A little enjoyment time in a good afternoon.

in hive-119463 •  4 years ago 

20210604_183436.jpg

A few days later I left my village home again. I live in Rajshahi to study. Although I have been here for a long time, this time I feel very bad after going home and spending some time here. I think it's very normal. After staying at home for a long time, if you go somewhere else, a few days will feel a little bad for everyone in the house.

কয়েকদিন হল আমি আবার আমার গ্রামের বাড়ি ত্যাগ করেছি। লেখাপড়া করার জন্য আমি রাজশাহী শহরে থাকি। দীর্ঘদিন আমি এখানে থাকলেও এবার বাড়ি গিয়ে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে এখানে আসার পরে খুব খারাপ লাগছে। এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। দীর্ঘদিন বাড়িতে থাকার পরে অন্য কোথাও গেলে কয়েকদিন বাড়ির সবার জন্য একটু খারাপ লাগবেই।

Moreover, now it is summer in Bangladesh. Intense heat has been making public life unbearable for quite some time. This intense fever makes people very sick. My case is no exception. On the one hand, I felt bad for everyone in the house, on the other hand, I was feeling a little sick physically due to the intensity of the heat.

তাছাড়া এখন বাংলাদেশে গ্রীষ্মকাল। তীব্র দাবদাহ জনজীবন কে অতিষ্ট করে তুলছে বেশ কিছুদিন ধরে। এই তীব্র দাবদাহ এমনিতেই মানুষকে বেশ অসুস্থ করে ফেলে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। একদিকে বাড়ির সবার জন্য খারাপ লাগছে, অন্যদিকে গরমের তীব্রতায় নিজে শারীরিক ভাবেও কিছুটা অসুস্থ্যতা অনুভব করছিলাম।

In the middle of this, yesterday afternoon, suddenly the clouds came and it rained for a long time. After the rain left, nature was giving a beautiful time in the afternoon in a very calm and cold weather. I also did not want to waste such a beautiful opportunity in any way. So in the afternoon I rode my bike in this beautiful weather to enjoy the beautiful gentle breeze from the rainy nature.

এর মধ্য গতকাল দুপুরের পরে হঠাৎ করেই মেঘ এসে বেশ সময় ধরে বৃষ্টি হল। বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে প্রকৃতি অনেক শান্ত আর ঠান্ডা আবহাওয়ায় সুন্দর একটা সময় উপহার দিচ্ছিল বিকেলের দিকে। আমিও এত সুন্দর সুযোগ নষ্ট করতে চাইনি কোনভাবেই। তাই বিকেলের দিকে সুন্দর এই আবহাওয়ায় নিজের সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছিলাম বৃষ্টিস্নাত প্রকৃতি থেকে সুন্দর মৃদুমন্দ বাতাস উপভোগ করতে।

After a while a friend of mine named Reza joined me. Reza and I rode our bicycles to a small road bridge in the distance. This small road bridge is located on the Katakhali bypass. The train crossed the line again under the bridge.

বেশ কিছুক্ষণ পরে রেজা নামে আমার এক বন্ধু আমার সাথে যোগ দেয়। আমি আর রেজা সাইকেল নিয়ে বেশ দুরের একটা ছোট সড়কসেতুর উপর গিয়েছিলাম। এই ছোট সড়ক সেতুটি কাটাখালী নামক বাইপাসের উপর অবস্থিত। সেতুটির নিচে দিয়ে আবার ট্রেনের লাইন অতিক্রম করেছে।

20210604_183405.jpg

The picture you see here is of my friend Rezaul. Anyway, we started on our way back shortly before dusk. It was a beautiful afternoon for me. With such a beautiful use of nature increased my feelings several times.

এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটি আমার বন্ধু রেজাউলের। যায় হোক আমরা সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগেই ফিরতি পথে যাওয়া শুরু করি। এটা একটা সুন্দর বিকেল ছিল আমার জন্য। সাথে প্রকৃতির এত সুন্দর ব্যবহার আমার অনুভূতিকে বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ।

Many thanks to everyone.

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

All photos are taken by my Samsung M21 mobile phone camera.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!