মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। সুন্দর একটি ভোরের আলো দেখতে পেলাম। আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের পোস্টে সকল বন্ধুদেরকে স্বাগতম,,,,,,,,,
ভোরের আলো ফুটে উঠতেই কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে যায়। উঠে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বাদে রান্না ঘরে চলে যাই, সকালের খাবার বানাতে।আজকে সকালে নাস্তার জন্য বানিয়েছি নুডুলস যা খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে ফেলছি। আমার নুডুলস রান্না হয়ে গেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দি মাদ্রাসায় যাওয়ার জন্য। মেয়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালে নাস্তা খেয়ে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো।
মেয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে ছেলের কাছে যাই এরপর ঘুম থেকে উঠাই, ছেলে উঠতে চেয়েছিল না মোড়ামুড়ি করছিল তাই আমি ওর মুখে অল্প কিছু নুডুলস দিয়ে দিলাম এরপর উঠে গেল।ছেলে ওঠার পর দাঁত ব্রাশ করিয়ে দিলাম তারপর সকালে খাবার খাইয়ে দিলাম।
ছেলেকে সকাল নাস্তা খাইয়ে দিয়ে এরপর ভাইয়ার জন্য
রং চা বানিয়ে তার টেবিলের উপরে রেখে, আমি রান্না ঘরে চলে যাই। দুপুরে কি কি রান্না করবো সেগুলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করা শুরু করি। আর হ্যাঁ, রান্না করার সবকিছু জিনিস গুলো যদি গুছিয়ে হাতের নাগালে রাখা হয়। তাহলে খুব সহজে জটপটে রান্নাবান্না শেষ হয়ে যায়।
আমি আজকে দুপুরে রান্না করেছি বেশি কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল ডাটা শাক, আর ডাটার সাথে আলু দিয়ে ডিম রান্না, আজকে শাকে নিজের ইচ্ছাকৃতভাবে বেশি করে ঝাল দিয়েছি চোখ থেকে পানি পড়ছে আর খাচ্ছি। আর খেতেও বেশ মজা হয়েছিল।
রান্না বান্না সবকিছু শেষ হবে এরপর ছেলেকে নিয়ে গোসল করে আসি। গোসল শেষে নামাজ আদায় করে, সবাইকে দুপুরের ভাত খেতে দি। তাদের সবার খাওয়া শেষ হলে এবং সবকিছু গুছিয়ে রেখে তারপর আমি খাই। প্রতিদিন সবার শেষে আমারই ভাত খেতে দেরি হয় । কারণ ছেলেকে ভাত খেতে গেলে অনেকক্ষণ সময় ধরে ভাত খাওয়াতে হয় খেতে চায় না খুব জোর করে খাওয়ানো লাগে তার জন্য দেরি হয়।
দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে ওরা ঘুমিয়ে পড়ে আমি ঘুমাইনি কারণ আজকে দুপুরে খাবার খেতে অনেকটাই লেট হয়ে গেল। আর যদি ঘুমিয়ে পড়তাম তাহলে ঠিক সময় মতোন উঠতে পারতাম না এই কারণে ঘুমাই নি, ফোন ব্যবহার করি।
এরপর কিছুক্ষণ বাদে মাগরিবের আজান দিলো নামাজ পড়ি। নামাজ পড়ে উঠে দেখি সাহেব হাতে করে কি যেন নিয়ে আসলো ৫ মিনিটের ভিতরে গেল আবার এসেও পরলো। তার হাতের ব্যাগটা এলে আমার হাতে দিল আমি খুলে দেখি। বিরিয়ানি কালো মিষ্টি, সাদা মিষ্টি, আর ছমুছা। এরপর এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা করি।
সন্ধ্যার নাস্তা পর্ব শেষ করে এরপর আমি পোস্ট লিখতে বসি। পোস্ট লিখতে লিখতে অনেকটাই সময় লাগে ছেলে আমার সঙ্গে খুব বেশি দুষ্টুমি করছিল তাই ঠিকমতন লিখতে পারছিলাম না। তারপর কোন রকম পোস্টা লিখে ছেলেকে রাতের খাবার খাইয়ে দিলাম। ছেলেকে খাওয়াতে খাওয়াতে মেয়েও চলে আসলো এরপর ওকে ও খেতে দিলাম। এইতো একে একে করে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি।
Hola apreciada amiga. Un día de mucha gastronomía. Gracias por compartirlo con nosotros. Bendiciones y éxitos.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালে সকলের জন্য নাস্তা হিসাবে নুডুলস রান্না করেছিলেন। মেয়েকে সময় মতো মাদ্রাসায় পাঠিয়েছিলেন। ছোট বাচ্চাদের এখন থেকেই সময় সম্পর্কে সচেতন করা উচিত। যেটা ওদের ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সন্ধ্যার সময় সকলে একসাথে বসেে নাস্তা করেছিলেন। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সারাদিনের কাজ কর্ম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে সারাদিনে সংসারে অনেক কাজ কর্ম করতে হয়। সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। তবে ছোট ছেলে বা মেয়ে থাকলে একটু দুষ্টুমি তো করবে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার একটি দিনের কার্যক্রম খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে। সকালের নাস্তা হিসেবে নুডুলস রান্না করেছিলেন এবং আপনার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য তাকে প্রস্তুতি করালেন এবং সে নাস্তা করে চলে গেলো। এবং আপনার দিনের কার্যক্রম দেখে মনে হলো অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আপনার দিন পার করতে হয়। একজন গৃহিণী সারাদিন রান্না নিয়ে এবং ছেলে মেয়ে দেখা শুনা করা নিয়ে পার করতে হয় এটাই হলো একজন গৃহিণী জীবন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit