হ্যালো প্রিয় বন্ধুরা।
আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করছি সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ লিখতে যাচ্ছি একটি কনটেস্টের বিষয়বস্তুকে সামনে রেখে। যার নাম হলো ; tell us about your dream with steem, আমি এই বিষয়কে নিয়ে আমার সর্বোচ্চ টা দিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো দেরি না করে চলুন।
image form canva and Picsart app
জ্বী, এটা সত্য যে মানুষ কোনো চাকরী বা ইনকামের কোনো সোর্স পেলে, সেখানকার বেতন দিয়ে তার স্বপ্ন পুরনে সামনে অগ্রসর হবে। প্রতিটা মানুষেরই এই স্বপ্ন টা থাকা স্বাভাবিক। ছোট থেকে বড় হওয়া অব্দি বিভিন্ন স্বপ্ন হৃদয়ে পুষে রেখে ধামা চাপা দিয়ে রাখে, যখন ইনকামের প্রথম পাওনা টা আসে, তখনই এই স্বপ্ন পুরনে আস্থা জন্ম নেয়।
আমিও এর ব্যতিক্রমী বান্দা নই। আমারও স্বপ আছে, আছে অনেক চাওয়া। কিন্তু অর্থের অভাবে হয়তো পুরন করতে পারিনি। কিন্তু এই স্টিমিট প্লাটফর্ম আমাকে স্বপ্ন পূরনের আস্থা যুগিয়ে দিচ্ছে। যতই সামনে অগ্রসর হই, ততই বিশ্বাসের দৃঢ়তা বেড়েই চলছে। তাই তো মনে প্রানে বিশ্বাস করে এই প্লাটফর্মে কাজ করছি নিজের স্বপ্ন পূরনের আশায়।
আমার স্বপ্নগুলোর সংখ্যার পরিমাণ একটু বেশি। তাই খুব বেশি প্রয়োজনীয় স্বপ্ন যেটা, সেটা হলো; আমি এই স্টিমিটের আয় থেকে একটা ল্যাবটপ কিংবা পিসি কিনবো। কেনার উদ্দেশ্য কী? হ্যাঁ, কেনার উদ্দেশ্য হলো আমি যেন সাচ্ছন্দ্য এই প্লাটফর্মে কাজ করতে পারি। কাজ করতে করতে আরো ভালো পর্যায়ে যেতে পারি। এবং আরো বড় বড় স্বপ্ন পুরন করতে পারি।
একটা সময় যখন নতুন এই প্লাটফর্মে আসলাম, তখন মনের মধ্যে একটা সংশয় কাজ করতো; এটা আসলেই সত্য প্লাটফর্ম কিনা! সত্যিই কি ইনকাম করা যাবে! নাকি ধোকা দিবে। কিন্তু এখন কাজ করতে করতে এই প্লাটফর্মের উপর একটা বিশ্বাস জন্মেছে যে এটা একটা রিয়েল প্লাটফর্ম।
হ্যাঁ, কথা টা এজন্যই বললাম, কারন স্টিমিট আমার স্বপ্ন পুরন করতে পারবে কি-না। এখন আমি বলবো যে প্লাটফর্ম টি সত্যবাদী এবং রিয়েল। তাহলে কেনো আমার স্বপ্ন পুরন করতে পারবো না.? হ্যাঁ এটা আমার দৃঢ় বিশ্বাস যে স্বপ্ন পুরন করতে পারবো। কারন আমাকে স্টিমিট সুযোগ দিয়েছে। এখন আমার সততা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সেই স্বপ্ন পুরন করবো।
হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমার সেই ল্যাবটপ কেনা হয়ে গেলে আমি দ্বিতীয় স্বপ্ন পুরনের জন্য মাঠে নামবো। কাজের গতি আরো বাড়িয়ে দেবো, কারন আমাকে স্টিমিট দিবে আমার স্বপ্ন টা পুরন করতে। আর সেই দ্বিতীয় স্বপ্নটি হলো; সুন্দর এবং দামী একটি প্রাইভেট কার। কেন কিনবো? এর যথেষ্ট কয়েকটা কারন আছে, যা নিম্নে দেওয়া হলো;
প্রথমত; এই গাড়িটা দিয়ে আমার মা বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো। কারন আমার মা বাবার অনেক ইচ্ছে যে আল্লাহর দেয়া বিভিন্ন সৌন্দর্যময় দেখার। তাই আমার মা বাবার এই স্বপ্ন পুরনে আমি গাড়িটা কিনবো।
দ্বিতীয়ত; এই গাড়িটা দিয়ে আমার স্টিমিয়ান বন্ধুদের সাথে দেখা করবো প্রতি সপ্তাহে। কারন আমাদের দেশে অনেক স্টিমিয়ান বন্ধু আছে যাদের সাথে খুব সহজে দেখা হয় না। তাই গাড়িটা হলে আমার এই সুযোগ টা হবে।
তৃতীয়ত; আমার শশুর বাড়ি যাওয়ার জন্যে। আমার শশুর বাড়ি প্রায় ২০০ কিঃমিঃ দুরে অবস্থিত। যেখানে গাড়িতে করে গেলে বিরক্ত বোধ হয়। তাই একটা প্রাইভেট কার হলে নিজ স্বাধীন ভাবে জার্নি করে যেতাম। আরো ছোট খাটো অনেক কারন আছে যা বলার মতো না
নাহ, এখন পর্যন্ত সেরকম কোন স্বপ্ন পূরন হয়নি। তবে ছোটখাটো একটা স্বপ্ন পুরন হয়েছে, সেটা হলো ; লেখা শিখতে পারা। বিভিন্ন বিষয়ের প্রতি লেখার যোগ্যতা অর্জন করা। আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক সুন্দর ভাবে লেখার যোগ্যতা অর্জন করতে পেরেছি। যদিও এই যোগ্যতা কিছুই না, তবুও যতোটুকু পেরেছি আলহামদুলিল্লাহ।
pixabay
এছারা আর কোন স্বপ্ন পূরন করতে পারিনি। আসলে আমি তো নতুন এই প্লাটফর্মে। এই প্লাটফর্মে যোগদানের বয়স মাত্র ৭ মাস রানিং চলছে। তাই এই স্বপ্ন পূরনের সময় হয়তো একটু দেরি হবে। বাট সমস্যা নাই, আমি এভাবেই এগিয়ে যেতে চাই, সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ।
My post link shere in Twitter account
https://twitter.com/mealmamun143/status/1658696675744178177?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit