Be The Reason Of Smile, Of A Farmer

in hive-120412 •  4 years ago 

image.png
Source

আমি যদি মহান আল্লাহতা'লার পর কৃষককে অন্নদাতা বলি তাহলে হয়তো খুব বেশি ভুল বলা হবেনা, কারন এদের পরিশ্রমে আমরা তিনবেলা ভাত খেতে পারি ।

কৃষক একজন পরিশ্রমী ব্যাক্তি যে অনেক কষ্ট সহ্য করেন, ফসলকে তার নিজের সন্তানের মত পরিচর্যা করেন। অল্প পারিশ্রমিকের বিনিময়ে হাসিমুখে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের খাবার এর যোগান দেন।

আমারা কি পারিনা এই মহান ব্যক্তিটিকে তার প্রাপ্য যথাযথ সম্মানটা তাকে দিতে? তার মুখে সত্যিকারের হাসি ফোটাতে? খুব কষ্ট করতে হবেনা, তাদের অতিরিক্ত টাকা পয়সাও দিতে হবেনা শুধু আপনি যে তার অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞ তাকে শুধু এতোটুকু বুঝতে দিন, তাকে বোঝান যে তার পেশাটা কতটা সম্মানের আর কতোটাই না মূল্যবান।

দেখবেন এতোটুকুতেই সে আপনাকে তার সবটুকু দিয়েই আপনাকে সম্মান দিচ্ছে। দুনিয়ার সকল সৎ মানুষ ই চায় তার সৎ কাজের বিনিময়ে যথাযথ সম্মানটুকু আর এটা পেলে তারা শান্তিতে প্রাণখুলে হাসতে পারে।

আমার কাছে এই মানুষগুলোর হাসি ভীষণ প্রিয় কারণ এদের হাসির মাঝে আছে অনেক বড় শান্তি। যে বছর ফসল ভাল হয় না, বন্যার পানিতে ডুবে যায় সব কষ্ট করে ফলানো ফসলগুলো সে বছর তাদের কান্না দেখে কান্না পায় আমাদের অনেকের ই, অনেক কৃষক সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় যেটা আরও বেশি মর্মান্তিক।

তাই আসুন সময় থাকতে তাদের মুখে হাসি ফোটাই, তাদের বুঝাই যে তারা একা নয়। সরকারের উচিত এদের সার্বিক সহায়তা করা, খারাপ দিনগুলোতে যদি এরা আমাদের সাহায্যের হাতটা না খুজে পায় তাহলে এরা হাসতে ভুলে যাবে, বাঁচতে ভুলে যাবে যেটা মানুষ হিসেবে আমরা হতে দিতে পারিনা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: