আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালের খাবার খেয়ে আমি কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ি। ৪-৫ দিন আমার খুব কাজের চাপ থাকবে। তাই খুব মনোযোগ দিয়ে কাজ করতে হচ্ছে।
গতকালকের মতো আজকেও মরিচের ছাড়ার মাঝখান দিয়ে লোহার তৈরি একটা বস্তু দিয়ে টেনে মাটি আলগা করে দিতে হচ্ছে। ভালো করে টেনে মাঠে আলগা করার কারণ হচ্ছে এখন বেশ ভালো রোদ হয় মাটি যেন তাড়াতাড়ি শুকাতে পারে সেজন্য। গত কয়েক দিনের বৃষ্টির কারণে কূষকের কাজগুলো বাড়তি হয়ে গেছে। বৃষ্টি না হলে এই কাজগুলো করতে হতো না।
আমাদের পাশের জমিতে সবুজ ভাতিজা সেও একই কাজ করিতেছে। তার ফসলে জমের মধ্যেও লোহার ফলা দিয়ে তৈরি আঞ্চলিক ভাষায় যাকে আমরা নাইগলা বলে থাকি সেটা দিয়ে টেন মাটি আলগা করে দিচ্ছে। এটা দিয়ে সে বেশ কিছুক্ষণ যাবৎ কাজ করিতেছে। এই ফল দিয়ে মাটি হাল্কা করার কাজ খুব দ্রুত সময়ে করা যায়। তাই অনেকেই এই কাজ করিতেছে।
আমি একটা সময় আমার ধানের জমিগুলো দেখতে জমিতে চলে আসলাম। আল্লাহর অশেষ রহমতে এই বছর আমাদের এলাকায় খুব ভালো ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত ধান খুব ভালো আছে। কত বছরের তুলনায় এই বছর ধানের পরিস্থিতি খুবই ভালো। গত কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার কারণে ধানের জন্য খুব উপকার হয়েছে।
আমাদের ধানের জমির উপরের জমিতে মরিচের চারা রোপন করার জন্য ফাঁকা ফেলে রাখা হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এখনো জমিতে পানি জমা হয়ে আছে। যদি আরো ৪-৫ দিন বৃষ্টি না হয় তাহলে এই জমিতে মরিচে চারা রোপন করিতে পারিবে। আর যদি বৃষ্টি হয় তাহলে মরিচের চারা আরও দেরিতে রোপণ করতে হবে। বেশি দেরি করে মরিচের চারা রোপন করলে সে চারাতে ভালো ফলন হয় না। তাই নিচু জমিতে অনেকেই মরিচের চারা চাষাবাদ করে না।
দুপুরের দিকে খাবার খেয়ে আমি একটা গাছের নিচে বিশ্রাম নিলাম। এখানে খাটের নিচে বসে খাবার খেয়ে কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়া খুবই জরুরী হয়ে থাকে। সারাদিন রোদের মধ্যে কাজ করে বিশ্রাম না দিলে শরীর ঘেমে খুবই ক্লান্ত হয়ে যায়। তাই যারা দুপুরের খাবার নিয়ে আসে তারা এইখানেই বসে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে থাকে। বেশ কিছুক্ষণ সময় বিরতি দিয়ে পুনরায় আমি আমার কাজে মনোযোগী হলাম। সন্ধ্যা পর্যন্ত আমি আমার জমিতে কাজ করলাম। সন্ধ্যার দিকে বাড়িতে এসে গোসল করে নিলাম। তারপর বাড়িতেই শুয়ে বিশ্রাম নিলাম।
রাত আটটার দিকে আমি আমার মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকমের খবর গুলো দেখতে থাকলাম। যার মধ্যে উল্লেখযোগ্য খবর হচ্ছে ইরান এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির খবর। যে যুদ্ধের কারণে গোটা মুসলিম বিশ্ব আতঙ্কের মধ্যে আছে। দখলদার একটা দেশ সে অন্যায় ভাবে অন্যের উপরে অত্যাচার করছে। এটা আমাদের খুব ব্যথিত করে। বেশ কিছুক্ষণ সময় মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকমের খবর দেখে আমি রাতের খাবার খেতে গেলাম। রাতের খাবার খেয়ে আমি কিছুক্ষণ সময় হাঁটাচলা করলাম। তারপর ঘুমাবার জন্য শুয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারাদিন। সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।