ছোট এই গাছটির নাম অ্যালোভেরা। আমাদের আঞ্চলিক ভাষায় অবশ্য এটিকে ঘি- কাঞ্চন বলে।অ্যালোভেরার উপকারিতা হয়তো আমরা সবাই জানি। এই গাছের পাতার মধ্যে যে জেল পাওয়া যায় মূলত সেটাই উপকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
অ্যালোভেরার উপকারিতাঃ
১। প্রচন্ড গরমের দিনে আপনি যখন তৃষ্ণায় কাতর, শরীর থেকে প্রচুর পানি হারিয়ে আপনি যখন পানি শূন্যতায় ভুগেন, তখন অ্যালোভেরার জেল দিয়ে বানানো সরবত আপনাকে যেমন তৃষ্ণা মেটাতে সহায়তা করবে, তেমন পানি শূন্যতা পূরণেও ভূমিকা রাখবে।
২। আপনি খুব বেশি মাথা ব্যথায় ভুগছেন, মাথা গরম হয়ে আছে, তখন আপনি অ্যালোভেরার জেল এসবের প্রশমক হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাকে শুধু জেল বের করে মাথার উপর দিয়ে রাখতে হবে।
৩। চুল পড়া সমস্যায় কম-বেশি আমরা সবাই ভুগি। এই চুল পড়া সমস্যা দুর করতেও অ্যালোভেরার জেল খুবই উপকারী ভূমিকা পালন করে।
যায় হোক এখানে যে অ্যালোভেরার গাছগুলো দেখছেন সেগুলা আমি আমার বাড়ির সামনে কিছুদিন আগে রোপন করেছি। প্রথমে আমি দুইটি অ্যালোভেরার চারা কিনে এনেছিলাম। সেই দুই গাছ থেকে এখন আরো তিনটি চারা হয়েছে। তাই এখানে আমার মোট ৫ টি অ্যালোভেরার চারা রয়েছে।
অ্যালোভেরার পাতা আমাদের বাড়ির পাশে বাজারেই সব সময় পাওয়া যায়। দাম ও খুব বেশি না। কিন্তু এটা বাড়িতে থাকা মানে আরো বেশি সুবিধা। তাই আমি বাড়িতেই এটা রোপন করেছি।
সবাই কে অসংখ্য ধন্যবাদ।