Hard work is the key to successsteemCreated with Sketch.

in hive-109690 •  2 years ago 

Bismillahir Rahmanir Rahim,
Hello my dear friends,
good afternoon,
Today's report starts with respect and love for everyone, how are you all? I hope all are well and healthy by the grace of Allah Subhanataala. Alhamdulillah, by the infinite mercy of Allah and by the blessings of my father and mother, I am also well and healthy. Today I will present to you a new article written by me about hard work is the key to success.

Details of hard work and success.

pexels-volker-meyer-6102870.jpgsource

Every human being has a sense of humanity within each human being, a human being has a unique sense of humanity, some want to live their lives lazily and some want to spend their lives working hard, but hard work is a part of human success. For example a friend of mine used to study with me but he was very lazy he never paid attention in school and used to skip classes all the time. My friend's end result was very bad, his laziness brought darkness to his life, he fell behind us in his studies and he is now unemployed in his career.

But another friend of mine in the same class was very hardworking. He studied very hard in class and took classes with attention. He got the results of his hard work after a few days. He was called as the number one hardworking boy in the class. You have to work hard and then success will come through Sester, inshallah.

Friends we work on different platforms viz
Steemit and Hive Blockchain platforms require a lot of patience and talent so that we can move forward and reach our goals. First of all we will work for our own interest and not for the interest of others, then after we fully understand the work, we will work for our own interest.

So friends, until today, I hope that there may be many mistakes in my writing, so everyone will look at me for forgiveness. I hope that everyone will be well and healthy.

These texts are my mother tongue

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবাহানাতালা অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা অশেষ রহমতে এবং বাপ মায়ের দোয়ায় আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের কাছে উপস্থাপন করব আমার লেখা নতুন একটি আর্টিকেল পরিশ্রম সফলতা চাবিকাঠি সম্পর্কে।

পরিশ্রম ও সফলতার বিবরণ,

প্রতিটা মানুষ মানুষের ভেতরে মনুষত্ববোধ রয়েছে এক একটি মানুষের এক এক রকম মনুষত্ববোধ কেউ অলসতা ভাবে জীবন যাপন করতে চাই আবার কেউ কঠোর পরিশ্রম করে জীবন পার করতে চাই কিন্তু পরিশ্রম মানুষের সফলতার একটি অংশ। যেমন উদাহরণ আমার একটি বন্ধু আমার সাথে পড়াশোনা করত কিন্তু সে খুব অলস ছিল সে কখনো স্কুলে মনোযোগ দিয়ে পড়াশোনা করত না আর সব সময় ক্লাস ফাঁকি দিত। আমার বন্ধুর পরিণতি শেষ পর্যন্ত হয়েছিল খুবই খারাপ তার এই অলসতা তার জীবনের অন্ধকারে নেমে আসলো পড়াশোনাতে পিছিয়ে গেল আমাদের চেয়েও এবং কর্মজীবনেও সে এখন বেকার।

কিন্তু একই ক্লাসে আমার আরেকটি বন্ধু খুবই পরিশ্রমিক ছিল সে ক্লাসে খুবই পড়াশোনা করতো এবং মনোযোগ দিয়ে ক্লাস করত তার এই পরিশ্রমের ফল সে কিছুদিন পরেই পেয়েছিল সে ক্লাসে এক নম্বর পরিশ্রমিক বয় হিসাবে স্যারেরা ডাকত তার এই সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম তাই আমরা জীবনে সফলতা আনতে হলে আগে পরিশ্রম করতে হবে তারপর সেস্টার মাধ্যমে সফলতা আসবে ইনশাল্লাহ।

বন্ধুরা আমরা বিভিন্ন প্লাটফর্মে কাজ করে থাকি যেমন
Steemit and hive Blockchain এইসব প্লাটফর্ম গুলোতে প্রচুর ধৈর্য এবং মেধা আমাদেরকে খাটিয়ে কাজ করতে হয় যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রথমত আমরা কাজ করবো নিজের স্বার্থে নয় অন্যের স্বার্থে তারপর আমরা কাজ সম্পর্কে সম্পূর্ণ জানার পর নিজের স্বার্থে কাজ করব এ কাজের মর্মতা আমরা একদিন নিজেরাই দেখতে পাবো শুধুমাত্র অপেক্ষা আর টিকে থাকা।

তো বন্ধুরা আজকের এই পর্যন্তই আশা করি আমার লেখার ভেতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!