Travel contest 21th edition / Some of the sculptures made by the artists of our country while traveling

in hive-111293 •  3 years ago 


ENGLISH



Desing photo



Hello friends, I hope you are all well. Like every week I want to participate in the contest in your community today. I collected some designs while visiting Momo Inn Park in Bogra. Which are made by the artists of our country. Artists of our country can create very beautiful designs and architectures. I would like to share with you some beautiful pictures, travel stories and contests. And I'm inviting two of my friends to participate in this contest. @siam7 @marufa1

Two days ago I went for a walk in a traditional park in our Bogra city. Of course, I have never written about this park among you. Today I have come to write and I will tell you about some of the designs that have been created by the designers of our country. We have very beautiful craftsmen in our country. In view of this, I have come to present some pictures to you and to tell you some things about them.

20220220_130115.jpg

Our Bogra city is a very beautiful city located about two kilometers away from my home. Momo Im Five Star Hotel. In addition to this the hotel owner authorities have created a beautiful eco park in the park with a very beautiful design with a shower and a variety of animal and fish statues. I collected some pictures while traveling in that park. Which I have come to present to you.

20220220_130122.jpg

20220220_130118.jpg

The pictures you can see here now are of the fountains being built here and there are some fish statues above the fountains. Spring water will flow through the mouths of these fish. The view would be very nice. One was launched a few days ago. Work on the park will be completed soon and activities are well underway. It will take a few more days for the beauty to be seen. Momo Inn authorities expect the park to be completed in 2 years from the current time. The park is located on a few acres of land so it may take many days for them to complete the park.

20220220_124558.jpg

20220220_130019.jpg

Looking at the pictures, you must understand how many beautiful designers we have in Bangladesh. Iron craftsmen make designs with iron. And the craftsmen of brick sand cement they can make different kinds of architecture and sculptures. There are also artists who can create different types of sculptures, fruit scenes, designs and much more with wood. We have every artisan in our country. We have beautiful artisans in Bangladesh who are very valuable and we are proud of them.

20220220_130010.jpg

20220220_130110.jpg

We have such beautiful eco parks in our country. In the park, our country's engineers and artists have created some philosophical objects like seeing different types of sculptures and beautiful designs. Thousands of visitors travel to the park every day to see them. The pride of our country is that beautiful artists are very much liked by the visitors and the things they create are viral. We are proud to have such beautiful artists in Bangladesh. I will try to create something beautiful so that I can be an artist. I am currently writing among you, so I want to be a writer. I hope you understand me. I am not a professional writer. However, I am learning to write and I will definitely be able to become a good writer one day.

20220220_124349.jpg

20220220_124402.jpg

20220220_124400.jpg

20220220_124346.jpg

Just a short distance from the park, another fountain is being built. Such fountains are being made at every street corner. Where there are some designs and in some places sculptures are made with Bangladeshi rui fish and dolphin fish. These will look more unique when given a fountain with a fish mouth. You must be fascinated by the beautiful works of art of our artists. I'm fascinated right now so I told you.

20220220_124004.jpg

Let's talk about the park gate. I took three pictures of the gate as I entered the park. Which I have presented to you. These gates look like towers and are built very high. These are usually hired by the masons of our country. It's really a matter of pride for us to have such beautiful architecture at the risk of life with Ricks in life. The craftsmen are making beautiful things for us without caring about the family at the risk of their lives. We are really grateful to them.

20220220_124007.jpg

20220220_124008.jpg

Last word and some of my opinions

Lastly I would like to say that our country has very beautiful craftsmen. Those whose work is worth a lot. Our country is made beautiful by them. There are such artisans and artists in every country of the world. The country can be built beautifully with the glory of their artisans and artists. Gratitude should be expressed to them and innumerable loves should be conveyed to their families. With this I am finishing my writing. I am really proud to write among you. Thanks everyone. See you later.



বাংলা



ডিজাইন ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। প্রত্যেক সপ্তাহের মতন আমি আজকে আপনাদের কমিউনিটিতে কনটেস্টে অংশগ্রহণ করতে চাই। আমাদের বগুড়া শহরের মোমো ইন পার্ক ভ্রমণ করতে গিয়ে কিছু ডিজাইন আমি সংগ্রহ করেছি। যেগুলো আমাদের দেশের শিল্পীরা তৈরি করেছে। আমাদের দেশের শিল্পীরা খুবই সুন্দর ডিজাইন এবং আর্কিটেকচার তৈরি করতে পারে। আমি আপনাদের মাঝে সুন্দর কিছু ছবি ভ্রমণ গল্প এবং কনটেস্টে অংশগ্রহণ করতে চাই। আর এই কন্টেষ্টে অংশগ্রহণ করার জন্য আমার দুজন বন্ধুকে ইনভাইট করছি। @siam7 @marufa1

দুই দিন আগে আমি আমাদের বগুড়া শহরের ঐতিহ্যবাহী একটি পার্কে ভ্রমণ করতে গিয়েছিলাম। অবশ্য আমি আপনাদের মাঝে কোনদিন এই পার্ক সম্পর্কে লিখিনি। আজকে আমি লিখতে এসেছি এবং আপনাদের মাঝে কয়েকটি ডিজাইন সম্পর্কে বলব যেগুলো আমাদের দেশের ডিজাইনাররা তৈরি করেছে। আমাদের দেশে খুব সুন্দর সুন্দর কারিগর আছে। তারই পরিপ্রেক্ষিতে কিছু ছবি আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে এসেছি এবং তাদের সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলতে এসেছি।

20220220_130115.jpg

আমাদের বগুড়া শহর খুব সুন্দর একটি শহর আমার বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। মোমো ইম ফাইভ স্টার হোটেল। তার পাশাপাশি এই হোটেল মালিক কর্তৃপক্ষ সুন্দর একটি ইকো পার্ক তৈরি করেছেন যে পার্কের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে ঝরনা ধারা এবং বিভিন্ন ধরনের পশুপাখি মাছের মূর্তি তৈরী করা আছে। সেই পার্কের মধ্যে ভ্রমণ করতে গিয়ে আমি কিছু ছবি সংগ্রহ করেছি। যেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে এসেছি।

20220220_130122.jpg

20220220_130118.jpg

এখানে বর্তমানে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণাধারা তৈরি করা হবে এবং ঝর্ণাধারার উপরে কিছু মাছের মূর্তি মধ্যে আছে। এই মাছগুলোর মুখের মধ্যে দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হবে। দৃশ্যটি খুবই চমৎকার হবে। কয়েকদিন আগে একটি চালু করা হয়েছে। খুব শীঘ্রই এই পার্কের কাজ শেষ হবে হবে এবং ভালভাবে কার্যক্রম চলছে। দেখার মতন সৌন্দর্য করতে আরো কিছুদিন সময় লাগবে। মোমো ইন কর্তৃপক্ষের ধারণা বর্তমান সময় থেকে 2 বছরের মধ্যে এই পার্কটি কমপ্লিট হবে। কয়েক একর জায়গা নিয়ে পার্কটি অবস্থিত তাই তাদের পার্ক কমপ্লিট করতে অনেক দিন সময় লাগতে পারে।

20220220_124558.jpg

20220220_130019.jpg

ছবিতে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর ডিজাইনার রয়েছে। লোহার কারিগর লোহা দিয়ে ডিজাইন তৈরি করে। এবং ইট বালু সিমেন্টের কারিগর তারা বিভিন্ন ধরনের স্থাপত্য এবং মূর্তি তৈরি করতে পারে। এছাড়া আর্টিস্ট রয়েছে যারা কাঠ দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি, ফলের দৃশ্য, নকশা আরো অনেক কিছু তৈরি করতে পারে। আমাদের দেশে প্রত্যেকটা কারিগর রয়েছে। যাদের মূল্য অনেক এবং আমরা গর্বিত এমন সুন্দর সুন্দর কারিগর আমাদের বাংলাদেশের রয়েছে।

20220220_130010.jpg

20220220_130110.jpg

আমাদের দেশে খুব সুন্দর সুন্দর এইরকম ইকো পার্ক রয়েছে। যেগুলো পার্কে আমাদের দেশের ইঞ্জিনিয়ার এবং আর্টিস্ট তারা বিভিন্ন ধরনের মূর্তি এবং সুন্দর সুন্দর নকশা দেখার মতন দার্শনিক কিছু জিনিসপত্র তৈরি করে রেখেছেন। যেগুলো দেখার জন্য প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী সেগুলো পার্কে ভ্রমণ করে। আমাদের দেশের গর্বের বিষয় সুন্দর সুন্দর আর্টিস্ট রয়েছে তাদের তৈরি করা দর্শনার্থীদের খুবই পছন্দ এবং তাদের তৈরি করা জিনিস ভাইরাল। আমরা গর্বিত আমাদের বাংলাদেশে এমন সুন্দর সুন্দর আর্টিস্ট রয়েছে। আমি চেষ্টা করব সুন্দর কিছু তৈরি করা যেন আমি একজন আর্টিস্ট হতে পারি। আমি আপনাদের মাঝে বর্তমানে লিখছি, তারমানে আমি একজন রাইটার হতে চাই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি কোনো প্রফেশনাল রাইটার নই। তবে শিখতেছি লেখা লিখতে লিখতে অবশ্যই একদিন ভালো লেখক হতে পারব।

20220220_124349.jpg

20220220_124402.jpg

20220220_124400.jpg

20220220_124346.jpg

পার্কের কিছুটা দূরে যাওয়ার পর ঠিক আরেকটি ঝর্ণাধারা তৈরি হচ্ছে। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এরকম ফোয়ারা তৈরি করা হচ্ছে। যেখানে কিছু নকশা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বাংলাদেশের রুই মাছ এবং ডলফিন মাছ দিয়ে মূর্তি তৈরি করা আছে। এগুলো মাছের মুখ দিয়ে ঝর্ণাধারা দেওয়া হবে তখন দেখতে আরও ইউনিক লাগবে। আমাদের দেশের আর্টিস্টদের সুন্দর কারুকার্য দেখে অবশ্যই আপনারা মুগ্ধ। আমি বর্তমানে মুগ্ধ হচ্ছি তাই আমি আপনাদের বললাম।

20220220_124004.jpg

এবার আসা যাক পার্কের গেট সম্পর্কে। যখন আমি পার্কের ভেতর প্রবেশ করছিলাম তখন আমি গেটের তিনটি ছবি তুলেছি। যেগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এই গেট গুলো দেখতে মিনারের মতন এবং অনেক উঁচুতে তৈরি করা আছে। এগুলো সাধারণত আমাদের দেশের মিস্ত্রিরা বাশেঁর ভাড়া দিয়ে উঁচুতে কাজ করে। জীবনে রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা এরকম সুন্দর স্থাপত্য এই করে এটা আমাদের জন্য সত্যিই একটি গর্বের বিষয়। মিস্ত্রিরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের পরোয়া না করে আমাদের জন্যে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। আমরা সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ।

20220220_124007.jpg

20220220_124008.jpg

শেষকথা এবং আমার কিছু মতামত

সর্বশেষ আমি বলতে চাই আমাদের দেশে খুব সুন্দর সুন্দর কারিগর রয়েছে। যাদের কাজের মূল্য অনেক। তাদের দ্বারা আমাদের দেশ সুন্দর করা হয়। বিশ্বের প্রত্যেকটা দেশে এইরকম কারিগর এবং আর্টিস্ট রয়েছে। তাদের কারিগর এবং আর্টিস্টের মহিমায় দেশকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং তাদের পরিবারের প্রতি জানানো উচিত অসংখ্য ভালবাসা। এই বলে আমি আমার লেখা শেষ করছি। আপনাদের মাঝে লিখে আমি সত্যিই গর্বিত অনুভব করছি। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

We appreciate the valuable information you have shared in this post. Keep sharing high quality posts on Steem-travelers.

Plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
Verified userYES
Bot-freeYES

Welcome.

Great effort!
Your post has been curated by 'Arts Curator'. I appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.

image.png