শুরুতে আমি সকলের সুসাস্থ কামনা করছি। আমি দুটি অর্থকারী ফসল নিয়ে আলচনা করতে চলেছে।যার মধ্যে একটি বিলিন হয়ে যাচ্ছে আর এক্টি জনপ্রিয়তা পাচ্ছে।
বাংলাদেশ বাংলাদেশের মানুষ এর খাবার ভাত।
বাংলাদেশ এর 100% মানুষ ভাতের অপর নির্ভরশীল।
ধান থেকে চাল তৈরী আর চাল থেকে ভাত।
আর বাংলাদেশ এর মানষ প্রতিদিন এক বার হলেও ভাত খাই।
ধান গাছ সাধারণ গ্রামে মাঠের জমিতেও চা ষ করে থেকে। ধানে প্রচুর পরিমানে শর্করা থাকে।
বাংলাদেশ প্রায় সর্বত্র ধান চাষ করা হয়। বাংলাদেশের যে পরিমাণের ধান চাষ করা হয় তা দেশের চাহিদা মিটিয়ে ।
ধান বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।
সেজন্য ধানকে অর্থকারী ফসল বলা হয়।
আমি কিছু দিন আগে কই একটি ধান গাছের ছবি তুলেছিলাম।
কন্টেস্ট টি দেখে আমার মনে হয়েছে ধান গাছের ছবি গুলা শেয়ার করা উচিৎ ।
পাট বাংলাদেশর বৃহত্তম অর্থকারী ফসল ছিলো এক সময়। বাংলাদের প্রেয় সকল কৃষক পাট চাষ করতেন।
পাট কে সোনালি আস বলা হতো। পাট গাছ ঠেকে আশা পাট খোড়ি দিয়ে কৃষকরা তাদের জালানি চাহিদা মেটাতেন।
আমরা জানি পলিথিন পরিবের জন্য কতোটা ক্ষতি কারক।
বাংলাদেশ সরকার বেশ কএকবার পলিথিন এর ব্যাগ ব্যবহার না করে পাটের তরী ব্যাগ ব্যবহারের জন্য আইন করেছেন।
পাট বিদেশে রপ্তনি করে এক সময় প্রচুর পরিমান বৈদেশিক মূদ্রা অর্জন করা হতো।
এখন দিন দিন কেন এই পাট চাষ বিলিন হয়ে যাচ্ছে।
এর কারন আমি কৃষক দের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তারা বলেছে পাট চাষ করতে যে পরিমান অর্থ খরচ করা লাগে।
বিক্রি করে তা পর্যপ্ত পরিমানে লাভ হয় না। তাই চাষীরা পাট চাষ থেকে নিজেদের কে শরিয়ে নিচ্ছে। বিলিন হয়ে যাচ্ছে পাট চাষ।