হ্যালো বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার আমি আপনাদের মাঝে আজকের ডাইরি গেম নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার পোস্টটি পরে আপনাদের সকলের খুব ভালো লাগবে চলুন এবার শুরু করি।।।
কালকে রাতেই ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে, সকালে কোন কিছু খাবার নিবে কিনা, সে বললে না কালকে সকালে কিছুই নিব না। তাই সকাল বেলা তাড়াহুড়ো করে উঠতে হয়নি, আর নাস্তার ঝামেলাও করতে হয়নি। মেয়েকে সকাল সাড়ে পাঁচটায় উঠিয়ে দিলাম আমিও উঠে নামাজ পড়ে আবার শুয়ে রইলাম।
ছয়টার সময় ঘুমিয়ে পড়ি এরপর আবার সাড়ে আটটায় উঠি। উঠে বাসায় কিছু অগোছানো কাজ করি। এরপর সাহেব ও উঠে যায় তাকে বলি আজকে সকালে খাবার নাই তারপর সে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি এনে দেয় সেটা আমরা ডিম টোস্ট করে খাই সকালে নাস্তা হিসাবে।
সকালে নাস্তা খাওয়া দাওয়া করে রান্নার কাজে হাত লাগাই, আজকে একটু তাড়াতাড়ি রান্না ঘরে গিয়েছি কারণ গরুর মাংস রান্না করব এবং সেটা অনেক বরফ জমে আছে। বরফ ছাড়তে অনেকটাই সময় লাগবে তাই রান্না ঘরে গিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ভাত হতেই মাংসের বরফ ছেড়ে দিল।
মাংসের বরফ ছাড়ার পর আস্তে আস্তে সব মসলাগুলো একসাথে করে মাংস রান্না বসিয়ে দিলাম । তবে আজকে আমি মাংস রান্না করিনি ভাবি আগে থেকেই বলে রেখেছে আজকের মাংস রান্নাটা আমি করব। আর বাকি রান্না গুলো আপনি করে নিবেন। আমিও বললাম আচ্ছা ঠিক আছে আপনি আপনার মত রান্না করেন তারপর আমি আমার রান্না করে নিব।
আজকে রান্না ঘরে তাড়াতাড়ি যাওয়ার কারণে দুপুরের রান্না বান্না সাড়ে বারোটার ভিতরে হয়ে গেল। রান্না শেষ হওয়ার পর সম্পূর্ণ রুমগুলো মোছে তারপর সাহেবের কিছু কাপড়চোপড় ধুলাম। এরপর ছেলেকে নিয়ে গোসল করে আসি। গোসল করে এসে দেখি সাহেব তিনটার ভিতরেই বাসায় হাজির।
আমি গোসল করে নামাজ পড়ে তারপর ছেলেকে ভাত খাইয়ে দিলাম এবং তার আগে সাহেবকে জিজ্ঞেস করেছিলাম তাকে ভাত খেতে দিব কিনা। সে বললো না আগে তুমি ছেলেকে খাইয়ে দাও তারপর একসাথে খাবো ততক্ষণে আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। এরপর ছেলের খাওয়া হয়ে গেলে আমরা দুজনে একসাথে খেয়ে নিলাম। দুপুরের খানা খেয়ে বিশ্রামে চলে গেলাম সাহেব কিছুক্ষণ ঘুমালো এবং আমিও ঘুমিয়ে পড়লাম।
সাহেব আবার সাড়ে পাঁচটায় উঠে মার্কেটে চলে গেল, আমি তখনও ঘুম থেকে উঠিনি। যখন শুনি মাগরিবের আজান দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। উঠে হাত মুখ ধুয়ে অজু করে মাগরিবের নামাজ পড়ি।
নামাজ পড়ে কিছুক্ষণ বসে থাকি তারপর পাশের বাসার ভাবি আমার বাসায় আসে তারপর তার সঙ্গে কিছুক্ষণ কথা বলি। কথা বলতে বলতে এদিকে ছেলে ঘুম থেকে উঠে যায়। এরপর ছেলের সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করে সময় কাটিয়ে তারপর ছেলেকে এসট্যাস চকলেট ফ্লেভার খেতে দি ওর সঙ্গে আমিও খেলাম। ওর চাচ্চু কাল রাত একটার সময় এনেছিল তখনও ছেলের সজাগ ছিল। ওই সময় কিছু খেয়ে বাকিগুলো রেখে দিল তারপর আবার সন্ধায় বেলা খেলো।
ছেলের সঙ্গে আমি ও খেলাম তারপর দেখি ভাবি পাউরুটি দিয়ে রোল বানিয়ে এনেছে,তারপর দুজনের গল্প করতে করতে খেয়ে নিলাম। সন্ধ্যার নাস্তা করে এরপর পোস্ট লিখতে শুরু করেছি। আজকের পোস্টটা লিখতে বেশিক্ষন সময় লাগে নি তাড়াতাড়ি লেখা শেষ হয়ে গেল। পোস্ট লেখা শেষ হতে না হতেই আমার আপু ফোন দিলো তারপর ওর সঙ্গে কথা বলি। ওর সঙ্গে অনেকটা সময় ধরে কথা বলি এরপর কথা শেষ করে ছেলেদের রাতের খাবার খাইয়ে দি। ছেলের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি এসে নামাজ পড়ে শুয়ে থাকি। এইতো এভাবেই করে আজকের দিনের মুহূর্তটা পার করি। আজকের মত লেখা এখানেই সমাপ্ত করছি [আল্লাহ হাফেজ]
Thank You So Mrch For Reading My Blog |
---|