সকলকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা happy new year 2024

in hive-120823 •  11 months ago 
2_20240101_011002_0001.png

সকলকে জানাই ২০২৪ সালের শুভেচ্ছা।:-

আজকে ২০২৩ সালের শেষ দিন, আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে ২০২৩ সাল। আমি এই পোস্টটি যখন লেখা শুরু করেছি তখন ঘড়িতে বাজে ১১ঃ৪৫ মিনিট। লেখা শেষ হতে হতে ২০২৪ সাল চলে আসবে। আজকে সন্ধ্যার পর থেকেই ঢাকা শহরের আকাশে দেখা যাচ্ছে হাজার হাজার ফানুস উড়ন্ত অবস্থায়। শহরের যে দিকে তাকায় সেদিকেই লাল নীল রঙের লাইট জ্বলছে।

pexels-abhinav-sharma-19658819.jpgpexels

আজকে আমাদেরকে এশার নামাজের পরে হুজুর কিছু নসিহত করেছেন, বলেছেন.. আজকে আমাদের মাঝ থেকে একটি বছর চলে যাচ্ছে আমরা এই বছরে কতটুকু আমল করতে পারলাম কতটুকু ভালো কাজ করতে পারলাম নিজের চক্ষু বন্ধ করে দুই মিনিট চিন্তা করো। তুমি নিজেরতা নিজেই বুঝতে পারবে যে, কতটুকু ভালো কাজ করেছ আর কতটুকু খারাপ কাজ করেছ।

সময় কিন্তু আমাদের মাঝ থেকে চলে যাবে, যদি তুমি গুনাহের কাজে লিপ্ত থাকো তবুও সময় চলে যাবে,আর যদি সওয়াবের কাজে লিপ্ত থাকো তবুও সময় চলে যাবে। কিন্তু যে সময় চলে যাবে সে সময় কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। ঘড়ির কাটার দিকে লক্ষ্য করো, ঘড়ির কাঁটা আজকেও যেভাবে চলেছে কালকেও ঠিক একই ভাবে চলবে। সূর্যের দিকে তাকিয়ে দেখবা আজকেও যেই সূর্য উঠেছে কালকেও ঠিক একই সূর্য উঠবে। তাহলে আজকে আর কালকের দিনের মধ্যে কি পার্থক্য? কেন আজ মানুষ এই দিনটিকে গুনাহের কাজে নিজেকে ব্যস্ত করে রাখছে?

আমাদের মাদ্রাসার পাশে দুটি বিল্ডিং এর ছাদে ডিজে লাইট, সাউন বক্স সহ নানান রকমের গুনাহের আসবাব নিয়ে এসেছে, এবং ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা বিল্ডিং এর ছাদ থেকে ডিজে লাইটের আলো দেখা যাচ্ছে। ঠিক বারোটার দিকে তো পুরো শহর রঙ্গিল হয়ে গিয়েছে। এত পরিমাণ আওয়াজ হচ্ছিল যে শুয়ে থাকতে পারছিলাম না, তাই জানালার পাশে দাঁড়িয়ে দুই মিনিট পুরো শহরের অবস্থা দেখলাম।

pexels-ella-wei-6051488.jpgpexels

কেউ ১০ তলা কেউ ১৫ তলা আবার কেউ ২০ তলা ছাদের উপর থেকে আতশ বাজি ফুটাচ্ছে। আবার অনেকেই আকাশে ফানুস ছেড়ে দিচ্ছে, এগুলো দেখে আমাদের এক ছাত্র ভাই বলল, কত হাজার হাজার মানুষ খেতে পাচ্ছে না, আর কত মানুষ আজকে কোটি কোটি টাকা অপচয় করছে।

20240101_000840.jpg

আল্লাহতালা মানুষকে সম্পদ দিয়েছেন সঠিক কাজে ব্যয় করার জন্য, যদি সেই সম্পদ সঠিক কাজে ব্যয় না করে অপচয় করে, তাহলে যে সম্পদ অপচয় করল সেই সম্পদের হিসাব সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সম্পদকে অপচয় করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন।

পরিশেষে বলবো আপনি একটু চিন্তা ফিকির করুন, ২০২৩ সালে কতটুকু নেক কাজ করেছেন এবং কতটুকু খারাপ কাজ করেছেন। এবং ২০২৩ সালের সব ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ২০২৪ সাল সুন্দরভাবে জীবন যাপন করার প্রস্তুতি গ্রহণ করা।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার লেখা এখানেই ইতি টানছি। নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ২০২৪।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

নতুন বছরের শুভেচ্ছা। আজকে আপনাদের মাদ্রাসার হুজুর বেশ কিছু নসিহত করেছেন।এটা ঠিক বলেছেন যে আমরা কি করছি সেটা আমাদের চিন্তা করে সময় কাটাতে হবে।
এটা আমিও পছন্দ করি না।কারন সারা বিশ্ব জুড়েই অনেক মানুষ না খেয়ে আছে। এভাবে আতসবাজি পুরানো মানে টাকা পুরোনো। ধন্যবাদ আপনার লেখার জন্য।
ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

প্রথমেই আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি আপনার লেখার সাথে সহমত এবং দ্বিমত কোনোটাই পোষণ করছি না। তবে আপনার লেখার পরিপ্রেক্ষিতে আমি আমার অনুভূতি উপস্থাপন করছি।

আমরা প্রত্যেকেই ভালো মূহুর্ত উপভোগ করতে পছন্দ করি। তাই অনেকেই এই দিনটিকে কেন্দ্র করে আনন্দ করেন। ইতিবাচক মনোভাব বা দৃষ্টিভঙ্গি সব কিছুর উর্ধ্বে থাকা উচিত, তাহলেই আমাদের জন্য হবে সকল ক্রিয়া মঙ্গলকর।

আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার আগামীর দিনগুলো অনেক বেশি সুন্দর করে কেটে যাক। সময় কারো জন্য অপেক্ষা করে না যে কোন মুহূর্তে আমরা অবহেলা করি না কেন? কিংবা কাজের মধ্যে থাকি না কেন সময় কিন্তু চলে যায়।

আবারো আমাদের প্রত্যেকের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে। আমরা চাইলেও সেই বছরের কোন মুহূর্ত আমাদের জীবনে ধরে রাখতে পারি না।সেইসাথে আপনি বলেছেন মানুষকে সম্পদ দিয়ে সঠিক কাজে ব্যয় করার জন্য। কিন্তু মানুষ নতুন বছরকে বরণ করতে গিয়ে অনেক টাকা ব্যয় করে ষ।

সেই টাকা যদি রাস্তায় থাকে মানুষগুলোকে দিত তাহলে আরো ভালো হতো। সবাই আসলে একরকম চিন্তাভাবনা নিয়ে চলে না। যদি সবার চিন্তাভাবনা একরকম থাকতো তাহলে হয়তোবা পৃথিবীতে অন্যরকম হতো। ধন্যবাদ আপনাকে নতুন বছর নিয়ে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।