প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই। নতুন সপ্তাহ শুরু হয়েছে, সবাই নিশ্চই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ আমাকে আমাদের হেড অফিসে যেতে হয়েছিল কিছু জরুরি কাজের জন্য।
যাতায়াতের সময় আমার শহরের কিছু ছবি আজ মোবাইল ফোনে বন্দী করেছিলাম, আজ সেগুলো নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে আমার শহর কোলকাতা কে নিয়ে।
প্রতিটি মানুষ তার নিজের শহরকে ভালবাসে আমিও তাদের থেকে ব্যতিক্রমী নোই। সিটি অফ জয় বলে অভিহিত আমার শহর। নামটা কিন্তু যথার্থই দেওয়া হয়েছে। বাইরে থেকে আসা মানুষদের আপন করে নেয় কোলকাতা।
যখন ছোটো ছিলাম গল্পো শুনেছি বাংলাদেশ থেকে বহু মানুষ প্রাণ বাঁচিয়ে, সর্বহারা হয় কোলকাতা শহরে এসেছিল।
আমার শহর এবং তখনকার মানুষ সেই সর্বহারা মানুষগুলোকে আপন করে নিয়েছিল অবলীলায়।
প্রতিটা শহরের কিছু বিশেষত্ব থাকে, আমার শহরের বিশেষত্ব হলো আজও অনেক দিন আনা দিন খাটা মানুষ সামান্য উপার্জনেও পেট ভরে খেতে পায়।
কলকাতাতে আজও কম টাকায় খাবার পাওয়া যায়।
তাই হয়তো কিছু মানুষ এখনও বাঁচতে পারছে, আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে আমার শহরকে।
কোলকাতা শহরে বড় বড় ইমারতের পাশাপাশি রয়েছে মানুষের বড় মন।
যেখানে ছোটো থেকেই সন্তানদের শেখানো হয় অতিথি দেবতার সমান। এখানে আজও অবলীলায় স্বজনদের বাড়ি যেতে পারে বিনা অনুমতিতে।
সঙ্গীত প্রেমী আমার শহরে জন্মেছেন নামজাদা শিল্পীরা।
কোলকাতা নিয়ে বলতে বসলে একদিনে সেটা সম্ভব নয়। অবশেষে বলতে চাই, যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমি পুনরায় এই বাংলাতেই জন্মাতে চাই।
আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জতিক মাতৃভাষা দিবস। তাই একটি প্রসিদ্ধ গানের কিছু লাইন দিয়ে আমার লেখা শেষ করছি।
"আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই।
আমি, আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই..."