Better life with steem. The diary game. 13/11/2024. My agriculture work and business work moment.

in hive-115654 •  4 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000049265.jpg

1000049263.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালের খাবার খেয়ে আমি আমার মরিচের জমিতে মরিচ উঠানোর জন্য চলে আসলাম। আমাদের মরিচের ধারাগুলোতে মরিচ উঠাবার মতো মরিচ বড় হয়েছে। তাই মরিচগুলো আমার জন্য জমিতে চলে আসলাম। মরিচ উঠানো শুরু করে দিলাম। এখন অনেক কাছে মরিচ থাকলেও আবার বেশ কিছু গাছে মরিচ বড় হয় নাই। তাই খুব কম পরিমাণ উত্তোলন করা যাবে।

1000049267.jpg
মরিচগুলো গাছ থেকে উঠিয়ে একটা গামলার মধ্যে রাখতে হয়। গামলা যখন ভর্তি হয় তখন গামলা থেকে একটা বস্তার মধ্যে ভরে রাখে। এভাবে দুপুর ১২ টা পর্যন্ত আমি হরিচক্তোলন করলাম।

1000049293.jpg

1000049295.jpg
দুপুরে বাড়ির দিকে এসে প্রথমে আমি গোসল করে নিলাম। তারপর আমি দুপুরের খাবার খেলাম । তারপর আমি মরিচ ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে একটা অটো রিক্সার জন্য দাঁড়ালাম। সময় হওয়ায় রাস্তায় তেমন কোন অটো রিক্সা খোঁজে পেলাম না। ৫/৭ মিনিট রাস্তায় অপেক্ষা করার পর একটা অটো রিক্সা আসলো। তারপর সেই অটো রিক্সার মাধ্যমে আমি বাজারে চলে আসলাম। বাজারে এসে প্রথমে বাজারে মধ্যে মরিচের আমদানি কিরকম সেটা দেখলাম।

1000049349.jpg

1000049348.jpg

বাজারে গিয়ে আমি মরিচ ক্রয় করা শুরু করলাম। আজকে মরিচের কেজি ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত। কিছু ভাল জাতের মরিচ ৯০ থেকে ১০০ টাকা কেজি রয়েছে। মরিচের চাঁদ এবং রঙের উপর নির্ভর করে দাম নির্ধারণ হয়ে থাকে। চিকন জাতের মরিচ সবাই চাহিদার তুঙ্গে থাকে। বর্তমানে মরিচের দর যেরকম রয়েছে সেই রকম থাকলে কৃষকের কোন ক্ষতি হবে না। আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছে এই দাম পেয়ে। মরিচের দাম আরো কিছুদিন পর কমে আসবে। তখন সারাদেশে মরিচের উৎপাদন শুরু হয়ে যাবে। উৎপাদন বেশি হলে জিনিসের দাম কমে যাবে। আমার প্রয়োজনমতো মরিচ ক্রয় করে মরিচগুলোকে বস্তার মধ্যে উঠানো হলো। তারপর পস্তাগুলোকে শ্রমিকের মাধ্যমে ট্রাকের মধ্যে উঠিয়ে ফেলা হলো। তারপর আমি ট্রাকে মাধ্যমে আমাদের গ্রামের দিকে আসতে শুরু করলাম।

1000049381.jpg

1000049382.jpg
এখন ট্রাকে করে আসতে শুরু করলাম তখন কিছুক্ষণ জ্যামে আটকে থাকতে হলো। কিছুক্ষণ আটকে থাকার পর আবারও গাড়ি চলতে শুরু করলো। আমাদের গ্রামে এসে আমি গাড়ি নেমে পড়লাম। তারপর ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে চলে গেল। আমি বাড়িতে এসে সকল হিসেব মিলিয়ে নিলাম। তারপর রাতের খাবার খেয়ে নিলাম। এই ছিল আজকে আমার সারাদিন। সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

We support quality posts and good comments Published in any community and any tag.
Curated by : @edgargonzalez

Loading...