আজকে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে ঘুম থেকে জেগে উঠি। তারপর উঠেই আমি আমার দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ নিই। দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আমি আপনাদের ধারের জন্য এবং মরিচের জমিগুলো দেখতে চলে যায়। আমি বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করে থাকি। বর্তমানে আমি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি। তাই কৃষি কাজ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কমিউনিটির সকল সদস্য এবং ফাউন্ডারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি কমিউনিটি তৈরি করার জন্য। যেখানে আমরা খুব সহজেই কাজ করতে পারি।
বাড়ি থেকে সকালে বের হয়ে আমি ধানের জমিতে গিয়ে পৌঁছাই। আমাদের গ্রামে সকালে দেখলে মনে হয় শীতকাল চলে এসেছে। শিশিরে ধানের পাতাগুলো ভিজে রয়েছে। ধানের পাতায় শিশিরের ফোটা দেখতে খুবই ভালো লাগে। এই সুন্দর জটা মানুষকে খুবই মনোমুগ্ধকর করে তোলে। আমাদের এলাকায় প্রত্যেক ধানের চারা গুলো সুন্দর হয়েছে। সবাই খুব সতর্ক থেকে ধানের চারার যত্ন নিয়েছে। আমিও তাদের চারার খুব যত্ন নিয়ে আছি। ধানগুলো এখন মধ্যবয়স অবস্থান করিতেছে। আর সপ্তাহখানেকের মধ্যে প্রত্যেক জাতের ধানগুলো ধানের শীষ বের করে দিবে। কিছু আগাম জাতের ধান শেষ বের করে দিয়েছে। ধানগুলো সকালে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
আমাদের গ্রামের অনেক লোক তাদের সংসারের কৃষি কাজ করার জন্য খুব সকালেই বাড়ি থেকে বের হয়ে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে। সকলেই তাদের মরিচের জানার মাঝখান থেকে আগাছা নিধন করার কাজ করার জন্য বের হয়ে যাচ্ছে। আমি ধানের জমিগুলো দেখে কোন মরিচের চারাগুলো কাছে যাব।
মরিচের চারা গুলো সকালে দেখতে খুবই সতেজ ও তাজা লাগে। আমাদের যোনিতে অনেক চারা খুবই সুন্দর হয়েছে। আর মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারাগুলোতে মরিচ তোলার সময় হয়ে যাবে। আল্লাহ যদি সহায় থাকেন আর যদি নতুন করে কোন রোগ বালাই না দিয়ে থাকেন তাহলে সবাই কম বেশি উত্তোলন করতে পারবে। তখন সারা বাংলাদেশে কাঁচামরিচের দাম অনেক কমে যাবে। এইসব দেখে আমি বাড়িতে চলে আসলাম।
বাড়িতে আমাদের লাউয়ের গাছ বড় হয়ে গেছে। লাউয়ের গাছগুলোতে লাউ ধরার সময় হয়েছে। লাউয়ের পাতা এবং নতুন ডোলা গুলি খুবই সুন্দর হয়েছে। এইসব দেখে আমি কিছু ছবি উঠিয়ে নিলাম। আমি অনেকদিন যাব গাজীপুর শহরে চাকরি করে আসছি। তখন মনে হতো যদি বাড়িতে বসবাস করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এখন বাড়িতে থেকে সেই সুখটা অনুভব করতে পারতেছি। নিজের আবাদ করা লাউ শাক-সবজি এগুলো খেতে পারছি। অনেক নির্ভেজাল জিনিসগুলো আমরা খেয়ে থাকি। যেগুলো শহরে পাওয়া যায় না। একটা জিনিস খেতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। সকলকে হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধু, এই মাত্র ৪০০ টাকা কেজি মরিচ কিনে আনলাম,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসসালামু আলাইকুম ভাই আর মাত্র ২০ থেকে ২৫ দিন এরপর দিয়ে মরিচ ১০০ টাকার মধ্যে চলে আসবে। মরিচের উৎপাদন শুরু হবে অল্প কিছুদিনের মধ্যেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit