ভিত্তিতে নির্ধারন করা হয় কে জান্নাতি আর কে জাহান্নামি।
মোদ্দা কথা, সব মিলিয়ে লেখকের লেখনি "মানুষের শেষ ঠিকানা "বই টি পরে আমার কাছে অসাধারণ লেগেছে। মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে এক অসাধারণ অনুভূতির সৃষ্টি হয়েছে। এ কারণেই বইটি আমার ভালো লাগে।
এই প্রতিযোগিতায় আমার স্টিমিয়ান বন্ধুদের কে আমন্ত্রণ জানাচ্ছি। @jakaria121 @hasina78 ও @baizid123
সবাইকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য |
---|
প্রথমেই ধন্যবাদ জানাই চমৎকার একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। একই সাথে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আবারো ধন্যবাদ জানাই। শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations 🥳
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় @solaymann ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"মানুষের শেষ ঠিকানা " বইটি অনেক তথ্য বহুল আপনার পোষ্ট পড়ে তাই মনে হলো। আমাদের সবারি এধরনের বই পড়া উচিৎ। তাহলে আমাদের দুনিয়ার প্রতি মায়া কিছু হলেও কমবে। যা আমাদের জন্য খুবি জরুরী। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক কথা বলেছেন জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে বই। বই হলো একমাত্র জিনিস যা মানুষের জ্ঞানের পিপাসা কে মেটায়।পোস্টটি পড়লাম বেশ ভালই লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ, মনোযোগ দিয়ে পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit