হ্যালো গায়েজ,,,
সবাইকে আসসালামু আলাইকুম,,
বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। প্রথম সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি আবার সুন্দর একটি নতুন ভোরের আলো দেখতে পেলাম। তাই তো আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। তাই আর দেরি না করে আজকের ডাইরি গেমটা লেখতে বসলাম।
আজকে আমার মনটা ভীষণ খারাপ যা খারাপ লাগার থেকেও অনেক কষ্ট লাগছে। সন্ধ্যা সাতটার সময় পোস্ট লিখতে বসেছি মনটা ভেতরটা এতটা খারাপ লাগছে যে, পোস্ট লিখতে মন বসছে না। যাইহোক মনে খারাপ লাগাটা এবং কষ্টের পাওয়াটা না হয় কিছুক্ষণ পরেই আপনাদের শেয়ার করি।
সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে, মেয়েকে মাদ্রাসা দিয়ে এসে তারপর আমি ফজরের নামাজ আদায় করি। নামাজ পড়ে কিছুক্ষণ নামাজের পার্টিতে বসে দোয়া-দরুদ পড়ে সাড়ে ছয়টার সময় ঘুমিয়ে পড়ি। এরপর আবার সেই ঘুম থেকে ৯ টা:৯ মিনিটের সময় ওঠি,উঠে প্রথমে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে গেলাম।
প্রথমে আটা সেদ্ধ করে রুটি বানিয়ে নিলাম। এরপর রুটি খাওয়ার জন্য ভাজি করে নিলাম। এদিকে ভাইয়া ভাবি তারা রাত থেকেই তাদের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। জানুয়ারির মাসে এক তারিখে তারা নতুন বাসায় উঠবে আর আমরাও ফেব্রুয়ারি মাসে এক তারিখে নতুন বাসায় যাব। তবে সবকিছু গুছাতে আমাদের কোন তাড়া নেই তারা আমাদের এক মাস আগে যাবে তাই তারা সবকিছু গুছিয়ে নিচ্ছে।
এদিকে আমার নাস্তা বানানো হয়ে গেলে আগে মেয়েকে মাদ্রাসা দিয়ে আসি তারপর আমরা খেয়ে নিলাম। সকালের নাস্তা খেয়ে আর বিশ্রাম নিতে পারেনি, এবং রান্নার আয়োজন করতে তাড়াতাড়ি যেতে পারিনি। রান্না করার ফাঁকে ফাঁকে ভাবিদের যা যা কিছু আছে সবকিছু গুছিয়ে দিলাম।
বারোটা চল্লিশ মিনিটে রান্না হয়ে গেল, তারপর ছেলেকে গোসল করিয়ে দিলাম এবং আমিও গোসল করে নিলাম। গোসল করে দেড়টার ভিতরে জোহরে নামাজ পড়ে নিলাম। এরপর ছেলেকে দুপুরে ভাত খাইয়ে দিলাম এবং আমিও খেলাম খেতে খেতে প্রায় আড়োইটার মতন বেজে গেল।
দুপুরে খাবার খেয়ে ছেলেকে নিয়ে শুয়ে পড়লাম ; ঘুম পরাবো ছেলে কোনভাবেই ঘুমাচ্ছে না উল্টো আমাকে ঘুম পাড়িয়ে চলে যাচ্ছে। ঘুম নিয়ে ছেলেকে নিয়ে জোরাজোরি করতে করতে আসরের আজান দিল তারপর নামাজ পড়ে নিলাম। এদিকে সাহেব আসলো তখন বাজে চারটা তারপর তাকে খেতে দিলাম।
সাহেব খাবার খেয়ে কিছুক্ষণ পিসির সামনে বসলো, আমি কি করবো নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। একটু ঘুমের মতন পড়েছি তারপরে শুনি ভাবী ডাকাডাকি করছে তারপর তার সামনে গেলাম।
গিয়ে দেখি ভাইয়া ভাবি তারা কোথায় জানি যাচ্ছে রহনা দিল। জিজ্ঞেস করার পর বলে আমরা আমাদের বাবার বাড়িতে যাচ্ছি ওখান থেকেই নতুন বাসায় যাব। আপনার সাথে এই শেষ দেখা জানিনা আর কবে দেখা হয়। ভাইয়া কয়েকদিন পরে এসে এক তারিখের আগে সবকিছু নিয়ে।
হঠাৎ করে তাদের যাওয়ার কথা শুনে আমি ভীষণ কষ্টে ভেঙে পড়েছি। ভাবিকে কোনদিন দেখিও নাই এবং সে আমার কোন পূর্ব পরিচিতি ও না কিন্তু কয়েক মাস ধরে তাদের সাথে মিশে থাকতে থাকতে অনেকটাই মায়ায় পড়ে গেছি। জানিনা, সে আমার মতন কষ্ট পেয়েছে কিনা কিন্তু আমার খারাপ লাগার থেকেও কষ্ট লেগেছে অনেক।
তারপর নিচে গিয়ে তাদের একটু এগিয়ে দিয়ে আসি আমার কান্না আমি ধরে রাখতে পারিনি। তাদেরকে এগিয়ে দিয়ে আমি বাসার দিকে ঢুকছি তখন মনে হয় সামনে পা এগাছে না। বাসায় ঢুকে তাকিয়ে দেখি সব দিকে ফাঁকা ফাঁকা মনমরা লাগছে এবং নিজেকে খুব একা একা লাগছে। এতদিনে ভাবিকে আমি নিজের বেস্ট বান্ধবীর মতন এবং বোনের মতন মনে করেছি।
এরপর সন্ধ্যা হয়ে গেল মাগরিবের নামাজ পড়ে নিলাম । নামাজ পড়ে ছেলেকে এবং ছেলের বাবাকে কিছু খেতে দিলাম। আমার খেতে ইচ্ছে করছিল না কিছুক্ষণ চুপচাপ করে বসে রইলাম, তারপর ভাবি পোস্টটা লিখে নিই তারপর পোস্ট লিখতে বসি। এইতো এরকম করে আজকের দিনটি অতিবাহিত করলাম এবং আপনাদের সাথে তা সম্পূর্ণরূপে শেয়ার করেছি।
আজকের মত লেখা এখানেই শেষ করতে চাই, আশা করি আমার পোস্টটি পরে আপনাদের খুব ভালো লাগবে। (আল্লাহ হাফেজ)
আপনার পোস্টটি পড়ে মনটা ভারী হয়ে গেল। আপনার অনুভূতিগুলো একদম মনের গভীরতা থেকে এসেছে, যা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। পরিবার এবং কাছের মানুষের সাথে কাটানো সময়গুলো সবসময়ই বিশেষ, আর বিদায়ের মুহূর্তগুলো কষ্টদায়ক।
তবে আশা করি ভবিষ্যতে আবার তাদের সাথে দেখা হবে এবং এই মায়ার বন্ধন আরও শক্ত হবে। আল্লাহ আপনার মন ভালো রাখুন এবং আপনাকে সবসময় ভালো রাখুন। দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আটা দিয়ে এভাবে রুটি তৈরি করলেই খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আমার কাছে কাঁচা আটার রুটি অনেক বেশি মজা লাগে। বিশেষ করে পরোটা বানালে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
প্রিয় মানুষরা যখন হঠাৎ করে আসে তখন বেশ ভালো লাগে। আবার যখন তারা অনেক দিন আমাদের কাছে থেকে চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে। আপনার অনেক বেশি খারাপ লেগেছে আপনার ভাবীরা চলে গেছে তাই আপনি কান্না ধরে রাখতে পারেননি।
শহরে এই অবস্থা আসলে বাসায় যখন কেউ থাকে, তখন বাসা ভর্তি থাকে। যখন তারা চলে যায় তখন চারদিক ফাঁকা হয়ে যায়। তখন মনে হয় কিছু একটা যেন হারিয়ে গেছে হয়তোবা তারা আরো কয়েকজন থাকলে বেশ ভালো হতো। এটা বাস্তব। ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় অনেক কারণেই মন খারাপ থাকে যদিও আজকে আপনার ভাইয়া ভাবি চলে যাবে তার কথা শুনে কিছুটা মন খারাপ হচ্ছে এটাই স্বাভাবিক।। আসলে আমরা কারো সাথে থাকলে তাদের প্রতি একটা মায়া চলে আসে আর যখন তারা চলে যায় তখন সত্যি অনেক খারাপ লাগে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit