pexels |
---|
Hello Friends,
মানুষ সামাজিক জীব। আর আমরা প্রত্যেকেই যে কোন একটা সমাজে বসবাস করি। আর এই সমাজে প্রত্যেকেরই একটা পরিবার আছে। পরিবার শব্দটা ছোট কিন্তু এর অর্থ ব্যাপক। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই #incredibleIndia Community কর্তৃপক্ষকে যারা এত সুন্দর একটা প্রতিযোগিতায় আয়োজন করেছে এবং আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে।
What is the definition of a happy family? |
---|
pexels |
---|
পরিবার কীঃ পরিবার হলো মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচী, দাদা, দাদী ও আত্নীয়- স্বজনকে নিয়ে একসাথে বসবাস করা । একে অপরের বিপদে এগিয়ে আসা, সাহায্য সহযোগীতা করা আর একেই পরিবার বলে। আর পরিবার সাধারণত দুই প্রকার।
ক) যৌথ পরিবার ও
খ) একক পরিবার।
ক) যৌথ পরিবারঃ যে পরিবারে মানুষ বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন একসাথে মিলে মিশে বাস করে থাকে আর একে বলে যৌথ পরিবার।
খ) একক পরিবারঃ যে পরিবারে শুধু স্বামী স্ত্রী আর সন্তান থাকে তাকে একক পরিবার বলে। একক পরিবারে আবার সন্তান নাও থাকতে পারে।
একটি সুখী পরিবার সবারই কাম্য করে থাকে । আমাদের দেশের পরিবার ব্যবস্থা খুবই শান্তি প্রিয় হয়ে থাকে। একজন মানুষ সারা দিন পরিশ্রম করে ঘরে ফেরার পর পরিবারের সদস্যদের কাছে গেলে সব কষ্ট নিমিশেই দূর হয়ে যায়। পরিবারকে ঘিরেই আমাদের প্রতিদিনের জীবন। পরিবারকে সাথে নিয়েই সুখ দুঃখের সাথে জীবনে পথ চলে থাকে মানুষ।
What things should we follow to keep our family happy? Justify. |
---|
pexels |
---|
সবাই আশা করে তার পরিবারটা যেন সুখী পরিবার হয়। কিন্তু আমার বিভিন্ন কারনে সেটা বাস্তবায়িত করতে পারি না। পরিবারের কোন সদস্যদের কোন সমস্যা হলে পরিবারের সবাই মিলে তা সমাধান করার চেষ্টা করে। তবে একটা কথা পরিবারে যদি সুখ না থাকে।
তাহলে পুরো জীবনটাই বিষাদময় হয়ে যায়। সেজন্য আমাদের উচিত পরিবারকে সুখী রাখা সবসময়। আর পরিবার ভালো থাকলে নিজেও ভাল থাকতে পারবে। আজকে আমি কিছু বিষয় নিয়ে বলব। সেগুলো একটা পরিবারকে সুখী রাখতে অনেকটা ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।
সমমর্মিতাঃ আমি মনে করি সমমর্মিতা পরিবারের একটা ভিত্তি। সমঝোতা ও সম্মান এবং পরস্পর ওপর সম্মান থাকতে হবে। এই সম্মানটা বড়দের সাথে দেখতে হবে এবং পরিবারের ছোট সদস্যদের প্রতি ভালোবাসা ও স্নেহ দিতে হবে।
পারিবারিক বৈঠকঃ প্রতি সপ্তাহে কম করে একদিন পারিবারিক বৈঠক করতে হবে। আর এই বৈঠকে পরিবারের প্রতিটি সদস্যেদের উপস্থিত থাকতে হবে। তারপর কার কি সমস্যা হচ্ছে সেটা সবার মাঝে তুলে ধরতে হবে এবং পরিবারের সকল সদস্য মিলে সেই সমস্যা সমাধান করবে।
সমঝোতাঃ পরিবারের সকল সদস্যদেরমধ্যে সমঝোতা থাকতে। আপনার পরিবারের অশান্তি ঢোকানোর জন্য অনেকেই চেষ্টা করবে। সেটা পরিবারের সকল সদস্যদের মাথায় রাখতে হবে। পরিবারের কোন সদস্য যদি কখন খারাপ ব্যবহার করে। সেটা শান্ত মাথায় মোকাবেলা করতে হবে। যাতে এর প্রভাব পরিবারের ওপর না পড়ে।
অর্থনৈতিক বিষয়াদিঃ একটি সুখী পরিবার প্রতিষ্ঠার পূর্ব শর্ত হল, পর্যাপ্ত পরিমাণ অর্থ সরবরাহ নিশ্চিত করা । কেননা পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রাপ্তি প্রত্যাশা পূরণ করার জন্য টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । পরিবারে অর্থের সংকট হলে সুখ শান্তি পালিয়ে যায় । তবে একটি সুখী পরিবারের জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই । পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদা পূরণ করতে পারলেই যথেষ্ট বলে মনে করি।
সম্মান করাঃ সম্মান বিষয়টা এমন একটা বিষয় যেটা শুধু বয়সে বড় হলে করতে হবে তাই না। বড়রা ছোটদের সম্মান করতে পারে। আমাদের পরিবারে ছোট ভাই বোন থাকে। আমাদের উচিত বড়দের পাশাপাশি ছোটদেরও সম্মান করা। যাতে তারা ভালো কিছু শিখতে পারে।
Can professional relationships become a portion of our family? Describe. |
---|
pexels |
---|
আমি মনে করি পেশাদার সম্পর্ক আমাদের পরিবারের একটি অংশ হয়ে উঠতে পারে না। কারণ পরিবার পরিবারের জায়গায় আর কাজ কাজের জায়গায়। এই দুইটা এক করে ফেললে সে কখনও সফলতা অর্জন করতে পারবে না সেই কাজে আমি তা মনে করি।
আপনি অফিস থেকে বাসায় আসলেন। বাসায় এসে যদি অফিসের কাজ করেন দেখবেন আপনার পরিবার লোকজন আপনার ওপর বিরক্ত অনুভব করবে। ঠিক অনুরূপ ভাবে অফিসে গিয়ে যদি আপনি পরিবারের কোন কাজ করেন। তাহলে আপনি কাজ ঠিকভাবে করতে পারবেন না।
আমি অনেক সফল ব্যক্তির মুখের কথা শুনেছি। তারা বলেছেন, পরিবারের সাথে যদি আমাদের পেশাদার সম্পর্ক কখনও এক করতাম। তাহলে, আমরা আজকের এত দূর পর্যন্ত আসতে পারতাম না। তার জন্যই বলি, পেশাদার সম্পর্কের কখনও পরিবার অংশ হতে পারে না।
আমি যেমন #incredibleIndia Community একজন সদস্য। আমার খুবই ভালো লাগে যে আমি এই পরিবারের একজন সদস্য। এই পরিবারের সাথে আমি কাজ করছি। আর বিনিময়ে আমি কিছু টাকা আয় করছি Steemit platform থেকে। আমাদের এই Community Weekly Tutorial Class এবং Hangout হয়।
এখন ধরুন আমি যদি পরিবারের কোন সমস্যা কারনে এই Weekly Tutorial Class এবং Hangout যুক্ত না হয়। তাহলে আমি অনেক পিছিয়ে পড়ব Steemit platform দেকে। আমি অনেক কিছু শিখা থেকে পিছিয়ে পড়ব। তারজন্য আমি মনে করি, পেশাদার সম্পর্ক আমাদের পরিবারের একটি অংশ হয়ে উঠতে পারে না।
Conclusion |
---|
পরিশেষে উপরের আলোচনা থেকে বলা যায় যে, পরিবার হলো মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচী, দাদা, দাদী ও আত্নীয়- স্বজনকে নিয়ে একসাথে বসবাস করাকে বুঝায়। আমাদের পরিবারকে সুখী রাখতে সমমর্মিতা, পারিবারিক বৈঠক, সমঝোতা, অর্থনৈতিক বিষয়াদি ও সম্মান করা এইগুলো আমাদের পরিবারকে সুখী রাখতে পারে বলে আমি মনে করি। আর পেশাদার সম্পর্ক আমাদের পরিবারের একটি অংশ হয়ে উঠতে পারে না বলে আমি মনে করি।
আজকের এই প্রতিযোগিতায় নিয়ম অনুযায়ী আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। @rubina203 @muktaseo @sayeedasultana
অসংখ্য ধন্যবাদ কন্টেস্টে অংশ নেয়ার জন্যে। অনেক অনেক শুভকামনা থাকলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্ব প্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। সেই সাথে আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করেছেন।।
খুবই ভালো লাগলো সুখী পরিবার নিয়ে এত সুন্দর ভাবে পোস্ট করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে ভালো লাগল যে আমার পোস্টটা পড়ে আপনার ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম এবং আপনি ভালো থাকবেন সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই।। আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।।আরো চমৎকার পোস্ট আমাদেরকে উপহার দেবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিষয়টি। আসলে পরিবার একটি শান্তিপূর্ণ স্থান।
আপনি ঠিক ই বলেছেন,শত ক্লান্তি দূর হয়ে যায়,যখন পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটে। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি ধৈর্য্য সহকারে আমার সম্পূর্ণ লেখাটি পড়েছেন এবং সুন্দর একটা মন্তব্য করেছেন। আপনার পরবর্তী আকর্ষণীয় মন্তব্যের জন্য অপেক্ষায় থাকলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়া জন্য।আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় আমি ও রইলাম। আশা রাখি দুর্দান্ত কিছু নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন আল্লাহ পাক যেন ভালো রাখেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit