Floods are not a blessing or a curse for us.

in hive-109690 •  10 months ago 

20231021_084539.jpg

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum Wa Rahmatullahi Wabarkatuhu

Dear friends, I don't know how you are today, I hope you are well and healthy by God's infinite mercy. Like you, I am very well and healthy with your prayers by God's mercy.

Today I would like to share with you some things about the situation after the flood water dries up and the preparation of the farmers' land for cultivation.

20231021_084535.jpg

20231021_084548.jpg

Floods can bring both a blessing and a curse to our lives. But sometimes this flood appears to us as a blessing and sometimes it appears to us as a curse. But indirectly, floods always appear as a blessing to us and in some cases turn into a curse.

20231021_084527.jpg

20231021_084529.jpg

The blessings that flood brings are discussed below: If we talk in detail about the blessings that floods bring to us, it will not be possible to conclude in this short space. Briefly let me share with you that the most beneficial aspect of the flood is that the land is saved from becoming a desert due to the flood. Our lands will never become deserts if there are regular floods every year. Also when the alluvium carried by the flood comes from the north and lies all over our land, when this fertile soil is cultivated after the flood, the crops produce very well and double. Then our food shortages, food shortages and famines are gone forever. Also these floods protect our rivers from drying up. Apart from this, when these floods come, we get a large quantity of fish which fulfills our non-meat needs. Besides, this color has many benefits. This flood helps to keep our eco system i.e. food chain intact and if the river water dries up it will be wasted and our life will continue to be endangered and animal life will continue to be endangered. There are also many other benefits that blessings bring to our lives.

image-328514-1595452641.jpg
source
peoplesreporter_2022-06_8fd131bc-ba62-472e-a4d7-f9988f61609e_bangladesh.jpg
source
Flood Curse: Flood has various curses. As a result of excess flood, people's houses are swept away, loss of life occurs, famine occurs, people do not eat, if the river breaks due to this flood, people lose their houses. Also, there are many harmful aspects of floods which are not possible to discuss in this brief introduction as today I am ending here Allah Hafez.


source

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

প্রিয় সাথী বৃন্দ, আজকের আপনারা কেমন আছেন জানিনা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন। আপনাদের মত আমিও আল্লাহর আপার করুনায় আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি।

আজকে আমি বন্যার পানি শুকিয়ে যাওয়ার পরবর্তী অবস্থা এবং কৃষকদের জমি চাষের প্রস্তুতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

বন্যা আমাদের জীবনে এক আশীর্বাদ এবং অভিশাপ দুই বইয়া আনতে পারে। তবে কোন কোন সময় এই বন্যা আশীর্বাদস্বরূপ হিসেবে আমাদের দেখা দেয় আবার কোন কোন সময় অভিশাপ হিসেবে আমাদের দেখা দিয়ে থাকে। তবে পরোক্ষভাবে বন্যা আমাদের সর্ব সময়ই আশীর্বাদ রূপেই আবির্ভূত হয় কিছু কিছু ক্ষেত্রে এসে অভিশাপে পরিণত হয়।
বন্যা যে আশীর্বাদস্বরূপ তাহার নিচে আলোচনা করা হলোঃ বন্যা আমাদের যে আশীর্বাদস্বরূপ হিসেবে দেখা দেয় সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বললে এই স্বল্প পরিসরে বলে শেষ করা সম্ভব হবে না। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বন্যা সবচাইতে উপকারী যে আশীর্বাদ দিক সেটা হল বন্যার ফলে ভূমি মরুভূমি হয়ে যাওয়া থেকে অনেক রক্ষা পেয়ে থাকে। আমাদের ভূমিসমূহ কখনোই মরুভূমিতে পরিণত হবে না যদি প্রতিবছর নিয়মিত বন্যা হয়। এছাড়াও বন্যায় বাহিত পলিমাটি যখন উত্তর থেকে আসে আমাদের সমস্ত জমিতে পড়ে থাকে তখন এই উর্বর মাটি বন্যা শেষে যখন আবাদ করা হয় তখন ফসলাদি খুব সুন্দর ভাবে এবং দ্বিগুণ উৎপাদিত হইয়া থাকে। তখন আমাদের খাদ্য অভাব খাদ্য সংকট দুর্ভিক্ষ এগুলো চিরতরে বিদায় নিয়ে যায়। এছাড়াও এই বন্যা আমাদের নদী গুলোর শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে থাকে। এ ছাড়াও এ বন্যা যখন আসে তখন প্রচুর পরিমাণ মাছ আমরা পেয়ে থাকি যে মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে থাকে। এছাড়া এ বর্ণের নানাবিধ উপকারি হয়ে থাকে। এই বন্যা আমাদের ইখো সিস্টেম অর্থাৎ খাদ্যশৃংখল সুন্দরভাবে অক্ষুন্ন রাখতে সহায়তা করে আর যদি নদীর পানি শুকিয়ে যায় নষ্ট হয় এবং আমাদের জীবন বিপন্ন হতে থাকবে এবং জীবজন্তুর জীবনে বিপন্ন হতে থাকবে। এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে যা আমাদের জীবনে আশীর্বাদ টুকে দেখা দেয়।

বন্যার অভিশাপঃ বন্যার নানাবিধ অভিশাপ রয়েছে। অতিরিক্ত বন্যার ফলে মানুষের ঘরবাড়ি ভেসে যায় প্রাণহানি ঘটে দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ না খেয়ে থাকে এ বন্যার ফলে নদী ভাঙ্গন দেখা দেয় হলে মানুষ ঘরবাড়ি হারা হয়ে যায়। এছাড়াও বন্যার অনেক ক্ষতিকর দিক রয়েছে যেগুলো এই সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করা সম্ভব না আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!