একমুখী প্রেম

in hive-111825 •  4 years ago  (edited)

image.png

জানি না আমি কি পেয়েছি,
তোমারি হয়ে থেকে;
তোমার অবহেলা গুলো ভালোবাসা ভেবে,
অঙ্গে আমার মেখে।
তোমার কষ্ট দেওয়া কথা গুলো,
হাসির চাঁদরে ঢেকে;
জানি না আমি কি পেয়েছি,
তোমারি হয়ে থেকে।
তোমায় নিজের চন্দ্র করে,
মন আকাশে এঁকে,
জানি না আমি কি পেয়েছি,
তোমারি হয়ে থেকে।
সবকিছুরই তো হয়না হিসাব
দেখে লাভ - ক্ষতি;
তোমার মনে নাইবা জ্বলুক
আমার প্রেমের বাতি,
তবুও আমি হব তোমার জনম জনমের সাথী।

thanks for stopping by my blog.
by @njruba

writing&reviews
@steemcurator01
@booming02
@booming03
thanks to all steemit curators

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!