Landscape Photography

in hive-109690 •  2 years ago 

ধান বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থকরী ফসল। বাংলাদেশের মাটি এবং আবহাওয়া ধান চাষের জন্য উপযোগী, তাই বাংলাদেশে ধানের উৎপাদন বেশি হয়। ধানের উৎপাদনমাত্রা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ কৃষক ধান চাষ করে জীবিকা নির্বাহ করছেন। ধানক্ষেতের এই সুন্দর দৃশ্য গ্রাম-বাংলার সোনালী দিনের কথা মনে করিয়ে দেয়। ধান ক্ষেতের অপরূপ দৃশ্য সবাইকে মুগ্ধ করে। ধান ক্ষেতের এই ছবিগুলো বেশ কিছুদিন আগে তুলেছিলাম। ছবিগুলো আমার পছন্দের, তাই আপনাদের সাথেও ছবিগুলো শেয়ার করলাম।

20221029_111709.jpg

20221029_111713.jpg

20221029_111631.jpg

20221029_111629.jpg

Rice is one of the largest cash crops of Bangladesh. The soil and climate of Bangladesh are suitable for rice cultivation, so the production of rice in Bangladesh is high. Bangladesh Rice Research Institute is working to increase the production level of rice. Most of the farmers in Bangladesh depend on rice cultivation for their livelihood. The beautiful view of the paddy field captivates everyone. I took these pictures of paddy fields some days ago. I like the pictures, so I shared them with you.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!