Highlight some of the anti-social activities happening in front of my eyes and some people who are silent spectators.

in hive-109690 •  10 months ago 

20231104_154648.jpg

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum Wa Rahmatullahi Wabarkatuhu

Dear Friends, Today I am going to highlight some of the anti-social activities happening in front of my eyes and some people who are silent spectators. This post is welcome and congratulations to all of you.

20231104_154634.jpg

20231104_154556.jpg

We are human beings, we live in society, society is where we grow up, we live in society and from society we leave this world one day. That is why we are called social beings. No one can survive without society. Another thing is that we are Muslims. So our religion is Islam and our religion is Quran. We have to obey every law of our religion because if we go beyond the law we will lose the status of Muslim. Therefore, it is the duty of a Muslim to stay within the strict rules of Deen Islam. We can learn from the Qur'an al-Kareem Kareem and from the memorized hadiths of the beloved Prophet Muhammad, peace and blessings be upon him, that which act is forbidden and which act is lawful. So we have no opportunity to act and cannot do it. Because we have to stand in front of God and give account. And on that day of reckoning, if I fail to give an accurate account, then I will be made to face severe punishment and even be sent to hell. Therefore, it is imperative that we follow Islamic laws and regulations.

20231104_154617.jpg

20231104_154611.jpg

We have neighbors with 40 houses around where we live. It is our sole responsibility and duty to keep track of these neighbors. It is with these neighbors that our society and movement, sitting, eating, drinking, trading, etc. There are different types of people living in this neighborhood, some are Muslims by name and many are Muslims not only in name but also in practice. Again, in our society, there are some who are thieves and robbers, and some who enjoy other resources and eat, and some who steal justice, and there are many good people who follow the principles and act against all the evils of the society.

Now I want to share some things about all the evils that happen in our society. For example, playing music while playing music is completely prohibited in our holy book Deen Islam. But today it can be seen that the lyrics of the songs are completely anti-Islamic. And the children of our society who are Muslims by name come with these songs with anti-Islamic source words like Dexet etc. and start playing them loudly till the whole night which disturbs the sleep of most people. It is a great sin, so to stop them from doing this, we all should come forward, it is never possible to suppress or stop them alone. My house is on the banks of river Yamuna and there is a river beside it. It is a quiet environment, so misguided boys and girls come here and try to play taxi loudly and if there is a need to stop them, no one from the society comes forward, everyone just stares and watches the joke. Alone, these become things that you can afford with great difficulty.

20231104_154544.jpg

20231104_154023.jpg

Apart from this, the movement of thieves can be observed in our society. Many hard-earned cows, calves, etc. are stolen by thieves. If everyone in our society followed the teachings of the religion of Islam, then our family would not have been a thief in the society of Bangladesh and its wealth would not have been rich.

20231104_153959.jpg

20231104_153950.jpg

Apart from this, in our society there is interest business, many people put money on interest and many people take that interest money and again take bank loan and bank deposit, everything is covered under interest. This melody will slowly be taken away by hell. This intelligence and society is not in them. The spread of interest is spreading like a spider's web and there is no one to stop it.

Brawls- There are some evil people in our society who use obscene abuse, brawls etc. which pollutes our society.

So let's prevent all the wrongdoings that happen in our society in order to make our society as an ideal society and build the society in a beautiful way.

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু অসামাজ িক কার্যকলাপ এবং নীরব দর্শকের ভূমিকা কিছু মানুষের কথা আমি তুলে ধরব এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

আমরা মানুষ, আমাদের বসবাস সমাজে, সমাজই আমরা বেড়ে উঠি সমাজেই আমরা বসবাস করি আর সমাজ থেকেই আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যায়। তাইতো আমাদেরকে বলা হয় সামাজিক জীব। সমাজ ছাড়া কেউ বাঁচতে পারেনা বাঁচার সম্ভাব নহে। এর মাঝে আরো একটি কথা হল আমরা মুসলিম। তাই আমাদের দ্বীন হল ইসলাম এবং ধর্ম গ্রন্ হলো কুরআনুল কারীম। আমাদের দ্বীনের প্রত্যেকটি আইন কানুন মেনে চলতে হয় কারণ আইন কানুনের বাইরে গেলে আমরা মুসলিম এর মর্যাদা হারাবো। তাই দ্বীন ইসলামের কঠোর নিয়মের মধ্যে থাকাটা একজন মুসলিমের অবশ্য কর্তব্য। আমাদের বিধান কোন কাজ হারাম আর কোন কাজ হালাল সে বিষয়টি কুরআনুল কারীম কারীমের মধ্যে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর মুখস্ত বাণী হাদিসের থেকে আমরা জেনে নিতে পারি। তাই আমাদের নিষেধ কাজ করার কোন প্রকার অবকাশ নেই এবং করা যাবেই না। কারণ আমাদের হাশরের ময়দানে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে। আর সেই হিসাবের দিন যদি আমি সঠিক হিসাব না দিতে পারি হিসাব দিতে ব্যর্থ হই তাহলে আমাকে কষ্ট কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করানো হবে এমনকি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তাই তো আমাদের উচিত ইসলামী আইন-কানুন অনুশাসন পালন করা অবশ্যকীয়।

আমরা যেখানে বাস করি তার আশেপাশে ৪০ ঘর নিয়ে আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশী গুলোর খোঁজখবর রাখা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এই প্রতিবেশীগুলো নিয়েই আমাদের সমাজ এবং চলাফেরা ওঠা-বসা খাওয়া-দাওয়া লেনদেন কাই কারবার ইত্যাদি। আমাদের এই প্রতিবেশী বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে কেউ নামে মুসলমান আবার অনেকে আছে শুধু নামে নয় আন্তরিকভাবে কাজে মুসলমান। আবার আমাদের এই সমাজে কেউ আছে চোর ডাকাত আবার কেউ আছে অন্য সম্পদ ভোগ করে খাওয়া আবার কেউ আছে বিচার চুরি করা আবার অনেকে অনেক ভালো মানুষ রয়েছে যারা নেয় নীতি নিয়ে চলে এবং সমাজের যত অপকর্ম রয়েছে তার বিরুদ্ধে সোচার হয়ে থাকে।

এখন আমি আমাদের সমাজে যে সমস্ত অপকর্ম হয় সে বিষয়গুলো নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। যেমন আমাদের ধর্মগ্রন্থ দ্বীন ইসলামের মধ্যে বাজনা বাজাইয়া গান গাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আজকে বর্তমান দেখা যায় যে গানের যে বাজনা গানের যে কলি গানের যে কথাগুলো তার সম্পূর্ণ দিন বিরোধী ইসলাম বিরোধী হয়ে থাকে। আর আমাদের সমাজের যারা নামে মুসলমান তাদের সন্তানাদি এই ইসলামবিরোধী উৎস শব্দ সম্পন্ন গানগুলো যেমন ডেএক্সেট ইত্যাদি দিয়ে এসে উচ্চস্বরে বাজানো শুরু করে দেয় সারারাতটি পর্যন্ত বাজাতে থাকে যা অধিকাংশ মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে। এটা একটা মহাপাপ তাই এদেরকে এ কাজটির বিরত রাখতে হলে আমাদের সকলের এগিয়ে আসা উচিত এককভাবে কখনোই এদেরকে দমানো বা বন্ধ করা সম্ভব নয়। আমার বাড়িটি হল যমুনা নদীর তীরে আর তার পাশে একটা নদী রাখা বাদ রয়েছে। নিরিবিলি পরিবেশ তাইতো এখানে ভুল পথে পরিচালিত ছেলে-মেয়ে এসে উচ্চস্বরে ট্যাক্সিড বাজাতে চেষ্টা করে আর সেখানে বাধা দিতে হয়ে গেলে সমাজের কেউ এগিয়ে আসে না সবাই শুধু তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে। একা একা এগুলো তোমার অনেক কষ্টে সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায।

এ ছাড়া আমাদের সমাজে চোরের আনাগোনা লক্ষ্য করা যায়। অনেকের কষ্ট অর্জিত গরু বাছুর জিনিসপত্র ইত্যাদি চোররাতে চুরি করে নিয়ে যায় আমাদের সমাজে সবাই যদি দ্বীন ইসলাম হতে চলতো ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলত তাহলে আমাদের পরিবার বাংলাদেশ সমাজে কেউ চোর হত না এবং তার সম্পদ ধানি হতো না।

এ ছাড়া আমাদের সমাজে সুদের ব্যবসা চলে অনেকে সুদের উপর টাকা লাগায় এবং অনেকেই সেই সুদের টাকা নেয় আবার ব্যাংক ঋণ নেয় ব্যাংকের ডিপোজিট করে সবই সুদের আওতায় পড়ে থাকে। এই সুরটাকে ধীরে ধীরে জাহান্নাম দেখে নিয়ে যাবে এই বোধশক্তি ও তাদের ভিতর নেই সমাজ যেন মাকড়সার জালের মত এই সুদের বিস্তার ছড়িয়ে পড়ছে আর এই রোধ করার মত কেউ নেই সবাই সম্মিলিতভাবে যদি বেঁচে থাকতো তাহলে আমাদের সমাজটা সুদ মুক্ত হিসেবে গড়ে উঠত।

হানাহানি মারামারি- আমাদের সমাজে কিছু মন্দ মানুষ রয়েছে যারা অশ্লীল গালিগালাজ হানাহানি মারামারি ইত্যাদি করে থাকে যা আমাদের সমাজকে কলুষিত করে ফেলে।

তাই আসুন আমরা আমাদের সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সমাজে যে সমস্ত অন্যায় অপকর্ম হয়ে থাকে তা প্রতিরোধ করি অধিকার করি এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি এই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!