এটি অনেকটা মিষ্টি কুমড়া গাছের ফুলের মত মনে হচ্ছে । যদিও মিষ্টি কুমড়া গাছের ফুল হলুদ হয় । এবং ওই ফুলগুলো খাওয়াও যায় । মা ঐসব ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেদিন নিজের অজান্তেই ভাত বেশি নিতাম । আসলেই অন্য সব সবজি থেকে আমার কাছে বেশ মজার এটি । এবার আসি আসল কথায় ।
আসলে এটি মিষ্টি কুমড়া গাছের ফুল নয় । এটি প্রায় সেই ধরনের একটি গাছের ফুল । যেই গাছটি অনেক সময় আগাছা হিসাবে বিভিন্ন বনে জঙ্গলে পাওয়া যায় । লেগেনারিয়া স্কোয়াশ পরিবারের অর্থাৎ লাউ পরিবারের একটি প্রজাতি এটি । লেগেনারিয়ায় ছয়টি প্রজাতি পাওয়া যায় , যার সবগুলোই ক্রান্তীয় আফ্রিকার আদিবাসীদের কাছে সর্বাধিক পরিচিত প্রজাতি । এইসব প্রজাতির কয়েকটি মানুষ এবং গৃহপালিত পশুদের খাওয়ার হিসাবে পরিচিত ওইসব অঞ্চলে ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS