Better Life With Steem || The Diary Game || 23th-January-2024|| My Lifestyle and Daily Activity

in hive-120823 •  11 months ago 

🌺আসসালামুয়ালাইকুম🌺

  • একটা সুন্দর দিন
  • ২৩-জানুয়ারি-২০২৪
  • মঙ্গলবার

আশা করি আপনারা সকলের ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

20240124_210627.jpg

"🌺 সকাল বেলা 🌺"


গতকাল ব্যস্ত থাকার কারণে, গতকালের ডাইরি গেম আমি আজকে পোস্ট করছি। আজ আমি সকাল ৭ টায় ঘুম থেকে উঠলাম, আমি আরো একটি নতুন ভোরের জন্য আল্লাহ সুবহানাতায়ালাকে ধন্যবাদ জানাই, ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি যে, বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা। আমি দাঁত ব্রাশ করতে করতে টিউবওয়েল ওপর যাই। আর হাত মুখ ধুয়ে রুমে চলে আসি এবং ছাত্র ছাত্রীদের পড়ানো শুরু করি।

ছাত্র ছাত্রীদেরকে সকাল আটটা ত্রিশ মিনিট পর্যন্ত পড়াই। ওদের পড়া হয়ে গেলে আমি ওদেরকে ছুটি দিয়ে দিয়। তারপর আমি বিছানায় শুয়ে বিশ্রাম নিয়। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমি খাবারের ঘরে যায় আর সকালে খাবার খায়। আজকে সকালের খাবারের মেনু ছিল মান কচু ভর্তা আর আলু ফুলকপি কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল আর সাদা ভাত।

20240124_212340.jpg

সকালের খাবার খাওয়া পর আমি একটু বিশ্রাম নিয়। আর আমার ছোট ভাই মাঠে চলে যায়। আমি একটু বিশ্রাম নিয়ে মাঠে চলে যায়। মাঠে গিয়ে দেখি যে, আমার ছোট ভাই ভূট্টার জমি থেকে বাছাইকৃত ঘাস ঝুড়িতে করে বাইরে ফেলে দিচ্ছে। আর আমি গিয়ে ওর একটা ছবি তুলি। ছবি তুলার পর আমি আমার ছোট ভাইয়ের সাথে একটু কথা বলি। কিছুক্ষণ কথা বলার পর আমি কাজ আমি কাজ শুরু করি।

20240123_113321.jpg

আমি কাজ করছি আর সেই ছবি আমার ছোট ভাইকে তুলে দিতে বলি। আর ও আমাকে কিছু  কাজের ছবি তুলে দিল। ছবি তুলা হয়ে গেলে আমি ভূট্টার জমিতে ঘাস বাছাই করা শুরু করে দিয়। আর এই রকম আমি অনেক সময় কাজ করতে থাকি। এভাবে কিছু সময় কাজ করার পর আমি একটু বিশ্রাম নিয়। একটু বিশ্রাম নিয়ে আমি আবার কাজ শুরু করি। এভাবে কাজ করতে দুপুর তিনটা পর্যন্ত।

20240123_131518.jpg

"🌺 দুপুর বেলা 🌺"


কাজ শেষ করে আমি বাড়ি চলে আসি আর একটু বিশ্রাম নিয়ে গোসল করে নিয়। গোসল করে আমি একটু বিশ্রাম নিয়ে দুপুরে খাবার খাই। দুপুরে খাবার খেয়ে আমি রেডি হয়ে নদী পার হয়ে খোকসা চলে যায়।

20240123_163903.jpg

আর খোকসা গিয়ে লাইব্রেরি থেকে ছোট বোনের জন্য বই ক্রয় করি। বই কিনে আমি ভূট্টার জমিতে পানি দেওয়ার জন্য ফিতা ক্রয় করি। ফিতা ক্রয় করার পর আমি একটু খোকসা বাজার ঘুরা ঘুরি করে বাড়ি চলে আসি। বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়।

20240123_162815(0).jpg

"🌺 রাত্রি বেলা 🌺"


সন্ধ্যা পর আমি আর আশরাফুল হিজলাবট বাজারে ওপরে যায়। হিজলাবট বাজারে গিয়ে আমি আর আশরাফুল ঝালমুড়ি খাই। আমার ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে। হিজলাবট বাজারে গিয়ে ঝালমুড়ি খেতে খেতে আমার মনে পড়ে গেল। সেই কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের ঝালমুড়ি খাওয়ার কথা। সেখানকার ঝালমুড়ি সেই স্বাদ। আমি কুষ্টিয়া গেইল সেখান থেকে ঝালমুড়ি খাওয়া চেষ্টা করি।

20240123_184857.jpg

আমি অনেক জায়গায় ঝালমুড়ি খেয়েছি কিন্তু সেখানকার মত এত স্বাদের ঝালমুড়ি আমি আমার জীবনে কখনও খায় নাই। কেউ যদি কখনও কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে আছেন। তাহলে সেখান থেকে ঝালমুড়ি কিনে খাবেন। আশা করি আপনার ও অনেক ভালো লাগবে। তো যাইহোক আমি সেখান থেকে ঝালমুড়ি খেয়ে বাড়ি চলে আসি।

বাড়ি এসে আমি রুমে চলে আসি আর বসে বসে মোবাইল টিপতে থাকি। কিছু দিন যাবত আমি একটা জিনিস লক্ষ করেছি বেশি মোবাইল টিপলে পরে আমার চোখ ব্যথা করে। এভাবে কিছুক্ষণ মোবাইল টিপার পর আমার মা আমাকে রাতের খাবার খাওয়া জন্য ডাকে। আমি খাওয়া ঘরে যায় এবং রাতের খাবার খাই। আজকে রাতের খাবারের মেনু ছিল সাদা ভাত, নদীর ছোট মাছ। রাতের খাবার খেয়ে আমি রুমে চলে আসি। আর বিছানায় ওপর শুয়ে পড়ি।

শুয়ে শুয়ে আমি ভাবতে থাকি আজকে আমি সারাদিন কি কি কাজকর্ম করছি? আর ভাবার পর সেটা লেখা শুরু করি। কিছু সময় লেখার পর আমার লেখা শেষ হয়ে যায়। আমি দুই তিন বার পড়ে দেখি যে, কোথায় কোন ভুল আছে কিনা। যখন আর কোন ভূল আমার চোখে ধরা পড়ল না, তখন আমি স্টিমে প্রবেশ করি। আর আজকে ডাইরি গেমটা পোস্ট করি। ডাইরি গেমটা পোস্ট করে আমি শুয়ে পড়ি।

এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন চলে গেল। জানিনা আজকে আমি কোন ভালো কাজ করতে পেরেছে কিনা। তবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। খুব সুন্দর ভাবেই আরো একটা দিন পার করতে পেরেছি তার জন্য।

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আর আমার লেখা আপনাদের সকলের কাছে কেমন লাগল সেটা বলবেন? ধন্যবাদ।


" 💖 আল্লাহ হাফেজ 💖 "
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সকালে ঘুম থেকে উঠে টিউবওয়েল কাছে গিয়ে ফ্রেশ হন।এরপর ছাত্রছাত্রীদের পড়ান।পড়ানো শেষ করে ভাত খান।কিছুসময় রেস্ট নিয়ে ভুট্টা ক্ষেতে যান।গিয়ে দেখেন আপনার ভাই ভুট্টা ক্ষেতের আগাছা পরিষ্কার করছে। পরে আপনিও তার সাথে আাগাছা পরিস্কার এর কাজে হাত লাগান।
আজকে আপনি আপনার ছোট বোনের জন্য বই কিনেছেন।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

জি আপু আপনি ঠিকই বলেছেন খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম না নিলে কাজ করতে কষ্ট হয়। আর জেনে ভালো লাগল যে, আমার পোস্ট পড়ে আপনার অনেক ভালো লেগেছে । আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।

আপনি প্রতিদিনই ছাত্রদের পড়ান এটি আমার কাছে অনেক ভালো লাগে।। তারপর সকালে খাবার খেয়ে জমিতে গিয়েছিলাম দুই ভাই মিলে জমিতে বেশ কিছু সময় কাজও করেছেন।। বোনের জন্য বইও ক্রয় করেছেন। বিকাল মুহূর্তে ঝাল মুড়ি খেয়েছেন।।। সব মিলিয়ে অনেক সুন্দর একটি দিন পার করেছেন।।।

জি ভাই আমি খুবই সুন্দর একটা দিন অতিবাহিত করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে একটা মন্তব্য করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।

দোয়া রইল ভাই আপনার প্রতিটি দিন এভাবেই অনেক আনন্দে অতিবাহিত হোক।।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাই দোয়া করার জন্য।

নিজের সংসারের কাজের পাশাপাশি, আপনি আপনার বোনের বই কেনার ক্ষেত্রেও ওনাকে সাহায্য করেছেন। আসলে ঝালমুড়ি এমন একটি জিনিস। যেটা দেখলেই মুখে জল চলে আসে। খাওয়ার জন্য ছটফট করতে থাকে সবাই। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি ।

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাত্র ছাত্রীদের পড়ানো শুরু করেছিলেন। পড়ানো শেষ করে সকালের খাবার খেয়েছিলেন। আপনি ইলিশ মাছ খেয়েছেন। ইলিশ মাছ আমার খুব প্রিয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার সম্পূর্ণ লেখাটি পড়েছে এবং মনোযোগ সহকারে একটা মন্তব্য করেছেন। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।

সকালে উঠে ফ্রেশ হয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেলেন তারপর চলে গেলেন মাঠে ভূট্টা খেতে কাজ করার জন্য ৷ আসলে কাজ করা অনেক ভালো কাজ করলে শরীর ঠিকঠাক থাকে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

জ্বী ভাই কাজ করলে শরীর ভালো থাকে একথা ঠিক। কিন্তু এই কয় দিন কাজ করতে করতে আর কাজ করতে ইচ্ছে করছে না আমার। ভালো লাগল ভাই আপনার মন্তব্য পড়ে। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡

সকালে ঘুম থেকে উঠেছেন ফ্রেশ হয়ে আপনার মায়ের হাতের রান্না কচু ভর্তা ফুলকপি এবং ফুলকপি দিয়ে কুমড়ার বডি দিয়ে মাছ রান্না। সাথে ইলিশ মাছের ঝোল ও গরম ভাত খেলেন।
এরপরে ভুট্টা গাছের থেকে ঘাস বাছাই করছিলেন, দুপুরে গিয়েছিলেন নদীর ওপারে খোসড়া বাজারে, সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় কাজ শেষ করেছেন।
আর হ্যাঁ আমি আমার ফ্রেন্ড যদি কোনদিন কুষ্টিয়াতে যাই ।
কুষ্টিয়া সরকারি কলেজে মাঠ থেকে ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করব, কারণ ঝাল মুড়ি আমার বেশ পছন্দ।

শুনে ভালো লাগল যে, আপনি আর আপনার বন্ধু যদি কখনও কুষ্টিয়া আসেন তাহলে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠ থেকে ঝালমুড়ি খাবেন। আর আমার মতো আপনার ঝালমুড়ি প্রিয় শুনে আমার আরো ভালো লাগল।

আপনার কাটানো একটি দিন পড়ে গ্রামের ন্যাচারাল একটা ফিল পেলাম, যেখানে কজমিতে কাজ করা থেকে শুরু করে নৌকায় চলা, বাজারে গিয়ে ঝালমুড়ি খাওয়া, সব কিছু পেলাম।