আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
প্রত্যেকদিন আমি সকালে সকালে খাবার খেয়ে শেষ করি। আমার অভ্যাস হয়ে গেছে সকালে খাবার খুব তাড়াতাড়ি খাওয়া। সকালের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর আমি আমার আবাদি জমিগুলো দেখার জন্য জমিতে চলে আসলাম। জমির পাশেই একটা নিচু জমিতে বেশ কিছু পানার ফুল ফুটেছে। ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। আমরা যারা গ্রামে বসবাস করি তারা এই সৌন্দর্যটা খুব সহজেই উপভোগ করিতে পারি। আমি দুইটা ফুল ছিড়ে হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় সৌন্দর্যটা খুব কাছ থেকে দেখলাম। নিচা জমিতে অনেকগুলো পানার ফুল ফুটেছে। সেগুলো দেখে তারপর আমি আমার আবাদি জমিগুলো দেখতে শুরু করলাম।
প্রত্যেক দিনের মত আজকেও জমিগুলো চারিদিকে ঘুরে ভালো করে দেখে নিলাম। কিছু কিছু মরিচের গাছ কিছু রোগে আক্রান্ত হয়েছে। সবচাইতে বড় সমস্যা হচ্ছে কিছু মরিচের গাছ মারা যাচ্ছে। এবং কিছু মরিচের গাছ ফুলে নষ্ট হয়ে যাচ্ছে। এইসব দেখে আমরা যারা ফসল ফলাচ্ছি সকলেই হতাশ হয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা কৃষক খুব কষ্ট ও যত্ন সহকারে তাদের ফসল আবাদ করে থাকে। এই কষ্টের ফসল যদি বিভিন্ন কারণে মারা যায় এবং গাছগুলো বিভিন্ন প্রকার আক্রমণে নষ্ট হয়ে যায় তাহলে সকলের মন মানসিকতা খুবই ভেঙে পড়ে।
আমার পাশের জমিতে একজন তার জমি থেকে আগাছা নিধন করার কাজ করিতেছে। তার নাম মোঃ রফিকুল ইসলাম। সে আমাদের গ্রামের বাসিন্দা। তার সাথে তার জমিগুলো দেখলাম। তারপর আমার জমিতে নিয়ে আমার জমি ফসলগুলো ঘুরে ঘুরে তাকে দেখালাম। তার কাছ থেকে বেশ কিছু পরামর্শ মূলক কথা শুনলাম। তারপর আমি আমার কাজে ব্যস্ত হলাম এবং সে তার কাছে ব্যস্ত হয়ে পড়ল।
জমিগুলো দেখে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর আমাদের পার্শ্ববর্তী থানা তে চলে গেলাম। সেখানে কিছু কাঁচামরিচ ক্রয় করার জন্য চলে গেলাম। এই বাজারে দুপুর দুইটা থেকেই মরিচ বিক্রয় শুরু হয়ে যায়। বাজার থেকে আমি ২০০০ কেজি কাঁচামরিচ ক্রয় করার জন্য অন্য একটা স্থানীয় লোককে বললাম। সে তার চেষ্টাও অনুযায়ী সকল মালগুলো ক্রয় করতে শুরু করল। প্রতি কে যে কাঁচামরিচের মূল্য ৯০ থেকে ৯২ টাকা। শেষের দিকে মরিচের দাম আরো বৃদ্ধি পেল। আমার প্রয়োজনীয়তা আবেগ মরিচগুলো ক্রয় করে মরিচগুলো বস্তার মধ্যে উঠিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। বাজারের শ্রমিকদের ধারা পস্তাগুলো গাড়ির মধ্যে উঠাতে হবে সেজন্য নিয়ে অপেক্ষা করতে থাকলাম।
খাওয়ার পর রোজা তাদের সিরিয়াল অনুযায়ী এসে আমার মরিচের বস্তা গুলো ট্রাকের মধ্যে উঠিয়ে দিল। ট্রাকের মধ্যে সমস্ত বস্তু উঠিয়ে মোটা রশি দিয়ে বস্তা গুলো সুন্দর করে বেধে দিল। বাজার থেকে গাড়ি দিয়ে আমি আমাদের এলাকায় চলে আসলাম। আমি নেমে আমাদের বাড়িতে চলে আসলাম। গাড়িওয়ালা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে অনুসরণ করল। আমি হাত মুখ ধুয়ে রাতের খাবার খেলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের প্রতি শুভকামনা রেখে এখানেই শেষ করলাম। সকলকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
We support quality posts and good comments Published in any community and any tag.
Curated by : @edgargonzalez
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for upvote my post. I am very excited for your vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit