Hello pet lover guys,
Good evening friends, how are you? Hope everybody is doing well. I am also fine with your prayers. I love writing new blogs. In view of this, I came up with another new blog. I hope you like my writing.
Today I will share with you about my pet Totapuri goat.
In our country, in the rural areas, animals and birds are kept in most of the houses. But goat is a very popular animal in most of the houses in rural areas. This animal is kept in the house of every rich and poor morning.
This animal is so divided. Most of the people of our country keep goats of native breeds. Black Bengal Bangladesh is a very popular goat. This breed of Black Bengal goat can be seen in most of the houses.
But my goat is a goat of improved breed. The name of this goat is Totapuri goat. The name is as long as the shape of the beautiful goat.
Totapuri goat grows much bigger when it is an adult. Its meat weighs about 100 kg. If you sell an adult goat, you can get 70 to 80 thousand Bengali rupees. Which can be sold for over 1000 1000 dollars.
My goat is now 8 months and 24 days old. This goat is a mother goat. It gives birth once or twice a year.
The special shape of this goat is that their ears are longer and their ears are broken compared to other native goats.
This goat is very beautiful to look at. This is one of my favorite goats. I feed it every day. They like to eat granular food.
However, Napier grass is their favorite. I take care of this goat in my spare time and feed it.
He is a big fan of mine and he goes after me wherever I go. I love him very much. Sometimes I bathe him with shampoo. Everyone will pray for my goat.
So friends, so far today. If you want, you can benefit by keeping this improved breed of goat. Because goat is a very profitable animal.
It is possible to become self-sufficient by raising improved breeds of goats to eliminate the problem of unemployment in our country. The cost behind this is much lower but it is possible to make a lot more profit in a short time.
So friends, stay well and stay healthy till today. Please comment on how you felt after reading my article. God bless you.
বাংলা
হ্যালো গাইস,
শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি নতুন নতুন ব্লগ লিখতে অনেক বেশি ভালোবাসি। তার পরিপ্রেক্ষিতে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার লেখা টি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পোষা প্রাণী তোতাপুরি ছাগল সম্পর্কে।
আমাদের দেশে গ্রাম অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই পশু পাখি পালন করা হয়। কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই ছাগল অত্যান্ত জনপ্রিয় একটি প্রাণী। প্রত্যেক ধনী-গরীব সকালের বাড়িতে এই প্রাণীটি পোষা হয়ে থাকে।
এই প্রাণীটি নানারকম যাতে বিভক্ত। আমাদের দেশের মানুষেরা বেশিরভাগ দেশীয় জাতের ছাগল পালন করে থাকে। ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশ খুব জনপ্রিয় একটি ছাগল। এটি বেশিরভাগ বাড়িতেই এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত দেখা যায়।
তবে আমার যে ছাগলটি এটি উন্নত জাতের একটি ছাগল। এই ছাগলের নাম তোতাপুরি ছাগল। নামটি যেমন সুন্দর ছাগলটি আকারেও তেমনি দীর্ঘ আকৃতির হয়ে থাকে।
তোতাপুরি ছাগল এটি প্রাপ্তবয়স্ক হইলে অনেক বড় হয়ে থাকে। এটির মাংস প্রায় 100 কেজির উপরে হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক ছাগল বিক্রয় করলে বাংলা টাকা 70 থেকে 80 হাজার টাকা পাওয়া যায়। যেটি ডোলারে 1000 ডলারের উপরে বিক্রয় করা সম্ভব।
আমার ছাগলটির বয়স এখন 8 মাস 24 দিন। এই ছাগলটি মা ছাগল। এটি বছরে দুইবার করে বাচ্চা দেয় একটি অথবা দুটি করে।
এই ছাগলের বিশেষ আকৃতি অন্যান্য দেশি ছাগলের তুলনায় এদের কান লম্বা হয়ে থাকে এবং কানভাঙা হয়ে থাকে।
এ ছাগলগোলা দেখতে অনেক সুন্দর। এটি আমার খুবই প্রিয় একটি ছাগল। আমি একে প্রতিদিন খাবার খাওয়াই। এরা দানাদার খাবার খেতে খুবই পছন্দ করে।
তবে নেপিয়ার ঘাস এদের প্রিয়। আমি আমার অবসর সময়ে এই ছাগলটিকে যত্ন নিয়ে এবং খাওয়া-দাওয়া করায়।
ও আমার খুব ভক্ত আমি যেখানে যাই আমার পিছে পিছে ও সেখানে যায়। আমি ওকে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে ওকে আমি গোসল করিয়ে দেয় শ্যাম্পু দিয়ে। সকলে আমার ছাগলের জন্য দোয়া করবেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনারা চাইলে এই উন্নত-জাতের-ছাগল টি পালন করে লাভবান হতে পারেন। কারণ ছাগল খুবই লাভজনক একটি প্রানী।
আমাদের দেশে যে বেকার সমস্যা এই সমস্যা দূরীকরণের জন্য উন্নত জাতের ছাগল পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব। এটির পিছনে খরচ অনেক কম কিন্তু অল্প সময়ে অনেক বেশি লাভ করা সম্ভব।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। আমার লেখাটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।