Better Life With Steem || The Diary game || 22/6/2024

in hive-120823 •  3 months ago  (edited)
1000105272.jpg

প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আমার গতকালকের ভালো খারাপ দিনের মুহূর্তগুলো শেয়ার করব। তবে সব সময় যে প্রতিটা দিন ভালো যাবে তেমন কোন কথা নয়, তাই কালকের দিনটা আমি খুব কষ্টের ভিতর দিয়ে কেটেছি। চলুন এবার ভালো খারাপ মুহূর্ত গুলো শেয়ার করি।


গতকালকের ঘুম ভাঙলো ময়লা ওয়ালা ডাক শুনে কিন্তু সে ময়লা নিতে আসেনি অন্য একটা কারণে এসেছিল, আর সেই কারণটা হলো। আমি ময়লা দেওয়ার সময় ভুলে একটা তরকারির চামচ ময়লার সাথে দিয়ে দি,তারপর রান্না করতে গিয়ে চামচটা না পেয়ে বুঝতে পারি হয়তো ময়লার সাথে দিয়ে দিয়েছি। চামচটি হারিয়ে যাওয়ার প্রায় ৭-৮ দিন পর আমি ময়লা আলা মামাকে জিজ্ঞেস করি মামা আমার ময়লা সঙ্গে একটা কোন কিছু পেয়েছেন তারপর ময়লা মামা বলে হ্যাঁ পেয়েছি রান্না করে একটা চামচ পেয়েছি। সে পেয়েছে বলে তারপর আমি আর কিছু বলিনি আমি চলে এসেছি।

1000105263.jpg
এই ছবিটি আজকে তোলা কালকে থেকে ভুলে গিয়েছিলাম।

আসলে তরকারির চামচ দিয়ে খোঁজার কারণ হচ্ছে এটা হলো আমার সাহেব সংসারের জন্য এই প্রথম কিছু কিনেছে, চামচের সাথে আরো কিছু কিনেছিল সে যখন নিজে একা থাকতে ঢাকায় তখন কিছু হাড়ি পাতিল কিনে নিজে কয়েক দিন রান্না করে খেয়েছিলে। পুরুষ মানুষ তো রান্না করে খেতে ভালো লাগে না এবং কাজ করে এসে রান্না করতে অনেক কষ্ট হয়। তারপর এরকম কয়েকদিন রান্না করে খেয়ে আবার হোটেলে খাওয়া শুরু করল। আবার তার মধ্যে তো আমি এসে যায়।

যাইহোক এই কারণে আমি চামচটির তলপ করেছিলাম। আর পেয়েও যাই ময়লাওয়ালা চামচটি পেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসে দিয়ে যায়। চামচটি দেখো খুশি লাগলো আবার খারাপ লাগল কারণ সে আমার কথা শুনে খুব খোঁজাখুঁজি করে আমার কাছে নিয়ে আসলো। যাইহোক চামচটির ব্যাপারে অনেক কিছুই বললাম।

পরশুদিন রাত থেকে কিছু পারিবারিক পুরানো বিষয় নিয়ে কথা হয়েছিলো এতে সবার মনে খুব খারাপ লাগলো। তাই সকাল বেলা ঘুম থেকে উঠে রাতের সেই কথাগুলো মনে করে খুব কষ্ট লাগলো। আসলে বিয়ের পর মেয়েরা খুব সুন্দর একটা সংসার জীবন পায়। কিন্তু আমি সেটা পাইনি আমি পরীক্ষার হলের ভিতরে ঢুকে এখন পর্যন্ত পরীক্ষা দি, আর যতদিন বাঁচবো এই পরীক্ষা দিয়েই যেতে হবে আমার। আসলে আপনাদের সাথে পারিবারিক সমস্যাটির কিছু ইঙ্গিত তুলে ধরলাম কিন্তু সমস্যাটি শেয়ার করতে পারলাম না।

1000104201.jpg

মন ভালো ছিল না তাই সকালে কোন নাস্তাও করিনি, কিছুক্ষণ ভেবে চিন্তে গেলাম কাজে যতই সমস্যা থাকতো না কেন সংসারের কাজগুলো করতেই হবে। থালা-বাসন গুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর দুপুরে রান্না বসিয়ে দিলাম। গতকালকে দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ, আর পুঁইশাক, মন দিয়ে রান্না করিনি কোন রকম ভাবে ছটফট করে এবং রান্নাটা করে নিলাম।

1000104310.jpg

এরপর দুপুরের রান্না শেষ হওয়ার পর ছেলেকে গোসল করিয়ে আমি গোসল করে জোহরের নামাজ পড়ি। নামাজ পড়ে ছেলেকে ভাত খাইয়ে দি,তারপর আমি খেতে বসলাম খেতে ইচ্ছা করছে না তারপরও নিজেকে জোর করে কয়েক লোকমা ভাত খেলাম আর গুলো ভাত রেখে দিলাম।

কোনরকম কয়েক লোকমা ভাত খেয়ে ছেলেকে বিকালে ঘুম পাড়িয়ে দিলাম, আমি ঘুমাইনি শুয়ে আছিলাম। শুয়ে থেকে এতটা চিন্তার ধ্যানে পড়ে গেলাম যে আসরের আজান দিল নামাজ পড়তে ভুলে গেছি। যাই হোক মাগরিবের আযান দিলে ছেলে ঘুম থেকে উঠে গেলে তারপর আমি মাগরিবের নামাজটা পড়ে নিলাম।

1000104519.jpg

নামাজ পড়ে উঠেছি এর ভিতরে সাহেব বাসায় এসে কিছুক্ষণ বসে ছেলে মেয়েকে নিয়ে বাহিরে গেল সন্ধ্যার নাস্তা আনতে। নাস্তা এনে সবাই বসে খেলাম তারপর সাহেব চলে গেল। সে চলে যাওয়ার পর রাতটা কোনরকম সময় কাটিয়ে ছেলেকে ভাত খাইয়ে নিয়ে শুয়ে পরি। বন্ধুরা, আজ আর লিখব না সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যাইহোক আপনি আপনার সাহেবের হারানো চামচটা ফিরে পেয়েছেন, এটা জানতে পেরে ভালো লাগলো। আসলে সংসারের মধ্যে সমস্যা লেগেই থাকে। তবে সে সমস্যাগুলো সামলে নিয়েই আমাদেরকে চলতে হয়। সংসার জীবন চালিয়ে যেতে হয়। মন খারাপ করবেন না ভরসা রাখুন আল্লাহর উপর। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

এখন সচারাচর এমন সততার মানুষ পাওয়া যায় না। মশলাওয়ালা চাইলেই আপনার চামচ না দিতে পারতো তবে সে সেটা করেনি। কিছু কিছু জিনিস আমাদের জন্য অনেক স্মৃতি বহন করে এই চামচটা তেমনই আপনার নিকট। যাক শেষ পর্যন্ত সেটা ফিরে পেয়েছেন জেনে ভালো লাগলো।

আজ পরিবারের জন্য সকল কাজ সম্পন্ন করেছেন, চিংড়ি মাছ দিয়ে পুইশাক খেতে বেশ মজা লাগে। ভালো লাগলো আপনার কার্যক্রম সম্পর্কে জানতে পেরে। ভালো থাকবেন।

Copy_of_Curation_Guidelines_20240529_204831_0000.png

We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Loading...

আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নোংরা সাথে আপনার চামচটা ফেলে দিয়েছিলেন ।যাই হোক কিছুদিন পর আবার চামচ টা ফেরত পেয়েছেন ।এটাই ভালো লাগলো। সচরাচর এইসব জিনিসগুলো ফেরত পাওয়া যায় না। আসলে সবার সংসারে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। মন খারাপ করবেন না ।ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপু এইভাবে যদি চামচ ময়লার সাথে দেন তাহলে তো ভাইয়ার চামচ কিনতে দিন শেষ হয়ে যাবে 🤣🤣 আসলে অনেক সময় ভুলে আমাদের প্রয়োজনীয় জিনিস ও ফেলে দেয় পরবর্তীতে সেটা না পেলে আবার খুঁজতে হয়।। ময়লা আলা বেশ ভালো তা না হয় চামচ ফেরত দিত না।।