My Favorite Brand of Detergent

in hive-120823 •  11 months ago 
20240316_234153_0000.png

[Canva Edit]

আবারো আপনাদের মাঝে নতুন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে আসছি। শুরু করার আগে আমাদের নতুন মডারেটর @adylinah কে অসংখ্য ধন্যবাদ জানাই, খুব সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। তবে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত কারণ এমন একটা বিষয় তুলে ধরেছে যে জিনিসটি আমরা প্রতিদিন কাজে ব্যবহার করে থাকি। তো এবার শুরু করি আপনাদের মাঝে আমার মতামতটি।

তবে আমি শুরু করার আগে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই। @mukitsalafi, @enamul17,@cive40 আমি চাই আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মতামতটি শেয়ার করুন।

১.আপনার প্রিয় ব্র্যান্ডের ডিটারজেন্ট দেখান এবং বর্ণনা করুন

IMG_20240316_183818.jpg

আমি ছোটবেলায় বয়সের যখন থেকে ভালো মন্দ বোঝাটা শিখেছি, এবং আমার মাকে দেখতাম কাপড়চোপড় বা অন্যান্য কিছু ধোয়ার তালিকায় হুইল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতো। সেই থেকে এখন পর্যন্ত আমি আমার বিয়ের আগে এবং বিয়ের পরও হুইল ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়-চোপড় ধুই এবং পছন্দ তালিকায় রেখেছি।

IMG_20240316_183939.jpg

এটা যে আমার পছন্দের তালিকায় রেখেছি তা, না আমার পরিবার প্রত্যেকটা মানুষেরই হুইল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে। আমি যেটা জেনে আসছি এই হুইল ডিটারজেন্ট পাউডার দ্রুত কাপড়চোপড় পরিষ্কার করে দেয় এবং ময়লা গুলো তাড়াতাড়ি তুলে উঠায়। তবে আমি এটাও খেয়াল করছি কাপড়-চোপড় ধোয়ার পর কাপড় থেকে খুব সুগন্ধি একটি গ্রান বের হয়। এবং গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে।

IMG_20240316_183822.jpg

তবে যবে থেকে আমি হুইল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি, এবং হুইল ডিটারজেন্ট পাউডার এর উপর আমার অন্যরকম একটি বিশ্বাস জন্মেছে। এটার ভালো ফলাফল পাওয়ার পর থেকে আমি অন্য কোন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করিনি। আমি যখন বাজারে দিকে বের হই এবং আমার প্রয়োজনীয় তালিকার ভিতরে, হুইল ডিটারজেন্ট পাউডার দরকার পরে। তাহলে আগে আমি হুইল ডিটারজেন্ট পাউডার টাই কিনে নিয়ে আসি। এই হুইল ডিটারজেন্ট পাউডারের উপর এমন একটা বিশ্বাস হয়েছে যে এটাই সব সময় ধোয়ার কাজে ব্যবহার করি।

২.আপনার পছন্দের পিছনে কারণগুলি বলুন

এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমার খুবই আনন্দিত লাগলো, যখন আমি আমার পছন্দের তালিকায় হুইল ডিটারজেন্ট পাউডার রেখেছি তবে তো পিছনে কয়েকটি কারণ আছে। চলুন কারণগুলো আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20240316_185326.jpg

আমি কাপড়-চোপড় ধুতে অনেক অলস, এবং অনেক কষ্ট মনে করি তবে এই অলসতা ভাবটা কমে যায় যখন হুইল ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়-চোপড় ধুই এবং অনেক পরিষ্কার করতে পারি

IMG_20240316_185312.jpg

একজন নারী সংসারের জীবনে অনেক কাজকর্ম থাকে, এবং সেই শত কাজকর্ম থাকার ভিতরেও কাজের শেষে দেখা যায় অনেকগুলো কাপড়চোপড় পড়ে আছে। তারপর সেই কাপড় গুলো তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য এবং ধোয়ার জন্য ভালো দিক বিবেচনা করে হুইল ডিটারজেন্ট পাউডার তাড়াতাড়ি পরিষ্কার করে এবং বেশি পরিমাণ পাউডার নিতে হয় না অল্প কিছুতে অনেক ফেনা হয়ে যায়। পরিষ্কার ও সুগন্ধি করে তোলে।

প্রতিদিন আমার কাপড়চোপড় পরিষ্কার করতে হয় ছেলে-মেয়ের এবং হাসবেন্ডের। কিছু না কিছু ধুতেই হয়, যেহেতু আমার ছোট একটি বাচ্চা আছে এবং কাপড়চোপড়ে অনেক ময়লা ও দাগ লাগায়। তাই সেই ময়লা ও দাগ উঠানোর জন্য আমি হুইল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি। এই হুইল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে আমার বেশি পরিশ্রম করতে হয় না অল্প সহজে দাগও ময়লা উঠে যায়।

IMG_20240316_185255.jpg

এই কয়েকটি দিক বিবেচনা করে আমার কাছে হুইল ডিটারজেন্ট পাউডার পছন্দের তালিকায় রেখেছি। তবে আমি এই হুইল ডিটারজেন্ট পাউডার দিয়ে আরো কয়েকটি কাজ করি, যেমন যখন বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক থাকে না, তখন আমি এই হুলই ডিটারজেন্ট পাউডার দিয়ে মেজেঘসে ভালো করে বাথরুম পরিষ্কার করি। এবং মাঝেমধ্যে থালাবাসন পরিষ্কার করি আবার কালির পাতিলে তেল যুক্ত দাগ উঠানোর জন্য অল্প করে হুইল ডিটারজেন্ট পাউডার নিয়ে ধুলে খুব সহজে পরিষ্কার করতে পারি।

৩.আপনার পরিবারের জন্য ডিটারজেন্ট কতটা গুরুত্বপূর্ণ

এই হুইল ডিটারজেন্ট পাউডার আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের মানুষের গুরুত্ব অপরিসীম। কেননা এই ডিটারজেন্ট পাউডার আমার কাপড় চোপড় ধোয়ার কাজ একদম ফাইভ জিবি নেটওয়ার্কের মতন অতি তাড়াতাড়ি ও খুব সহজে ময়লা উঠিয়ে দেয়।

IMG_20240316_185200.jpg

এই ছবিটি আরো একবার পোস্টে শেয়ার করছিলাম গ্যালারির পুরনো ছবি

বাসার অনেক কাজকর্ম করে দেখা যায় অনেকগুলো কাপড় জমিয়ে আছে এবং সেগুলো ধুতে হবে। তখন যদি আমি সাবান দিয়ে কাপড় পরিষ্কার করি দেখা যাবে অনেক দেরি হবে এবং বসে বসে কাপড়ে সাবান ঘষতে ঘষতে মাজা কোমর পিঠ সমস্ত কিছু ব্যথা হয়ে যায়। তাই আমি আমার পরিবারের সদস্যের জন্য এবং আমার নিজের ভালোর জন্য ডিটারজেন্ট পাউডার বেছে নিয়েছি।

তবে আমি জানিনা এই প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্ন ঠিক মতন উত্তর দিতে পেরেছি কিনা। আমি আমার নিজের সাধ্য মতোন প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি বাকিটা সব আপনাদের হাতে। সবার জন্য সুস্থ কামনা করছি আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

যদি বলি তাহলে ছোটবেলা থেকেই এই হুইল পাউডার আমাদের পরিবারের সাথে যুক্ত। কিন্তু আমি বড় হওয়ার পর থেকে নিজে ব্যক্তিগতভাবে অন্য কোম্পানির পাউডার ব্যবহার করলেও। আমার মায়ের সবচাইতে প্রিয় ডিটারজেন্ট পাউডার হচ্ছে হুইল পাউডার। এটা অনেক আগে থেকেই বাংলাদেশের রয়েছে। বর্তমানে এখনো আছে, আপনি নিজেই পাউডার ব্যবহার করেন এবং কেন করেন সে বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

আমার বাড়িতে ছোটবেলা থেকে দেখে আসছি এই হুইল পাউডার ব্যবহার করতে।আর তাছাড়া হুইল সচারাচর সব জায়গাতেই পাওয়া যায় এবং এটি কার্যকারিতাও বেশ ভালো।

ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।।

Posted using SteemPro Mobile

প্রথমে আপনাকে ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য খুব সুন্দর একটা মতামত প্রকাশ করার জন্য আপনার পছন্দের ডিটারজেন্ট পাউডার হলো হুইল পাউডার, সত্যি বলেছেন একটা অসম্ভব ভালো একটা ডিটারজেন্ট। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য এবং খুব সুন্দর একটি মতামত প্রকাশ করলেন। আমি সব সময় বা এখন পর্যন্ত হুইল পাউডার ব্যবহার করে আসছি আর এটা ব্যবহার করি, যা আমার পরিবারের সকলেই এই পাউডার টা ব্যবহার করতে দেখেছি।

থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ।

আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার পছন্দের ডিটারজেন্ট সম্পর্কে জানতে পারলাম আর জেনে অনেক বেশি ভালো লাগলো।। ধন্যবাদ আপনার পছন্দের ডিটারজেন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।।