আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই। আজকের তেমন কোন কাজ নেই তাই বাড়িতেই বসে ছিলাম। বাড়িতে বসে একটা গাছের নিচে গল্প করিতেছিলাম। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আমাদের জমিতে চলে যায় তখন সূর্য উঠেছে। সকালের পরিবেশ হওয়ায় সূর্য অনেক ঘোলাটে দেখা যাচ্ছে। আমরা যারা গ্রামে বসবাস করি অনেক জেলাতে এখন সকালের দিকে শীতের একটা পরিবেশ দেখতে পাই। মনে হয় শীতকাল খুব তাড়াতাড়ি চলে আসবে।
সকালে খুব কুয়াশা হওয়ায় খুব শীতের আমেজ দেখা যাচ্ছে। আমি আমার জমি দেখার সময় আমাদের প্রতিবেশীদের সাথে দেখা হয়ে গেল। তারা সবাই তাদের জমিতে কাজ করার জন্য এবং জমির দেখাশোনা করার জন্য যাচ্ছে। তাদের সাথে দাঁড়িয়ে এই শীতের সকালে কুয়াশার মধ্যে ছবি উঠলাম। তারপর তারা তাদের কাজ করার জন্য চলে গেল। আমি আমার ধানের জমিগুলো দেখে বাড়ির দিকে চলে আসলাম।
ধানের জমিগুলো দেখে বাড়িতে এসে কিছুক্ষণ বাড়িতে থেকে সকালে কুয়াশা কেটে গেলে আমি আমার মরিচের জমি গুলো দেখতে বাড়ি থেকে বের হয়। প্রত্যেকদিন জমিগুলো দেখাশোনা করতে হয়। মরিচের চারা গুলো খুবই রোগের আক্রমণ থাকে। তাই সকালে কি হলো বিকেলে কি হলো এসব পর্যবেক্ষণ করতে হয়। আমি সমস্ত মরিচের চারা গুলো ঘুরে দেখতে শুরু করলাম। ছবির মধ্যে যে চারাটা দেখতে পারছেন এই চারাটা একটা পোকা আক্রমণে এরকম হয়েছে। বিভিন্ন রকমের পোকার বিষ প্রয়োগ করা হয়েছে। তাতেও এই চাড়া সুস্থ হচ্ছে না। এটা আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। এরকম চাড়া জমিতে থাকতে সেই চারাতে কখনো ফলন হয় না। তাই এরকম চারা নিয়ে কৃষক গণ খুবই চিন্তিত হয়ে থাকে।
একটি সুস্থ ও ভালো চারা। ঠিক আছে কিছু মরিচ ধরেছে। আল্লাহর রহমতে আরো অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এলাকায় অনেকেই মরিচ উত্তোলন শুরু করবেন। এছাড়াগুলো ঘুরে দেখবে খুবই ভালো লাগে।
বাড়ির দিকে যখন আসতে থাকি তখন দেখি কিছু ছোট ছেলে মেয়ে পানার ফুল নিয়ে খেলা করছে। তাল গাছের বাঁকে ফুল গুলো বসিয়ে খেলা করছে। আমার কাছে তাদের খেলা খুবই পছন্দ হলো। তাই তাদের সাথে নিয়ে আমি ছবি উঠলাম।
ছোট ছেলে মেয়েদের খেলা দেখে কিছুদূর সামনে আসতে একটা নিঝুম জমিতে পানার ফুলগুলো আমি দেখতে পারলাম। আসলে অভূতপূর্ব সুন্দর লাগছে এসব দৃশ্য। যেকোনো প্রকৃতির প্রেমের লোকের কাছে এসব সৌন্দর্য ভালো লাগবে। এইসব দেখে আমি একটার মধ্যেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করলাম। তারপর দুপুরের খাবার খেলাম।
দুপুরের খাবার খেয়ে আমি বাজারে চলে আসলাম কাঁচামরিচ ক্রয় করার জন্য। নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে বেশ কিছু করলাম। সন্ধ্যার দিকে মরিচ গুলোকে বস্তার মধ্যে উঠিয়ে ট্রাকে ভর্তি করে দেয়া হলো। তারপর ট্রাক তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে এসে হাতমুখ ধুয়ে রাতের খাবার খেলাম। এই ছিল আজকে আমার সারাদিন।