হ্যালো গাইজ,,,
সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম,,
বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি আবার সুন্দর একটি নতুন ভোরের আলো দেখতে পেলাম। প্রতিদিন এর মত দেরি না করে আবারো আপনাদের মাঝে চলে এসেছি আজকে ডাইরি গেম নিয়ে।
কাকে কি রকম রাখে তা একমাত্র আল্লাহ তায়লাই ভালো জানে। এমনকি নিজের শরীরও বুঝতে পারে না এখন শীরের কি অবস্থা আর পরে কি হবে।কালকে দুপুরে সুস্থ শরীর নিয়ে রান্নাবান্না করলাম খাওয়া-দাওয়া করলাম। খেয়ে বিকালের দিকে একটু শুয়ে বিশ্রাম নিলাম এরপর থেকেই হলো শরীরের খারাপ অবস্থা মানে প্রচুর জ্বর উঠেছে।
এতটা পরিমাণে জ্বর উঠেছে যে, তিনটা খাতা দুইটা কম্বল শরীর উপর দেওয়ার পরও শুধু শীতে কাঁপছি। আমার কাপা শরীর দেখে সাহেব আমাকে জড়িয়ে ধরে এবং ছেলেও আমার শরীরের উপর উঠে বসে তারপরও তাদেরকে নিয়ে শুধু কাপছি। রাতটা কোনরকম ভাবে পার করি।
তারপর আজকে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না এদিকে জ্বরের কারণে প্রচন্ড মাথা ব্যাথা করছে মাথা ওড়না দিয়ে বেঁধে রেখেছি। এতটা শরীর অসুস্থ থাকার পরও উঠতে হলো বাসায় তো শুধু আমি একা নিজের জন্য না হলেও অন্তত স্বামী সন্তানের জন্য সংসারে কাজটুকু করতেই হবে।
আস্তে আস্তে করে বিছানা ছেড়ে উঠে বেচিনে গিয়ে হাতমুখ ধুয়ে রান্না ঘরে চলে যাই। এরপরে ছয়টা রুটি বানাই তাও এক ঘন্টা ধরে। কোন ভাবেই রুটি বেলে বড় বানাতে পারছি না শুধু শরীরের ভিতরে অস্থিরতা লাগছে আর প্রচন্ড মাথা ব্যথা করছে। এরপর কোন রকম করে রুটি বানিয়ে একটা ডিম ভেজে সকালে নাস্তা করে তারপর একটা ওষুধ খেয়ে নিলাম।
ওষুধটা খাওয়ার পর বারোটার দিকে শরীরটা কিছু সুস্থবোধ লাগে, তারপরে চলে যাই রান্না ঘরে দুপুরের জন্য রান্না আয়োজন করতে। কি রান্না করব ভেবে পাচ্ছিনা হাতের কাছে যায় ছিল কোন চিন্তাভাবনা ছাড়াই রান্না করে নিলাম এবং খাবারে স্বাদ হোক আর নাই হোক। শুধু রান্না করা হয় আর কি।
আমার রান্না করার কাজটা হয়ে গেলে তারপর ছেলেকে গোসল করিয়ে দি। এরপর আমি হাতমুখ ধুলাম এবং মাথায় পানি দিয়ে শরীরটা ফ্রেশ করে নিলাম। কিছুক্ষণ বাদেই ছেলেকে দুপুরে খাবার খাওয়াতে বসি। ছেলেকে খাওয়াতে বসলে তো কতটা সময় লাগে তা মোটামুটি আপনাদের আইডিয়া আছে যারা আমার পোস্ট পড়ে তারা জানে।
আজকে ছেলে ভাত যতটুকু খেতে ইচ্ছা করছিল কতটুকুই খেয়ে দিলাম খাওয়াতে গিয়ে আর জোরাজোরি করলাম না। এদিকে মাথা ব্যাথা কারণে মাথা সোজা করতে পারছিনা তার ভিতরে খাওয়া নিয়ে জোর করব এতটা শরীরে শক্তি নেই।
ছেলের ভাত খাওয়া হয়ে গেলে তারপর আমি খেলাম এবং সাহেবকেও খেতে দিলাম। আমার দুপুরের খাওয়া হলে এরপর ছেলেকে নিয়ে শুতে যাই ছেলেকে আর ঘুম পড়াতে পারিনি আমি শুয়ে থাকি। তারপরে আজকের পোস্ট লিখতে বসি। আমি পোস্ট লিখছি আর ছেলে আমার পাশে বসে চকলেট খাচ্ছে। ওর চকলেট খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছিলো কিন্তু মিষ্টি জিনিস ছিল। আর জ্বরের মধ্য মিষ্টির জিনিস খেতে তেমন একটা ভালো লাগেনা। একটু ঝাল জাতীয় খাবার এবং টক এগুলো খেলে খুব ভালো লাগে।
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম!আপনার আজকে মাথা ব্যথা করছে, মাথাব্যথা অনেক খারাপ একটি বিষয়, আমারও মাঝে -মাঝে মাথা ব্যথা করে। মাথা ব্যথা করলে কোন কিছুই ভালো লাগেনা, কোন কাজেই মন বসে না। তারপরও পরিবারের জন্য তৈরি করতে হয়েছে খাবার। এটাই একটি মায়ের কর্তব্য। যা পড়ে অনেক ভালো লাগছে, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এই দোয়া করি! ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit