বিয়ে বাড়িকে জাকজমোকপূর্ণ করে গড়ে তোলার মূল অস্ত্র হচ্ছে আলোকসজ্জা । বিয়ে বাড়ির রং বেরংয়ের আলোক সজ্জা আপনার চোখ ধাঁধিয়ে দিবে । রঙ বেরঙের প্যান্ডেল এর গায়ে জড়ানো থাকে কয়েক হাজার ছোটো ছোট বাতি । যেগুলো কিছু সময় পর পর নিজেদের রূপ পরিবর্তন করে । এদের ঝলকানি আপনি প্রায় সব বিয়ে বাড়িতে দেখবেন এটা আমি নিশ্চিত । ধনী - গরীব , ছোটো বড়ো প্রায় সব বিয়েতে এই ধরনের সাজসজ্জা প্রায় কমন । আর বিয়ে বাড়ির আরেকটা আকর্ষণ হচ্ছে ফটোগ্রাফি । সবার মধ্যে বিয়ে বাড়ীতে এসে নিজেদের ফটোগ্রাফি নিয়ে বেশ ব্যস্ত থাকার প্রবণতা দেখা যায় । এর জন্য বেশ কিছু বিয়েতে ফটোগ্রাফীর জন্য আলাদা করে একটি স্থান নির্ধারিত থাকে । যেখানে মুলত ছেলে মেয়ে সবাই এসে ফটোগ্রাফিতে অংশ গ্রহণ করে । এই স্থানটিকে বলে " সেলফি জোন " ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS