সুন্দরী এক ফুল , তার উপর আরেক সুন্দরী পোকা । যদিও পোকাটি ছেলে না মেয়ে তা আমার জানা নেই , তবুও সুন্দরী বলে ফেললাম । কারণ আমরা স্বভাবতই যেকোনো সুন্দর বস্তুকে স্ত্রী লিঙ্গ বিবেচনা করি । তবে এই সুন্দরী পোকার নাম আমার জানা নেই , না সে আমার চোখে দেখা পরিচিত । একই ভাবে ফুলটির নামও আমার জানা নেই । ঝোপ ঝাড় এর মধ্যে আগাছার সাথে জন্মানো তার । এই ফুলটি দেখে একটি প্রবাদ বাক্য মনে পড়ে যায় । প্রবাদটি হচ্ছে - " গোবরেও পদ্ম ফোটে !!" এই ফুলটি যেন পুরোপুরিভাবে সেটিই প্রকাশ করছে । তার জন্ম হয়তো আগাছার মধ্যে , কিন্তু তার সৌন্দর্য্য কোনো অংশেই কম নয় । সে তার অপরূপ সৌন্দর্যের ভান্ডার নিয়ে যেনো আগাছার মধ্যে থেকেই আমাকে আকর্ষণ করেছে যেমনটি করেছে এই পোকাটিকে ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS