জানি না আমি কি পেয়েছি,
তোমারি হয়ে থেকে;
তোমার অবহেলা গুলো ভালোবাসা ভেবে,
অঙ্গে আমার মেখে।
তোমার কষ্ট দেওয়া কথা গুলো,
হাসির চাঁদরে ঢেকে;
জানি না আমি কি পেয়েছি,
তোমারি হয়ে থেকে।
তোমায় নিজের চন্দ্র করে,
মন আকাশে এঁকে,
জানি না আমি কি পেয়েছি,
তোমারি হয়ে থেকে।
সবকিছুরই তো হয়না হিসাব
দেখে লাভ - ক্ষতি;
তোমার মনে নাইবা জ্বলুক
আমার প্রেমের বাতি,
তবুও আমি হব তোমার জনম জনমের সাথী।
thanks for stopping by my blog.
by @njruba
writing&reviews
@steemcurator01
@booming02
@booming03
thanks to all steemit curators